জ্ঞান-বিজ্ঞান আপডেট | 5th Edition (25/01/21 – 31/01/21)
আধুনিক সময়ে খবরের অধিকাংশ স্থান জুড়ে থাকে দেশ – রাজনীতি, খুন – অপরাধ ইত্যাদি সংক্রান্ত খবর।
এই তথাকথিত খবরের গণ্ডি পেরিয়ে ভিন্ন ধর্মী কিছু ব্যাতিক্রমী খবরের আপডেট নিয়ে আমাদের সাপ্তাহিক বিভাগ, জ্ঞান – বিজ্ঞান আপডেট। আমাদের বিশ্বাস আট থেকে আশি; সমস্ত পাঠকের পাঠযোগ্য হবে এই বিভাগ। আজ রইল পঞ্চম সংস্করণ।
ক। প্রকৃতি ও পরিবেশ

কার্টুন মুখের মত দেখতে রত্নপাথর!
জেমস্টোন বা মূল্যবান রত্নসামগ্রী সাধারণত প্রকৃতি থেকেই সংগ্রহ করা হয়। সম্প্রতি ব্রাজিলের একজন রত্নসংগ্রহকারী একরকম রত্ন সংগ্রহ করেছেন যেগুলি একদম Cookie Monstar-এর (একটি জনপ্রিয় কার্টুন চরিত্র) মত দেখতে। মনে করা হচ্ছে যে এই রত্নটি Volcanic Rock বা আগ্নেয় শিলা থেকে তৈরি হয়েছে। প্রকৃতি সত্যিই কত বিস্ময়কর!
Source – Livescience.com
বাচ্চা পেঙ্গুইনের অ্যাডভেঞ্চার
আর্জেন্টিনার দক্ষিণে আটলান্টিক সমুদ্রের একটি দ্বীপপুঞ্জে দুটি পেঙ্গুইন দলের দেখা হয়। একটি দলের ছোট্ট রক হপার পেঙ্গুইন ভুল বসত তার নিজের দল ছেড়ে অন্য দলের সাথে চলে যেতে শুরু করে। এই সময়ে তার নিজের দলের একটি পেঙ্গুইন এগিয়ে গিয়ে তার ভুল ভাঙ্গায় এবং তাকে নিজেদের দলে ফিরিয়ে আনে। পেঙ্গুইনের এই মানুষের মত আচরণ ইন্টারনেটে ভীষণ জনপ্রিয় হয়েছে। ভিডিওটি রইল আপনাদের জন্য।
Source – Livescience.com
খ। ইতিহাস ও সংস্কৃতি

প্রাচীন ডাইনোসরাসের দেহকাঠামো আবিষ্কার
সম্প্রতি একটি বহু পুরনো ডার্ক বিলড ডাইনোসরাস যার বিজ্ঞান সম্মত নাম Parasaurolophus Cyrtocristatus-এর দেহকাঠামো আবিষ্কৃত হয়েছে। অনুমান করা হচ্ছে যে এটি আসলে ক্রিটেসিয়াস পিরিয়ডের একটি জীব। প্রায় 76.5 থেকে 73 মিলিয়ন বছর আগে, এই বিশেষ প্রজাতির ডাইনোসরাসদের বসতি ছিল North America-তে।
Source – Sci-news.com

2000 বছরের পুরনো ফসিল উদ্ধার!
একটি ছোট বাচ্চা ছেলে ও একটি কুকুরের প্রায় 2000 বছরের পুরনো ফসিল পাওয়া গেছে। মনে করা হচ্ছে সম্ভবত কুকুরছানাটি; বাচ্চাটিকে মৃত্যুর পরে সঙ্গ দিতে পারবে এই বিশ্বাসে এদেরকে সমাধিস্থলে একসাথেই সমাহিত করা হয়েছিল। এই ঘটনাটি ঘটেছে ফ্রান্সে।
Source– livescience.com
গ। বিজ্ঞান ও প্রযুক্তি

বাতাস থেকে পানীয় জল!
ইউনিভারসিটি অফ সিঙ্গাপুরের (NUS) বিজ্ঞানীরা একটি নতুন পদ্ধতিতে পানীয় জল পাবার উপায় আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা বিশেষ এরোজেল (aerogel) নামক একটি স্পঞ্জের মত পদার্থ তৈরি করেছেন, যা অন্য কোন যান্ত্রিক শক্তি ছাড়াই বাতাস থেকে জল টেনে আনে এবং পরে সেই জল বারও করে দেয়। তাদের দাবী অনুযায়ী 1 কেজি এরোজেল 17 লিটার পানীয় জল প্রস্তুত করতে সক্ষম।
Source– indiatoday.in

ভারতের বাজারে ইলেকট্রিক সাইকেল
ধীরে ধীরে গোটা পৃথিবী জীবাশ্ম জ্বালানি থেকে পরিবেশ বান্ধব বিকল্প শক্তির দিকে এগিয়ে চলছে। আমাদের ভারতবর্ষ-ও এতে পিছিয়ে নেই। সম্প্রতি ভারতের বাজারে এল ইলেকট্রিক সাইকেল। তিনটি আলাদা আলাদা মডেল রয়েছে এই সাইকেলের। সেগুলি হল, রেগুলার, প্রিমিয়াম ও লাক্সারি। সাইকেলের দাম শুরু হচ্ছে 27 হাজার টাকা থেকে। ব্যাবহার করা হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি।
Source – financialexpress.com