নতুন পাঠকদের কাছ থেকে আমরা যে সাধারণ প্রশ্নগুলি পাই, সেই প্রশ্নগুলির একটি সংকলন আপনাদের সুবিধার্থে এখানে দেওয়া হল।
JUMP Magazine কি?
JUMP একটি পড়াশোনার পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা বা ওয়েবজিন। আমাদের একমাত্র ওয়েবসাইট হল jumpmagazine.in ।
JUMP Magazine কি ধরনের কাজ করে?
এই ডিজিটাল ম্যাগাজিনের মাধ্যমে সম্পুর্ন বিনামূল্যে আমরা পড়াশোনার মূল ধারনাগুলি, সহজ ভাষায় ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করি। এছাড়াও আমরা নানান বিজ্ঞান ও তথ্যমূলক প্রবন্ধও প্রকাশ করি।
JUMP ম্যাগাজিন Free Subscription কি?
বিভিন্ন রকম Social Media (যেমন Facebook, Instagram, টেলিগ্রাম, YouTube) এবং e-মেইলএর মাধ্যমে JUMP ম্যাগাজিন Subscribe করতে পারেন। আরো জানার জন্য এই পাতাটি দেখুন – JUMP Magazine Subscription
JUMP ম্যাগাজিনে প্রশ্ন পাঠালে কি উত্তর পাওয়া যাবে?
না, কোনো রকম পরামর্শ অথবা কোনো বিশেষ বিষয়ের উপর আমাদের দৃষ্টি আকর্ষণ করা সাদরে আমন্ত্রিত কিন্তু নির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে উত্তর দিতে আমরা অপারগ।
এখানে কি সাজেশন পাওয়া যায়?
আমরা সাজেশন প্রকাশ করি না, আমরা শুধুমাত্র পাঠ্য বিষয়গুলি সহজ ভাবে উপস্থাপন করি মাত্র।
PDF ফরম্যাটে ফাইল পাওয়া যাবে?
না, JUMP ম্যাগাজিনের লেখা পড়ার জন্য আপনাকে website-এ আসতেই হবে। Pocket বা অন্য কোন reading application এর মাধ্যমে JUMP ম্যাগাজিনের লেখা অফলাইনে সেভ করে রাখা সম্ভব। অন্যথায়, ভবিষ্যতে পড়ার জন্য পেজ প্রিন্ট করে রাখা যেতে পারে।
পুরানো লেখাগুলি কিভাবে পড়বো?
নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি পুরানো লেখা গুলি পড়তে পারেন।
- অষ্টম শ্রেণি
- নবম শ্রেণি
- দশম শ্রেণি
- একাদশ শ্রেণি
- প্রশ্ন – উত্তর
- পরীক্ষা প্রস্তুতি
- প্রবন্ধ
- সম্পাদকীয়
- বিজ্ঞানের ইতিহাস
- প্রযুক্তি
JUMP ম্যাগাজিনের সাথে কীভাবে যোগাযোগ করবো?
আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করে বা WhatsApp কল করে আমাদের সাথে যোগাযোগ করা সম্ভব নয়। আপনার বক্তব্য আমাদের WhatsApp বা email করতে পারেন। আরো জানতে এই পেজটি দেখুন।
ধন্যবাদ!