পড়াশোনার প্রস্তুতি মূল্যায়নের জন্য পরীক্ষার কোন বিকল্প নেই!
তাই মাধ্যমিকের প্রস্তুতি নিশ্চিত করার অন্যতম সেরা উপায় – মাধ্যমিক ডিজিটাল মক টেস্ট।
ডিজিটাল মকটেস্ট – প্রথম ও দ্বিতীয় সিরিজের বিরাট সাফল্যের পর আবার হাজির তৃতীয় সিরিজের ডিজিটাল মক টেস্ট।
বোর্ডের পরিবর্তিত সিলেবাস এবং সমস্ত গাইডলাইন মেনে প্রস্তুত প্রশ্নপত্রের উপর তোমরা পরীক্ষা দিতে পারবে বাড়িতে বসেই।
শুধু তাই নয় তোমার খাতার মূল্যায়ন এবং ডাউট ক্লিয়ারিং-ও হবে ডিজিটাল পদ্ধতির সাহায্যে।
একনজরে মাধ্যমিক ডিজিটাল মক টেস্ট
মক্ টেস্টের সময়সূচি (সিরিজ – 3)
[বিশেষ কারণে পরীক্ষাসূচী পরিবর্তিত হতে পারে]
পরীক্ষার ফি (Fees)
সাতটি বিষয়ের একত্রে মক টেস্টের মুল্য 349 টাকা
এখনই Exam Fees জমা দিয়ে পরীক্ষার জন্য নাম রেজিস্টার করো অথবা WhatsApp এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করো।
মাধ্যমিক মক্ টেস্ট সম্পর্কে কিছু কথা।
[JUMP ম্যাগাজিন এবং EDULEARN দুটি একই সংস্থার দ্বারা পরিচালিত হয়]
2015 সাল থেকে মাধ্যমিক মক্ টেস্টের পরিচালনা করছে EDULEARN। এই পাঁচ বছরে অসংখ্য ছাত্র-ছাত্রী EDULEARN মক টেস্টের মাধ্যমে মাধ্যমিকে তাদের সাফল্য সুনিশ্চিত করতে পেরেছে। এই মহামারীর সময়ে মক টেস্টের সুবিধা সকল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস – মাধ্যমিক ডিজিটাল মক টেস্ট।
কিছু সফল ছাত্রছাত্রীদের কথা রইল নীচে।
[Register Now]
তোমাদের সম্ভাব্য প্রশ্নের কিছু উত্তর
এই মক টেস্ট আমাকে মাধ্যমিক প্রস্তুতিতে কিভাবে সাহায্য করবে?
ডিজিটাল মক্ টেস্ট একটি বিজ্ঞান সম্মত পদ্ধতি। এবার দেখা যাক কিভাবে এই মক টেস্ট তোমার প্রস্তুতিতে তোমাকে সাহায্য করবে।
প্রথমত, মক টেস্টের প্রশ্নপত্র বোর্ডের পরিবর্তিত সিলেবাস এবং প্রশ্নপত্রের গাইডলাইন মেনে, মাধ্যমিক পরীক্ষার আদলে প্রস্তুত করা হয়। তাই এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর তোমাকে ভবিষ্যতে মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য নম্বর সম্পর্কে একটি ধারণা দেবে।
দ্বিতীয়ত, বড়ি বসে অভিভাবকের তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা দিতে পারবে। ফলে মাধ্যমিকে তিন ঘণ্টার একটানা পরীক্ষা দেবার একটি মহড়া প্রস্তুতি হয়ে যাবে আবার বাড়িতে থাকার ফলে করোনার ইনফেকশন ছড়ানোর ভয় থাকবে না।
তৃতীয়ত, বিশেষজ্ঞ শিক্ষকরা তোমাদের প্রতিটা উত্তরের যথাযথ মূল্যায়ন করবেন, ফলে তোমার কোথায় ভুল হচ্ছে তা বুঝতে পারবে।
চতুর্থত, পরীক্ষকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাউট ক্লিয়ারিং সেশন তোমাকে ভুল সংশোধন করে পরীক্ষায় নম্বর বাড়াতে সাহায্য করবে।
পরীক্ষার জন্য আমি নাম রেজিস্টার করবো কিভাবে?
এই লিঙ্কের মাধ্যমে নাম অথবা উপরে দেওয়া Pay Exam Fee Now বোতামের সাহায্যে, মোবাইল নম্বর এবং ইমেইল দিয়ে টাকা payment করতে হবে, তাহলেই তোমার নাম মক টেস্টের জন্য রেজিস্টার হয়ে যাবে।
পরীক্ষার ফি কত?
পরীক্ষার খরচ সাতটি বিষয় একত্রে 349/- টাকা।
কিভাবে পরীক্ষার ফিস জমা দেওয়া যাবে?
শুধুমাত্র অনলাইনেই (Net banking, Debit card, Credit Card, UPI) টাকা জমা দেওয়া যাবে। এছাড়া Google pay অথবা ফোন পে করেও টাকা জমা দেওয়া সম্ভব। এবিষয়ে আরো জানার জন্য এই পেজ দেখুন → Pay Exam Fees অথবা এই বিষয়ে আরো জানার জন্য আমাদের সাথে কথা বলুন 8585064848 নম্বরের অথবা WhatsApp-এর মাধ্যমে মেসেজ করুন।
মনে রাখতে হবে, পরীক্ষার নাম রেজিস্টার করার জন্য একটি valid ইমেইল id এবং ফোন নম্বর থাকা আবশ্যক।
পরীক্ষা দেবার জন্য আমার কাছে কি কি থাকতে হবে?
তোমার অথবা তোমার অভিভাবকের কাছে অবশ্যই একটি ইন্টারনেট কানেকশন যুক্ত স্মার্টফোন অথবা কম্পিউটার থাকতে হবে।
আমি পরীক্ষার প্রশ্নপত্র পাবো কিভাবে?
পরীক্ষাসূচী অনুযায়ী পরীক্ষার দিন, পরীক্ষা আরম্ভ হবার 15 মিনিট আগে তোমার রেজিস্টার করা ইমেইল id-তে PDF ফরম্যাটে প্রশ্ন পাঠানো হবে। আমরা প্রিন্টেড প্রশ্নপত্র পাঠাবো না, তবে বাড়িতে প্রিন্ট নেবার সুবিধা থাকলে প্রশ্নপত্র প্রিন্ট করে পরীক্ষা দেওয়া সম্ভব।
আমি উত্তরপত্র জমা দেব কিভাবে?
যে ইমেইলে প্রশ্নপত্র পাঠানো হবে, সেই একই ইমেইলে উত্তরপত্র আপলোড করার লিঙ্ক দেওয়া হবে।
পরীক্ষা শেষ হবার 30 মিনিটের (অর্থাৎ 3:30 pm) মধ্যে উত্তরপত্রের ছবি তুলে তা PDF ফরম্যাটে কনভার্ট করে আমাদের পাঠানো লিঙ্কে upload করে আমাদের পাঠাতে হবে। 30 মিনিটের পরে উত্তরপত্র জমা নেওয়া হবে না।
উত্তরপত্র কিভাবে মূল্যায়ন করা হবে?
তোমাদের পাঠানো উত্তরপত্রের ভিত্তিতে প্রতিটি উত্তরের মূল্যায়ন করবেন বিশেষজ্ঞ শিক্ষকেরা। শুধু তাই নয় কিছু বিশেষ ক্ষেত্রে থাকবে নম্বর বাড়াবার টিপস্।
আমার মনে এরপরেও প্রশ্ন থাকলে কি হবে?
এর জন্য থাকবে ডাউট ক্লিয়ারিং ক্লাস। নির্দিষ্ট দিনে ছোট ছোট গ্রুপের ছাত্র ছাত্রীদের নিয়ে ভিডিও কনফেরেন্সের মাধ্যমে হবে ডাউট ক্লিয়ারিং ক্লাস।
আজই রেজিস্টার করো মাধ্যমিক ডিজিটালে মক টেস্টের জন্য এবং এই মহামারীর সময়েও নিজের প্রস্তুতি সমানতালে বজায় রাখো।
আরো জানার জন্য যোগাযোগ করো 8585064848 নম্বরে অথবা নিচের বোতামে ক্লিক করে WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করো।