ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে JUMP ম্যাগাজিন একটি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করছে।
প্রবন্ধের বিষয় – ভারতের জাতীয় পতাকা ও তার ঐতিহাসিক তাৎপর্য
এই প্রতিযোগিতার বিজয়ী/ বিজয়িনীর লেখা আগামী ১৫ই আগস্ট JUMP ম্যাগাজিনে প্রকাশ করা হবে এবং পাঁচশত টাকা পুরষ্কার দেওয়া হবে।
প্রতিযোগিতা সম্পর্কে কিছু তথ্য।
কারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে?
অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত যেকোন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
কোন প্রবেশমুল্য আছে?
না, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কোন প্রবেশ মুল্য লাগবে না।
কত শব্দের মধ্যে প্রবন্ধটি লিখতে হবে?
১০০০ শব্দের মধ্যে প্রবন্ধ শেষ করতে হবে। প্রবন্ধ অবশ্যই বাংলা ভাষায় লিখতে হবে।
প্রবন্ধ কবে জমা দিতে হবে?
প্রবন্ধটি আগামী সাতই আগস্ট রাত ১১:৫৯ (7th August 11:59 pm) এর মধ্যে জমা দিতে হবে। এর পরে জমা দিলে তা প্রতিযোগিতার জন্য গ্রাহ্য হবে না।
প্রবন্ধ লেখার সময় অন্য লেখার সাহায্য নেওয়া যাবে?
হ্যাঁ যাবে, কিন্তু মাথায় রাখতে হবে কোন তথ্য দেবার ক্ষেত্রে তার উৎস (source) উল্লেখ করতে হবে। কোন ওয়েবসাইট থেকে কপি করে লেখা চলবে না। মাথায় রাখবেন, প্রতিটা লেখার digital back check করা হবে। সুতরাং plagiarism একেবারেই চলবে না।
প্রবন্ধ কিভাবে জমা দিতে হবে?
নিচে দেওয়া ‘Click Here’ বোতামে ক্লিক করলে একটি ফর্ম খুলে যাবে। ঐ ফর্মের সাহায্যে প্রবন্ধ জমা দিতে হবে। বাংলায় টাইপ করে অথবা ছবি তুলে তা ফর্মে আপলোড করতে হবে। কোনরূপ অসুবিধা হলে info@jumpmagazine.in এখানে যোগাযোগ করা যেতে পারে। মনে রাখতে হবে একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবে।