tapiyo rodh
প্রশ্ন-উত্তর

তাপীয় রোধ কাকে বলে?



আমরা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে পরিবাহীর রোধের কথা জেনেছি।

এখন যদি তাপ পরিবাহিতার ক্ষেত্রে একক সময়ে প্রবাহিত তাপকে তড়িৎপ্রবাহমাত্রার তুল্য ধরা হয় এবং পদার্থের দুটি প্রান্তের তাপমাত্রার প্রভেদকে বিভব প্রভেদের তুল্য ধরা হয় তবে আমরা তাপ পরিবাহিতাঙ্কের সমীকরণ থেকে পাই –

তাপ পরিবাহিতাঙ্ক = K =  \frac{Q . l}{m. a . \left ( t_{2} - t_{1} \right )}

[এখানে বস্তুর দৈর্ঘ্য (l), উষ্ণতার পার্থক্য \left ( t_{2} - t_{1} \right ) , সময় (m) এবং বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (a) প্রত্যেকটিই যদি একক হয় তবে K = Q]

বা, \frac{Q}{\left ( t_{2}-t_{1} \right )m} = \frac{a . k}{l}

বা, \frac{\left ( t_{2}-t_{1} \right )m}{Q} = \frac{l}{a . k}


[আরো পড়ুন – তাপের প্রভাবে প্রসারণ ও সংকোচন]

এখন যেহেতু, বিভব প্রভেদ / প্রবাহমাত্রা = রোধ

সুতরাং, \frac{\left ( t_{2} -t_{1} \right )}{\frac{Q}{n}} = তাপীয় রোধ

সুতরাং, তাপীয় রোধ = \frac{l}{a . k}

এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করতে ভুলো না।



এছাড়া,পড়াশোনা সংক্রান্ত যেকোনো বিষয়ের আলোচনায় সরাসরি অংশগ্রহন করতে যুক্ত হতে পারেন ‘লেখা-পড়া-শোনা’ ফেসবুক গ্রূপে। এই গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন এখানে।

lekha-pora-shona-facebook-group

Dr. Mrinal Seal
ডঃ মৃণাল শীল সাঁতরাগাছি উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার একজন জনপ্রিয় শিক্ষক। পড়াশোনার পাশাপাশি ঘুরে বেড়াতে ও নানান ধরণের নতুন নতুন খাবার খেতেও পছন্দ করেন ডঃ শীল।