utpadon-smvabna-rakha
Class-11

উৎপাদন সম্ভাবনা রেখা

Economicsএকাদশ শ্রেণি – অর্থনৈতিক বিষয়বস্তু ও প্রাথমিক ধারণাসমূহ (দ্বিতীয় পর্ব)

এই পর্বে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা  নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

উৎপাদন সম্ভাবনা রেখা (PPC) এর ধারণা

যেকোনো দেশের সম্পদ হল নির্দিষ্ট এবং সেই নির্দিষ্ট সম্পদের সাহায্যে যে কোনো দেশকে বিভিন্ন দ্রব্য উৎপাদন করতে হয়। আবার এই নির্দিষ্ট সম্পদের সাহায্যে একইসাথে আমরা অনেক দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করতে পারি না। ধরে নেওয়া যাক, দেশে কেবল দুটি দ্রব্যের উৎপাদন করা হচ্ছে।

সুতরাং, এই নির্দিষ্ট সম্পদের সাহায্যে এবং দেশে উপস্থিত উৎপাদন প্রকৌশলের যথাযথ ব্যবহারের মাধ্যমে ওই দুটি দ্রব্যের যত পরিমান উৎপাদন সম্ভব , তাদের সংমিশ্রণ বিন্দুগুলিকে একটি রেখার সাহায্যে যুক্ত করলে আমরা যে রেখাটি পাব তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলব।

এবার আমরা একটি অঙ্কনের মাধ্যমে এটি বোঝার চেষ্টা করবো।

Production Possibility Curve

উপরের চিত্রটিতে PQ হল একটি উৎপাদন সম্ভাবনা রেখা।

ধরি, অর্থনীতিতে দুটি দ্রব্য উৎপাদিত হচ্ছে ধান এবং তুলো। চিত্রে এখানে আমরা X অক্ষে ধানের উৎপাদনের পরিমাপ করেছি এবং Y অক্ষে তুলোর উৎপাদনের পরিমাপ করেছি। ধরা যাক, দেশে শুধু 60 একক তুলো উৎপাদন করা হচ্ছে, ধান উৎপাদন করা হচ্ছে না। P বিন্দুতে 60 একক তুলো এবং 0 একক ধান উৎপাদিত হচ্ছে। এবার ধরা যাক, একই সম্পদ দিয়ে আমরা দুটো দ্রব্যই উৎপাদন করতে চাই তাহলে সেক্ষেত্রে ধান উৎপাদন বাড়াতে গেলে তুলো উৎপাদন কমাতে হবে। সুতরাং, রেখার A বিন্দুতে ধান উৎপাদন শূন্য থেকে বাড়িয়ে 10 একক করা হল এবং তুলো উৎপাদন কিছুটা কমানো হল 60 একক থেকে কমিয়ে 50 একক করা হল। একইভাবে B বিন্দুতেও ধান উৎপাদন বাড়ানোর জন্য তুলো উৎপাদন কমান হল। B বিন্দুতে 30 একক তুলো এবং 20 একক ধান উৎপাদন করা হবে।


একাদশ শ্রেণি থেকে → Physics | Chemistry | Biology | Computer

যদি দেশের উপস্থিত সব সম্পদ দিয়ে কেবল ধান উৎপাদন করা হয় তাহলে ধান উৎপাদিত হবে 30 একক, সেক্ষেত্রে তুলো উৎপাদন শূন্য। Q বিন্দুতে 0 একক তুলো এবং 30 একক ধান উৎপাদিত হচ্ছে।

এইভাবে আমরা P, A, B, Q বিন্দুগুলিকে যুক্ত করে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করবো। সুতরাং, দুটি দ্রব্যের সকল সম্ভাব্য সংমিশ্রণ বিন্দুগুলির সঞ্চারন পথকেই উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়।

এখানে কোন অর্থনীতি এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের কোন সংমিশ্রণ বিন্দুতে (ধরা যাক, C বিন্দুতে ) উৎপাদন করতে পারবে না কারণ ওই বিন্দুতে উৎপাদন করতে যে সম্পদের প্রয়োজন সেই পরিমান সম্পদ দেশে উপস্থিত থাকে না।

অদক্ষ উৎপাদনের সংজ্ঞা

আবার যদি কোন অর্থনীতি উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে অবস্থিত কোন সংমিশ্রণ বিন্দুতে উৎপাদন করে তাহলে বুঝতে হবে দেশটি তার কাছে অবস্থিত সম্পদের পূর্ণ ব্যবহার করছে না, সুতরাং এই উৎপাদনকে অদক্ষ উৎপাদন বলা হয়।

দক্ষ উৎপাদনের সংজ্ঞা

উৎপাদন সম্ভাবনা রেখার উপর যেকোনো বিন্দুতে যদি কোন দেশ উৎপাদন করে , তার অর্থ দেশটি তার নির্দিষ্ট সম্পদের পূর্ণ এবং যথাযথ ব্যবহার করছে, সুতরাং এই উৎপাদনকে দক্ষ উৎপাদন বলা হবে।

সুযোগ ব্যয়ের (Opportunity Cost) ধারণা

ধরা যাক, অর্থনীতিতে দুটি দ্রব্যই উৎপাদন করা সম্ভব। এবার নির্দিষ্ট সম্পদ এবং উৎপাদন প্রকৌশলের উপস্থিতিতে যেকোনো অর্থনীতিকে একটির উৎপাদন বৃদ্ধি করতে গেলে অপর দ্রব্যটির উৎপাদন কমাতে হয় কারণ একইসাথে সকল দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয় না।

সুতরাং এক একক উৎপাদন বাড়াতে ওপর দ্রব্যটির যত একক উৎপাদন কমাতে হয়, সেই পরিমানকেই প্রথম দ্রব্যটির সুযোগ ব্যয় বলা হয় দ্বিতীয় দ্রব্যটির সাপেক্ষে।


একাদশ শ্রেণি থেকে → বাংলা | ইংরাজি

আগের চিত্রে উৎপাদন সম্ভাবনা রেখাটি থেকে লক্ষ্য করো, A বিন্দুতে ধান উৎপাদনের পরিমান 10 একক এবং তুলো উৎপাদনের পরিমান 50 একক। এবার দেখো B বিন্দুতে ধান উৎপাদন 20 একক করা হয়েছে অতএব (20 – 10) = 10 একক বাড়ানো হয়েছে কিন্তু একইসাথে তুলো উৎপাদন কমাতে হয়েছে। B বিন্দুতে তুলো উৎপাদন হয়েছে 50 একক থেকে কমে 30 একক। সুতরাং, তুলোর উৎপাদন করেছে (50-30) = 20 একক। অতএব, 10 একক ধান উৎপাদন বাড়ানোর জন্য 20 একক তুলো উৎপাদন কমাতে হল। সুতরাং এক একক ধান উৎপাদন বাড়াতে 2 একক তুলো উৎপাদনের সুযোগ হারাতে হল। এখানে ধান উৎপাদনের সুযোগ ব্যয় হল 2।

আরো পড়ো → জাতীয় আয়

উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি

উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দুর দিকে অবতল আকৃতির হয়। এর কারণ হল সুযোগ ব্যয়। চিত্রটি লক্ষ্য কর, P বিন্দু থেকে A বিন্দুতে ধানের পরিমান 10 একক বৃদ্ধি করার জন্য তুলো উৎপাদন 10 একক কমাতে হল। সুতরাং, 1 একক ধান উৎপাদন বৃদ্ধি করতে 1 একক তুলো উৎপাদনের সুযোগ হারাতে হল। A বিন্দুতে ধানের সুযোগ ব্যয় 1।


একাদশ শ্রেণি থেকে → অর্থনীতি | ভূগোল

আবার, A বিন্দু থেকে B বিন্দুতে ধানের পরিমান আরও 10 একক বৃদ্ধি করার জন্য তুলো উৎপাদন (50 – 30) = 20 একক হ্রাস করতে হল। অর্থাৎ, এক একক ধান উৎপাদন বৃদ্ধির জন্য এখন 2 একক তুলো উৎপাদনের সুযোগ হারাতে হচ্ছে। B বিন্দুতে ধানের সুযোগ ব্যয় 2।

একইভাবে, B বিন্দু থেকে Q বিন্দুতে এক একক ধান উৎপাদন বৃদ্ধির জন্য 3 একক তুলো উৎপাদনের সুযোগ হারাতে হচ্ছে। অর্থাৎ, এক্ষেত্রে Q বিন্দুতে ধানের সুযোগ ব্যয় 3।

অর্থাৎ দেখা যাচ্ছে, যত ধান উৎপাদনের পরিমান বাড়ানো হবে ততই বেশি পরিমান তুলো উৎপাদনের সুযোগ হারাতে হবে। ধান উৎপাদনের সুযোগ ব্যয় ক্রমবর্ধমান তুলোর উৎপাদনের সাপেক্ষে।

এই কারনেই উৎপাদন সম্ভাবনা রেখার মূল বিন্দুর দিকে অবতল আকৃতির হয়।
উৎপাদন সম্ভাবনা রেখা যদি সরলরেখা আকৃতির হত, তাহলে রেখাটির যেকোনো বিন্দুতেই সুযোগ ব্যয় স্থির থাকত।

পর্ব সমাপ্ত। পরবর্তী পর্ব → চাহিদা জোগানের ভিত্তিতে বাজারে ভারসাম্য দাম নির্ধারণ

লেখিকা পরিচিতি

শ্রীরামপুর কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তনী শুভ্রা পাল। স্নাতকোত্তরের পড়াশোনার পাশাপাশি গান শুনতে এবং বাগান পরিচর্যা করতে ভালবাসেন শুভ্রা।



এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –

XI_Eco_1b