Classification-of-alkali-jump-magazine
প্রশ্ন-উত্তর

ক্ষারকের শ্রেণিবিভাগ

প্রশ্ন: ক্ষারককে কি কি ভাগে ভাগ করা যায়?

ক্ষারককে বিভিন্ন ভাবে শ্রেণিবিভাগ করা যায়। যেমন:

  1. উৎস
  2. উপাদান
  3. শক্তিমাত্রা
  4. লঘুতা
  5. অম্লত্ব

1/ উৎস ভিত্তিতে :

ক. জৈব ক্ষারক: CH3NH3OH, (CH3)2NH2OH,(CH3)3NHOH, CH3NH2, (CH3)2NH, (CH3)3N

খ. অজৈব ক্ষারক: NaOH, LiOH, CuOH, Cu(OH)2, KOH, Fe(OH)2, Fe(OH)3, Mg(OH)2, Al(OH)3, Zn(OH)2 NH4OH, Na2O, Li2O, Cu2O, CuO, K2O, FeO, Fe2O3, MgO, Al2O3, ZnO

[আরো পড়ুন – অ্যাসিডের শ্রেণীবিভাগ]

2/ উপাদান ভিত্তিতে :

ক. অক্সাইড:  Na2O, Li2O, Cu2O, CuO, K2O, FeO, Fe2O3, MgO, Al2O3, ZnO

খ. হাইড্রোক্সাইড:  NaOH, LiOH, CuOH, Cu(OH)2, KOH, Fe(OH)2, Fe(OH)3, Mg(OH)2, Al(OH)3, Zn(OH)2, NH4OH, CH3NH3OH, (CH3)2NH2OH,(CH3)3NHOH

গ. অক্সিজেন বিহীন ক্ষারক: NH3, CH3NH2, (CH3)2NH, (CH3)3N

3/ শক্তিমাত্রা ভিত্তিতে:

ক. তীব্র ক্ষারক বা ক্ষার : NaOH, KOH, Na2O, K2O

খ. মৃদু ক্ষারক : LiOH, CuOH, Cu(OH)2, Fe(OH)2, Fe(OH)3, Mg(OH)2, Al(OH)3, Zn(OH)2, Li2O, Cu2O, CuO, FeO, Fe2O3, MgO, Al2O3, ZnO, NH3, CH3NH2, (CH3)2NH,(CH3)3N

গ. মৃদু ক্ষার : NH4OH, CH3NH3OH, (CH3)2NH2OH,(CH3)3NHOH

4/ লঘুতা

ক. গাঢ় ক্ষারক : কোনো জল উপস্থিত না থাকলে বা আয়তন অনুপাতে ক্ষারকের তুলনায় কম জল থাকলে

খ. লঘু ক্ষারক : আয়তন অনুপাতে ক্ষারকের তুলনায় বেশি জল থাকলে

[আরো পড়ুন – ক্ষার ও ক্ষারক কাকে বলে?]

5/ অম্লত্ব

ক. একআম্লিক : একটি অণু এক অণু একক্ষারকীয় অ্যাসিডএর সাথে বিক্রিয়া করতে পারে  NaOH, LiOH, CuOH, NH3, NH4OH

খ. দ্বিআম্লিক : একটি অণু দুই অণু একক্ষারকীয় অ্যাসিডএর সাথে বিক্রিয়া করতে পারে Cu(OH)2, Fe(OH)2, Mg(OH)2, Na2O, Li2O, Cu2O

গ. ত্রিআম্লিক : একটি অণু তিন অণু একক্ষারকীয় অ্যাসিডএর সাথে বিক্রিয়া করতে পারে Fe(OH)3, Al(OH)3


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –