sorolborgiyo-oronyo
Class-11

সরলবর্গীয় অরণ্য

ভূগোলএকাদশ শ্রেণি – অধ্যায় – অরণ্য বা বনভূমি


সরলবর্গীয় অরণ্য

ভূগোলকের উচ্চ অক্ষাংশে লম্ব ও সোজাভাবে দাঁড়িয়ে থাকা দীর্ঘকায় শঙ্কু আকৃতির বৃক্ষের যে বনভূমি দেখা যায়, সেই বনভূমিকে সরলবর্গীয় অরণ্য বলে।

সরলবর্গীয় অরণ্যের অবস্থান

সরলবর্গীয় বনভূমি উত্তর গোলার্ধের ৫০˚ উত্তর অক্ষাংশ থেকে ৬৫˚ উত্তর অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়।

উত্তর গোলার্ধে এই অরণ্য রাশিয়া,কানাডা ,আমেরিকা যুক্তরাষ্ট্রে অধিক পরিমাণে লক্ষ্য করা যায়।
এছাড়া এই বনভূমি ইউরোপের সুইডেন, নরওয়ে, ফ্রান্স এবং এশিয়ার উত্তর চিন, জাপান এবং ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়।

আমেরিকা যুক্তরাষ্ট্র

রকি পার্বত্য অঞ্চল আলাস্কা নিউইয়র্ক আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের উপকূল অঞ্চল বরাবর এই সরলবর্গীয় অরণ্যে বনভূমি প্রচুর পরিমাণে দেখা যায়।

কানাডা

কানাডার অর্ধেক অঞ্চল ঘন সরলবর্গীয় অরণ্যে ঢাকা আছে। কানাডার অনটারিও কুইবেক ও কলম্বিয়া এই জাতীয় বনভূমির প্রাচুর্য লক্ষ্য করা যায়।

এছাড়াও আটলান্টিকের ল্যাব্রাডর ও নিউফাউন্ডল্যান্ডে এই অরন্য বিস্তৃত।

রাশিয়া

রাশিয়ার ইউরোপীয় অংশ থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরীয় তীরবর্তী অঞ্চল পর্যন্ত এই বনভূমি বিস্তার লাভ করেছে।
এছাড়াও রাশিয়ার উত্তর পশ্চিমে ওমেগা, সেন্ট পিটার্সবার্গ , পেরম, চেলিয়াবিনস্ক, বারনার্ড, আরাকান, ইগার্কা প্রভৃতি জায়গায় এই বনভূমি ও কাষ্ঠ শিল্প দেখা যায়।

ভারত

হিমালয় পার্বত্য অঞ্চল এবং নীলগিরি, আনাইমালাই, ও তিরুনেলভেলি পর্বতে এই বনভূমি স্বল্প পরিমাণে দেখা যায়।

পৃথিবীর মানচিত্রে সরলবর্গীয় অরণ্য অঞ্চল

সরলবর্গীয় অরণ্যের বৈশিষ্ট্য

1. বরফ আবৃত

এই বনভুমি সারা বছর বরফে ঢাকা থাকে।বছরে প্রায় ৮-৯ মাস তুষার আবৃত থাকে।তাই এই বনভূমির তলদেশে লতা- গুল্ম জন্মাতে পারে না।

2. পাতার ধরণ

এই বনভুমির উদ্ভিদের পাতাগুলির অগ্রভাগ সূঁচালো হয়ে থাকে। তুষারপাত থেকে রক্ষা পাওয়ার জন্য।

3. কাঠের প্রকৃতি

এই বনভুমির কাঠ খুব নরম ও হাল্কা হয়।

তাই একে ‘নরম কাঠের অরণ্য’ বলা হয়।

4. বনভূমির ধরণ

এই বনভূমিতে পর্ণমোচী ধরনের উদ্ভিদ দেখা যায়।এই বনভূমিতে একই প্রজাতির গাছ বিস্তৃত অঞ্চল জুড়ে জন্মায়। তাই বিশেষ প্রজাতির গাছ খুঁজতে অসুবিধা হয় না।


একাদশ শ্রেণি থেকে → অর্থনীতি | ভূগোল

5. গাছের আকৃতি

গাছগুলি দীর্ঘ ও সরু হয়। গাছ গুলির শাখা প্রাশাখার বিস্তার খুব বেশী হয় না, গাছগুলি প্রায় ৮০ থেকে ৮৫ মিটার পর্যন্ত লম্বা হয়। গাছগুলিকে দেখতে মন্দিরের চূড়ার মতো দেখতে লাগে।

6. তাপমাত্রা

বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকে। বার্ষিক তাপমাত্রা ১০˚C নীচে থাকে।

7. অধঃক্ষেপণের প্রকৃতি

বৃষ্টিপাতের পরিমাণ ৫০ সেমির কম।এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয়।


একাদশ শ্রেণি থেকে → বাংলা | ইংরাজি

8. অরণ্যের ব্যবহার

এই অরণ্যের উদ্ভিদ আসবাবপত্র নির্মাণ, যানবাহন, জাহাজ নির্মাণ, গৃহ নির্মাণ, কাগজের মন্ড উৎপাদনে, রেয়ন শিল্পে, দেশলাই, প্যাকিং বাক্স, ক্রীড়া সরঞ্জাম, কাঠের মন্ড উৎপাদনে, কাগজ তৈরিতে বিভিন্ন প্রকার বোর্ড তথা ফাইবার বোর্ড, পার্টিশান বোর্ড তৈরিতে ব্যবহার হয়।
এছাড়া কর্ক ও তার্পিন তেল তৈরিতে এই বনভূমির উদ্ভিদ ব্যবহৃত হয়।

প্রধাণ বৃক্ষ

সরলবর্গীয় অরণ্যে বিভিন্ন প্রজাতির পাইন ও ফার গাছ জন্মায়। যেমন- রূপালী ফার, ডগলাস ফার, বামন পাইন,চির পাইন, সূচালো পাইন, ইত্যাদি।

পাইন বন

এছাড়াও উইলো, অলডার প্রভৃতি বড়ো পাতার পর্ণমোচী উদ্ভিদ জন্মায়। এছাড়া নদীর তীরবর্তী অঞ্চলে মস ও লাইকেন জন্মাতে দেখা যায়।

কাষ্ঠ শিল্পের বিকাশের কারণ ব্যাখ্যা

সুলভ ও কর্মঠ শ্রমিক

সরলবর্গীয় অঞ্চলে তুষার পাত হওয়ার দরুন এখানে চাষাবাদ হয়না। সেই কারণে এখানে সুলভ পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায় শীতকালে গাছগুলি কাটার জন্য এবং সেই সঙ্গে এই বনভূমির জলবায়ু হবার দরুন এখানকার শ্রমিকরা বেশ কর্মঠ প্রকৃতিরও হয়ে থাকে।

পরিবহনের সুবিধা

শীতকালে কাঠ কেটে নদীর জলে ফেলে রাখা হয়,সেই সময় তুষারবৃত থাকার দরুন কাঠগুলি নদীর ওপর পরে থাকা, পরবর্তীকালে গ্রীষ্মকালে বরফ গলে গেলে তখন আপনা আপনি কাঠগুলি নদীর স্রোতে ভেসে যায়, নদী তীরবর্তী কাঠচেরাই কারখানাগুলিতে যার ফলে পরিবহন ব্যয় প্রায় লাগেই না।

এক প্রজাতি গাছের অবস্থান

সরলবর্গীয় বনভূমিতে একই প্রজাতির গাছ বিশাল এলাকা জুড়ে দেখা যায় বলে সহজেই যান্ত্রিক পদ্ধতিতে গাছ কাটা যায়, যার ফলে ব্যবসা বানিজ্যের সুবিধা হয়।

চাহিদা

নাতিশীতোষ্ণ অঞ্চলে কাঠের চাহিদা বিপুল পরিমানে দেখা যায় এবং কাষ্ঠশিল্পের চাহিদাও দিনে দিনে বেড়ে চলেছে।এর ফলে স্বাভাবিকভাবেই এইসব শিল্পের উন্নতি ঘটেছে।


একাদশ শ্রেণি থেকে → Physics | Chemistry | Biology | Computer

প্রযুক্তিগত উন্নতি

নাতিশীতোষ্ণ অঞ্চল প্রযুক্তিগত দিক থেকে খুবই উন্নত হওয়ার ফলে এই অঞ্চল জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক যার সাহায্যে কাঠচেরাই ও কাঠশিল্প গড়ে উঠেছে।

পর্যাপ্ত মূলধন

কাষ্ঠশিল্প গড়ে তোলার জন্য যে পরিমাণ মূলধন দরকার তা পর্যাপ্ত পরিমাণ হওয়ায় কাষ্ঠ শিল্পে উন্নতি ঘটেছে আরও বিপুল পরিমাণে।

কাষ্ঠ সংগ্রহের সুবিধা

গ্রীষ্মকালে বরফ গলে যাওয়ার ফলে বনভূমির তলদেশ পরিস্কার অবস্থায় থাকে যার ফলে কাষ্ঠ সংগ্রহের সুবিধা হয়।

বিশুদ্ধ জলের সরবরাহ

কাষ্ঠ বিশেষ শিল্প যেমন কাগজ শিল্প, রেয়ন শিল্প প্রভৃতি শিল্পের জন্য শুদ্ধ জলের প্রয়োজন, আর নাতিশীতোষ্ণ অঞ্চলের নদী বরফগোলা জলে পুষ্ট তাই শিল্পের সুবিধা মতো স্বচ্ছ জলের সুবিধা ছিল বিপুল।

সংরক্ষণ ব্যবস্থা

বন ও বনজ সম্পদ সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে ।

আইন প্রনয়ণ

এই বনভূমি অঞ্চলে আইন প্রনয়ণ ব্যবস্থা অত্যন্ত কঠোর, যার ফলে গাছ কাটা চোরাই শিল্পের মত বেআইনী কাজ হয় না,যা কাষ্ঠ শিল্প উন্নতিতে আরও সাহায্য করেছে।

ক্রান্তীয় বৃষ্টি অরণ্য ও সরলবর্গীয় অরণ্যের পার্থক্য


পর্ব সমাপ্ত।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


লেখিকা পরিচিতি

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রাক্তন ছাত্রী মোনালিসা মাইতি। পড়াশোনার পাশাপাশি বই পড়তে এবং গান গাইতে ভালোবাসেন মোনালিসা ।

এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –