Write-for-jump-magazine

JUMP ম্যাগাজিনে আপনার লেখা দিতে চান?

নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল পত্রিকা JUMP। এর প্রধান উদ্দেশ্য পড়াশোনার বিষয়গুলির মৌলিক দিক সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা এবং সাধারণ-জ্ঞান, কম্পিউটার, বৈজ্ঞানিক প্রবন্ধ ও বিবিধ প্রবন্ধের মাধ্যমে ছাত্রছাত্রীদের মননকে বিকশিত করে তোলা।

আপনি আমাদের পড়াশোনা, প্রবন্ধ (যেকোনো ধরণের পড়াশোনা সম্বন্ধিত), বিজ্ঞানের আবিষ্কার, কম্পিউটার ইত্যাদির জন্য লেখা পাঠাতে পারেন।

নিয়মাবলী

  • লেখাটি সাধারণ ভাষায় হতে হবে, যা একটি অষ্টম - নবম শ্রেণির ছাত্রছাত্রীর সহজেই মনগ্রাহী হয়।
  • লেখাটি পড়াশোনা অথবা নির্দিষ্ট বিভাগ সম্পর্কিত হতে হবে।
  • লেখাটি সম্পূর্ণ রূপে লেখকের নিজস্ব হতে হবে।
  • লেখার মধ্যে কোনো ছবি ব্যবহার করলে, ছবিটির লিংক দিতে হবে।
  • কোনো তথ্য ব্যবহার করলে তার উৎস দিতে হবে।
  • লেখাটি যথাসম্ভব ১০০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ করলে ভালো হয়। তবে প্রবন্ধের শব্দসীমা নুন্যতম ৫০০ শব্দ হতেই হবে।

লেখা কিভাবে পাঠাবেন?

  • ডিজিটাল কপি (soft copy) পাঠাতে হলে, তা unicode ফন্টে লেখা বাধ্যতামূলক। এক্ষেত্রে Google Docs এ গিয়ে Google Bengali ফন্ট ব্যবহার করে বাংলা লেখা যেতে পারে।
  • ইন্টারনেট না থাকা অবস্থায় (offline) টাইপ করার জন্য কালপুরুষ ফন্ট (অভ্র কীবোর্ড) ব্যবহার করতে পারেন।
  • আরো জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন info@jumpmagazine.in অথবা এই পেজ ভিসিট করুন।