young-italy-joseph-mazzini-bengali
প্রশ্ন-উত্তর

জোসেফ মাৎসিনি ও ইয়ং ইতালি| টীকা

ইতিহাসনবম শ্রেনি – জাতীয়তাবাদী ভাবধারার বহিঃপ্রকাশ (প্রশ্ন উত্তর)


বিদেশী শাসকদের বিতাড়িত করে ইতালির ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে উনিশ শতকের দ্বিতীয় ও তৃতীয় দশকে ইতালিতে বেশ কিছু গুপ্ত সংগঠন গড়ে ওঠে এবং তারা বিক্ষিপ্ত ভাবে আন্দোলন শুরু করে। এদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল কার্বোনারি সমিতি। কিন্তু সঠিক লক্ষ্য ও নেতৃত্বের অভাব এবং সরকারের দমন নীতির ফলে এই আন্দোলন স্তিমিত হয়।


এই প্রশ্ন – উত্তর পর্বটি নবম শ্রেণির ইতিহাসের তৃতীয় অধ্যায় জাতীয়তাবাদী ভাবধারার বহিঃপ্রকাশ অধ্যায়ের ‘ঐক্যবদ্ধ ইটালি’ পর্বের একটি অংশ। মূল পর্বটি পড়ে নাও →জাতীয়তাবাদী ভাবধারার বহিঃপ্রকাশ – ইটালি


কার্বোনারি আন্দোলনের অন্যতম একজন কান্ডারি ছিলেন জোসেফ মাৎসিনি। কার্বোনারি আন্দোলনের দুর্বলতা উপলব্ধি করে তিনি কার্বোনারি সমিতি ত্যাগ করেন। কিন্তু বিদ্রোহ এবং প্ররচনা দেওয়ার অভিযোগে তাঁকে কারাদণ্ড ও নির্বাসন দেওয়া হয়।


আরো পড়ো → এমস টেলিগ্রাম টীকা

নির্বাসিত অবস্থায় তিনি ফ্রান্সের মার্সাই শহরে ১৮৩২ সালে ‘ইয়ং ইতালি’ বা ‘নব্য ইতালি’ নামে একটি যুবদল প্রতিষ্ঠা করেন। এই ইয়ং ইতালি দলের লক্ষ্য ছিল শিক্ষাপ্রচার, আত্মত্যাগ এবং কর্মের মধ্য দিয়ে ইতালি জুড়ে জাতীয়তাবাদের সঞ্চার ঘটানো। ইয়ং ইতালির একমাত্র আদর্শ ছিল ‘ঐক্যবদ্ধ ইতালি’। মূলত যুবকদের নিয়েই এই দল গড়ে উঠেছিল। এই দল খুব কম সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করে।

ইয়ং ইতালি প্রসঙ্গে মাৎসিনি বলেন ‘কেবল সমগ্র ইতালি, ঐক্যবদ্ধ ইতালির জন্যই বিপ্লব করো, অন্য কোন খণ্ডিত আদর্শের জন্য বিপ্লব করোনা।’

১৮৪৮ খ্রিষ্টাব্দে ফ্রান্সে ফ্রেব্রুয়ারি বিপ্লব শুরু হলে, মাৎসিনি নির্বাসন ভঙ্গ করে ইতালিতে ফিরে আসেন এবং ইয়ং ইতালির সদস্যদের নিয়ে প্রবল আন্দোলন শুরু করেন। তাঁর নেতৃত্বেই রোম ও টাস্কানিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। সংগঠনের অভাব এবং অস্ট্রিয়া ও ফরাসী সরকারের তীব্র দমন নীতির ফলে এই আন্দোলন ব্যার্থ হয়।

আপেক্ষিক ভাবে এই আন্দোলন ব্যার্থ হলেও, ইয়ং ইতালি দলের নেতৃত্বে ইটালিবাসির মনে দেশাত্মবোধক ভাবনা এবং জাতীয় সংহতির আদর্শ গড়ে ওঠে। ইতালির স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্র হিসাবে, সর্বাপেক্ষা গভীর দাগ কেটে যায় জোসেফ মাৎসিনি ও তাঁর ইয়ং ইতালি আন্দোলন।

পর্ব সমাপ্ত।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –