নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল পত্রিকা JUMP। এর প্রধান উদ্দেশ্য পড়াশোনার বিষয়গুলির মৌলিক দিক সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা এবং সাধারণ-জ্ঞান, কম্পিউটার, বৈজ্ঞানিক প্রবন্ধ ও বিবিধ প্রবন্ধের মাধ্যমে ছাত্রছাত্রীদের মননকে বিকশিত করে তোলা।
আপনি আমাদের পড়াশোনা, প্রবন্ধ (যেকোনো ধরণের পড়াশোনা সম্বন্ধিত), বিজ্ঞানের আবিষ্কার, কম্পিউটার ইত্যাদির জন্য লেখা পাঠাতে পারেন।
নিয়মাবলী
- লেখাটি সাধারণ ভাষায় হতে হবে, যা একটি অষ্টম - নবম শ্রেণির ছাত্রছাত্রীর সহজেই মনগ্রাহী হয়।
- লেখাটি পড়াশোনা অথবা নির্দিষ্ট বিভাগ সম্পর্কিত হতে হবে।
- লেখাটি সম্পূর্ণ রূপে লেখকের নিজস্ব হতে হবে।
- লেখার মধ্যে কোনো ছবি ব্যবহার করলে, ছবিটির লিংক দিতে হবে।
- কোনো তথ্য ব্যবহার করলে তার উৎস দিতে হবে।
- লেখাটি যথাসম্ভব ১০০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ করলে ভালো হয়। তবে প্রবন্ধের শব্দসীমা নুন্যতম ৫০০ শব্দ হতেই হবে।
লেখা কিভাবে পাঠাবেন?
- ডিজিটাল কপি (soft copy) পাঠাতে হলে, তা unicode ফন্টে লেখা বাধ্যতামূলক। এক্ষেত্রে Google Docs এ গিয়ে Google Bengali ফন্ট ব্যবহার করে বাংলা লেখা যেতে পারে।
- ইন্টারনেট না থাকা অবস্থায় (offline) টাইপ করার জন্য কালপুরুষ ফন্ট (অভ্র কীবোর্ড) ব্যবহার করতে পারেন।
- আরো জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন info@jumpmagazine.in অথবা এই পেজ ভিসিট করুন।