chiti-vivekananda
WB-Class-9

চিঠি – স্বামী বিবেকানন্দ | সম্পূর্ণ আলোচনা

বাংলানবম শ্রেণি – চিঠি (প্রবন্ধ) | Chithi Swami Vivekananda

লেখক পরিচিতি

স্বামী বিবেকানন্দ এই নামটি সম্পর্কে আমরা সকলেই সুপরিচিত। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ ভারতবাসীর কাছে এক গুরুত্বপূর্ণ নাম। অষ্টাদশ শতকের শেষ দিকে তার বিখ্যাত শিকাগো বক্তৃতা, প্রাচ্যের মানুষের কাছে ভারতবাসী সম্পর্কে ভ্রান্ত ধারণাগুলি ভেঙ্গে দিয়ে ভারত তথা প্রচীন বৈদিক সভ্যতা সম্পর্কে নতুন ধারণা সৃষ্টি করে। প্রাচ্যে বেন্দান্ত ভাবধারার প্রসার, রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা স্বামীজির প্রধান কাজগুলির অন্যতম।

শিকাগো ধর্ম-মহা সম্মেলনের মঞ্চে স্বামীজি [সৌজন্যে – উইকিপিডিয়া]

প্রাক্‌কথন

স্বামীজি ১৮৯৩ সালে ‘শিকাগো ধর্মসম্মেলনে’ তাঁর বিখ্যাত শিকাগো বক্তৃতা দেন। এই বিখ্যাত বক্তৃতার ফলে, প্রাচ্যের বহু মানুষের মনে ভারতবর্ষ তথা সুপ্রাচীন বৈদিক সভ্যতা সম্পর্কে নতুন ধারণার সৃষ্টি হয়। বলা বাহুল্য, স্বামীজির অসাধারণ জ্ঞান ও বাগ্মিতার আকর্ষণে তিনি তৎকালীন প্রাচ্যে সুপরিচিত হয়ে ওঠেন এবং পরবর্তী সময়ে আমেরিকা ও ইংল্যান্ডের বহু জায়গায় তিনি বক্তৃতা করেন।

স্বামীজির প্রধান উদ্দেশ্য ছিল, তাঁর গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভাবধারায় ও আদর্শে একটি মঠ প্রতিষ্ঠা করা এবং সেই মঠের দ্বারা ‘শিব জ্ঞানে জীব সেবার’ মাধ্যমে ভারতবর্ষের উন্নতি সাধন করা। কিন্তু মঠ ও মিশন প্রতিষ্ঠা করার মতো আর্থিকবল ও লোকবল তাঁর ছিল না।

প্রাচ্যে নানান স্থানে থাকার সময় তার বহু মানুষের সাথে পরিচিতি হয় এবং তাদের মধ্যে বেশ কিছু মানুষ তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। এদের মধ্যে অন্যতম ছিলেন মিস মার্গারেট নোব্‌ল্‌, যিনি পরবর্তী সময়ে আমাদের কাছে ভগিনী নিবেদিতা নামে পরিচিত হন। স্বামীজির এই শিষ্যা তাঁর ইউরোপিয় জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ভারতবর্ষের উন্নতিকল্পে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।


আরো পড়ো – আকাশে সাতটি তারা কবিতার আলোচনা

বর্তমান পাঠ্য চিঠিটি, স্বামীজি ১৮৯৭ সালে আলমোড়া থেকে মিস মার্গারেট নোব্‌ল্‌-কে লিখছেন। মিস নোব্‌ল্‌ বেদান্ত ভাবধারায় উদ্ভুদ্ধ হয়ে ভারতবর্ষে আসবেন বলে মনস্থির করেছেন। এই চিঠিতে স্বামীজি, মিস নোব্‌ল্‌-কে তৎকালীন ভারতবর্ষের পরিস্থিতি এবং তার কাজ সম্পর্কে সম্যক ধারণা দেবার চেষ্টা করেছেন। মূল চিঠিটি ইংরাজী ভাষায় লেখা  হয়েছিল, আমরা চিঠিটির বঙ্গানুবাদ আমদের পাঠ্যে পড়েছি।


আরো পড়ো → নবম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়

আরো একটা কথা আমাদের মনে রাখা প্রয়োজন, যে সময়ে এই চিঠিটি লেখা হয়েছে, তখন যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি। দেশের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে চিঠি যেতেই সময় লাগতো বহুদিন। আর এক দেশ থেকে অন্য আর এক স্থানে চিঠি যেত জাহাজের মাধ্যমে তাই মাসের পর মাস লাগতো একটা চিঠি প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে পৌঁছাতে। আজকের ইন্টারনেট ও মোবাইল ফোনের যুগে দাঁড়িয়ে আমাদের কাছে চিঠি একটা কল্পনা মাত্র। তাই মূল বিষয়ে যাবার আগে পাঠককে তৎকালীন শ্লথ যোগাযোগ ব্যবস্থার কথা মাথায় রাখতে হবে।


চিঠি প্রবন্ধের প্রাক্‌কথন এবং বিষয়সংক্ষেপ শুনুন এই ভিডিও থেকে। ↓

চিঠি বিষয়সংক্ষেপ

চিঠির একেবারে শুরুতেই স্বামীজি মিঃ স্টার্ডির একটি চিঠির কথা উল্লেখ করেছেন, যেখানে তিনি জেনেছেন যে মিস  নোব্‌ল্‌ ভারতবর্ষে আসতে চান, সেই সুত্র ধরে তিনি মিস নোব্‌ল্‌-কে চিঠি লিখতে বসেছেন।

আমরা জানি কোন কঠিন কার্য শুরু করার আগে সেই কাজের গুরুত্ব এবং কাজের সমস্যাগুলি জানা থাকলে আমাদের কাজটি করতে সুবিধা হয়। স্বামীজি এই কাজটিই করেছেন মিস নোব্‌ল্‌-এর জন্য। স্বামীজি মিস নোব্‌ল্‌-কে জানিয়েছেন যে ভারতবর্ষে বিশেষ করে নারী সমাজের জন্য মিস নোব্‌ল্‌-এর মতো একজন দৃঢ়চেতা, শিক্ষিতা এবং উদারমনস্কা মহিলাকে বিশেষ প্রয়োজন। তাই মিস নোব্‌ল্‌-এর কাজের গুরুত্ব ভারতবর্ষের জন্য অপরিসীম।

ভগিনী নিবেদিতা
ভগিনী নিবেদিতা [সৌজন্যে – themint.com]
কিন্তু পাশাপাশি স্বামীজি তাঁকে তৎকালীন ভারতবর্ষের নানান সমস্যা সম্পর্কে অবহিত করতেও ভোলেন নি। তিনি বলেছেন, এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব কিরূপ তা মিস নোব্‌ল্‌-এর কাছে অকল্পনীয়। এদেশের অধিকাংশ নর-নারী অর্ধ-উলঙ্গ, তাদের জাতি এবং স্পর্শ সম্পর্কে নানান কুসংস্কার আছে। এরা মূলত শ্বেতাঙ্গদের (বিদেশিদের) ঘৃণা করে। আবার শ্বেতাঙ্গরাও ভারতীয়দের পছন্দ করে না। তাই মিস নোব্‌ল্‌ কে উভয় সংকটের মুখোমুখি হতে হতে পারে। কারণ  তার স্বদেশীয়রা তাঁকে খামখেয়ালি মনে করবে আবার ভারতীয়রা তাঁকে ভয়ে বা ঘৃণায় এড়িয়ে চলবে।

জলবায়ুও একটি বিশাল বাধার সৃষ্টি করতে পারে। কারণ ইউরোপের জলবায়ুর সাথে ভারতবর্ষের জলবায়ুর পার্থক্য বিরাট। ইউরোপের গ্রীষ্মে যেমন জলবায়ু থাকে, ভারতে শীতকালে জলবায়ু ঠিক তেমনই হয়। আর ভারতের গ্রীষ্মকালে মনে হয় যেন আগুনের ‘হলকা’ চলছে। ইউরোপের মত সুখ-স্বাচ্ছন্দ্য এদেশে বিরল। তাই তাঁর মত আজন্ম ইউরোপে কাটানো নারীর পক্ষে ভারতবর্ষে যে প্রচুর সমস্যার মুখোমুখি হতে হবে তা নিয়ে স্বামীজি বারবার মিস নোব্‌ল্‌-কে  সাবধান করেছেন।


নবম শ্রেণির অন্য বিভাগগুলিগণিত | জীবনবিজ্ঞান | ভৌতবিজ্ঞান

একটি ব্যাপার বিশেষ লক্ষণীয় যে, স্বামীজি কিন্তু মিস নোব্‌ল্‌-কে পরিস্থিতির ভয় দেখিয়ে তাঁকে কাজ থেকে বিরত হতে বলছেন না। তিনি শুধুমাত্র তাঁকে সমস্যার কথা বলে অগ্রিম সাবধান করছেন মাত্র। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, যেকোন অবস্থায় স্বামীজি তার পাশে আছেন এবং আমরণ থাকবেন। এমনকি মিস নোব্‌ল্‌ যদি ভারতের জন্য কাজ করা ছেড়ে দেন বা বেদান্ত ধর্ম ত্যাগ করেন তাহলেও তাঁর কথার নড়চড় হবে না। এই প্রসঙ্গে স্বামীজি বলেছেন –

“‘মরদ কা বাত হাতি কা দাঁত’- একবার বেরুলে আর ভিতরে যায় না; খাঁটি লোকের কথারও তেমনই নড়চড় নেই – এই আমার প্রতিজ্ঞা।”

ভারতবর্ষের পরিস্থিতির পাশাপাশি, স্বামীজি আরো কয়েকটা বিষয়ে মিস নোব্‌ল্‌-কে সাবধান করেছেন।

প্রথমত স্বামীজি বলেছেন মিস নোব্‌ল্‌ যেন সর্বদা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন, কারুর ‘পক্ষপুটে’ তিনি যেন আশ্রয় না নেন। এখানে তিনি আর এক বিদেশি; মিস মুলারের প্রসঙ্গ উত্থাপন করেন। (বিদেশে স্বামীজি মিস মুলারের অথিতি ছিলেন। পরবর্তী সময়ে ইনি বেলুড় মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন)


নবম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল

স্বামীজির মতে মিস মুলার চমৎকার মহিলা হলেও তিনি নিজেকে নেত্রী হিসাবে ভাবতে ভালোবাসেন এবং অর্থের দম্ভে বিশ্বাস করেন; তাই তার সাথে ‘বনিয়ে চলা অসম্ভব’। কলকাতায় তিনি একটি ভাড়া বাড়ির পরিকল্পনা করেছেন, তাতে তিনি ইউরোপ ও আমেরিকা থেকে আগত সকল বন্ধুদের আশ্রয় দেবেন বলে ঠিক করেছেন; কিন্তু তাঁর রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থিরচিত্ততার জন্য ঐ ‘মঠাধ্যক্ষাসুলভ’ সংকল্প বাস্তবায়িত হওয়া কঠিন। তাই তিনি বার-বার মিস নোব্‌ল্‌-কে সাবধান করেছেন যে তিনি যেন সর্বদা নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করেন।

বেলুড় মঠ [সৌজন্যে – belurmath.org]
স্বামীজি আরো কিছু বিদেশি বন্ধু সম্পর্কে মিস নোব্‌ল্‌-কে বলেছেন যে, মিসেস সেভিয়ার হলেন নারীকুলের রত্ন, সেভিয়ার দম্পতিই একমাত্র ইংরেজ যারা ভারতীয়দের ঘৃণা করেন না। সেভিয়ার দম্পতি ভারতে ভারতীয়দের প্রতি ভালোবেসে এদেশে এসেছেন; ‘মুরুব্বিয়ানা’ ফলাতে আসেননি। কিন্তু এনাদের কোন নির্দিষ্ট কার্য প্রণালী নেই। তাই মিস নোব্‌ল্‌ যদি এনাদের সহকর্মীরূপে পান তাহলে উভয়েরই সুবিধা হবে। কিন্তু এর সাথেও স্বামীজি মিস নোব্‌ল্‌-কে আবার মনে করিয়ে দিয়েছেন যে তিনি যেন সর্বদা নিজের পায়ে দাঁড়াতে চেস্টা করেন।

[প্রসঙ্গত উল্লেখ্য মিসেস সেভিয়ার ছিলেন স্বামীজির বিখ্যাত ইংরেজ শিষ্যা। তিনি ও তাঁর স্বামী মিঃ সেভিয়ার অর্থাৎ ক্যাপ্টেন জে এইচ সেভিয়ার, স্বামীজির ইচ্ছায় ‘মায়াবতী অদ্বৈত আশ্রম’ প্রতিষ্ঠা করেন। এনাদের একত্রে সেভিয়ার দম্পতি বলা হত। এনারা উভয়েই বেদান্ত ধর্ম প্রচারের কাজে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।]

মায়াবতী অদ্বৈত আশ্রম [সৌজন্যে – উইকিপিডিয়া]
স্বামীজি আরো বলেছেন যে, আমেরিকার সংবাদে তিনি জেনেছেন যে, তাঁর আরো দুই বন্ধু মিস ম্যাকলাউড (স্বামীজির পাশ্চাত্য দেশিয় অনুগামীদের মধ্যে অন্যতম ছিলেন এবং তাঁর আমেরিকা সফরের সময়ে বিশেষ উপকারী বন্ধু ছিলেন) এবং মিসেস বুল (স্বামীজির আর এক উল্লেখযোগ্য শিষ্যা। স্বামীজি এনাকে ‘মা’ বা ‘ধীরামাতা’ বলে ডাকতেন। মিসেস বুল বেলুড় মঠ স্থাপনের কাজে প্রভূত অর্থ সাহায্য করেছিলেন।) ইউরোপ হয়ে এইদেশে আসছেন। তাই মিস নোব্‌ল্‌ যদি তাদের সাথী হন তাহলে তাঁর দীর্ঘ জাহাজসফরের ধকল অনেকটাই লাঘব হবে। পরিশেষে স্বামীজি মিঃ স্টার্ডির একটি শুষ্ক, প্রাণহীন এবং কেজো চিঠির কথা জানিয়ে, ভালোবাসা ও আশীর্বাদ সহ তাঁর চিঠিটি শেষ করেছেন।

১৮৯৮ সালে কাশ্মীর সফরের সময় মিস ম্যাকলাউড, মিসেস বুল এবং মিস নোব্‌ল্‌-এর সাথে স্বামীজি। [সৌজন্যে – thehindu.com]

এই সংক্ষিপ্ত অথচ ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই চিঠির মাধ্যমে স্বামী বিবেকানন্দ, মিস নোব্‌ল্‌-কে শুধুমাত্র যে তাঁর ইচ্ছা, কাজের গুরুত্ব, সমস্যা এবং কর্মপ্রণালী সম্পর্কে অবহিত করেছেন তা নয়, এই সংক্ষিপ্ত চিঠিতে উঠে এসেছে এক স্নেহময় গুরুর তাঁর শিষ্যার প্রতি স্নেহ, চিন্তা ও বিশ্বাসের কথা।

সমাপ্ত। আরো পড়ো → আবহমান কবিতার বিস্তারিত আলোচনা


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –

IX_Beng_Chiti

2 Replies to “চিঠি – স্বামী বিবেকানন্দ | সম্পূর্ণ আলোচনা

    1. প্রিয় রুদ্রজিৎ, স্বামীজি আমাদের সকলের আদর্শ। আমরা ওনার সম্পর্কে আরো লেখা ভবিষ্যতে অবশ্যই প্রকাশ করবো।

Comments are closed.