প্রশ্ন-উত্তর

প্রথম বিশ্বযুদ্ধের কারণ

ইতিহাসনবম শ্রেনি – শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ (প্রশ্ন উত্তর)

অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দের হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হলেও, বিশ্বযুদ্ধের জন্য কয়েকটি পরোক্ষ কারণ ছিল।


এই প্রশ্ন – উত্তর পর্বটি নবম শ্রেণির ইতিহাসের চতুর্থ অধ্যায় শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়ের ‘ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বী’ পর্বের একটি অংশ। মূল পর্বটি পড়ে নাও → ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বী


প্রথম বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণ

তীব্র জাতীয়তাবাদ

বিশ শতকের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র জাতীয়তাবাদের প্রসার ঘটতে শুরু করে। এর ফলে প্রতিটি উন্নত রাষ্ট্র নিজেদের শ্রেষ্ঠ এবং অপর রাষ্ট্রকে নিকৃষ্ট বলে মনে করতে থাকে। এর ফলে নিয়মিত পারস্পরিক সংঘাত শুরু হয়।

ঔপনিবেশ দখল

ইংল্যান্ড এবং ফ্রান্সে শিল্পবিপ্লবের প্রভাব আগে পড়েছিল এবং সেই মত তারা এশিয়া এবং আফ্রিকায় ঔপনিবেশ দখলের মাধ্যমে বাজার তৈরি করে। জার্মান সহ বেশ কিছু দেশ শিল্পায়নে পিছিয়ে পড়ে ফলে পরবর্তী সময়ে তারা উপনিবেশ দখল করতে গেলে মূলত ইংল্যান্ড এবং ফ্রান্সের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

পরস্পর বিরোধী জোট

প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপ দুটি জোটে বিভক্ত হয়ে যায়।

ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল – এলায়েন্স – জার্মানির প্রধানমন্ত্রী বিশমার্কের উদ্যোগে জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে চুক্তি সাক্ষরিত হয়।

ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল আঁতাত – ত্রিশক্তি চুক্তি জোটের বিরুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে চুক্তি সাক্ষরিত হয়।

স্বাভাবিক ভাবেই এই দুটি শক্তি জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা শুরু হয় এবং অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়।

প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ

সেরোজাভো হত্যাকান্ড – ১৯১৪ খ্রিষ্টাব্দে অস্ত্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ সস্ত্রীক বসনিয়া সফরে এলে বসনিয়ার সেরোজাভো শহরে এক ছাত্রের হাতে নিহত হন। এর প্রতিক্রিয়ায় অস্ট্রিয়া তার প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে একটি চরমপত্র দেয়। এর পরেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।

পর্ব সমাপ্ত। আরো পড়ো → প্যারি কমিউন

এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –

IX_History-1st-worldwar