কেরিয়ার বিভাগ – জার্নালিজম এবং মাস কমিউনিকেশন
জার্নালিজম এবং মাস কমিউনিকেশন (Journalism and Mass Communication); এই নামটির সঙ্গে আমরা প্রায় সকলেই কমবেশি পরিচিত। এটি এমন একটি পেশা যার গুরুত্ব সবসময়ই থাকবে। বরং ডিজিটাল মিডিয়ার সাথে তাল মিলিয়ে এর গুরুত্ব আগামীদিনে বৃদ্ধি পাবে।
জার্নালিজম এবং মাস কমিউনিকেশন বলতে কি বোঝায়?
Mass কথার অর্থ জনসমষ্টি এবং Communication কথার অর্থ বাক্যের আদানপ্রদান। আমরা যখন ঘরে, স্কুলে, বাইরে কথা বলি, তখন তা কয়েকজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে।
কিন্তু যখন অমিতাভ বচ্চন টিভির সামনে দাড়িয়ে সকলকে করোনা সম্পর্কে সচেতন করেন, তখন তার বক্তব্য ছড়িয়ে পড়ে সারা দেশের মধ্যে। এই যে অমিতাভ বচ্চন টিভির সামনে দাড়িয়ে তার বক্তব্য সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, এই পদ্ধতিকে বলা হয় মাস কমিউনিকেশন। অর্থাৎ Mass Communication বলতে আসলে বোঝায় মিডিয়ার সাহায্যে একটি বড় জনসমষ্টির সঙ্গে কথাবার্তার আদানপ্রদান বা সম্পর্ক।
জার্নালিজম (Journalism) বা সাংবাদিকতা বলতে আমরা সাধারণত বুঝি যারা খবর লেখেন বা আমাদের সাথে তুলে ধরেন তাদের কথা। মজার ব্যাপার এই যে সাংবাদিকতা ব্যাপারটা কিন্তু ঐ টুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। এর সাথে জড়িয়ে থাকে প্রচুর কর্মকান্ড, যেমন খবর এডিট করা, সাজিয়ে লেখা, প্ল্যান করা, ব্রডকাস্ট করা ইত্যাদি।
এবার এই Mass Communication শব্দটার সঙ্গে যখন Journalism শব্দটা জুড়ে যায়, তখন এর বিষয়টি একটু পরিবর্তিত হয়। একজন Journalism and Mass Communication এর পড়ুয়াকে সাংবাদিকতা এবং মাস কমিউনিকেশন এই দুটি বিষয়েরই ধারণা দেওয়া হয়।
কারা পড়বে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন?
যাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ভালো লাগে, সাংবাদিকতা এবং মিডিয়ার কাজ (মডেলিং বা ফিল্ম নয় কিন্তু) সম্পর্কে বিশেষ আগ্রহ রয়েছে এবং ঘুরে ঘুরে কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, লেখালিখির কাজ করতে ভালো লাগে, তারা এই পেশায় আসতে পারে বা এই বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন।
এটি এমন একটি পেশা যার গুরুত্ব সবসময় থাকবে এবং যেটি কখনোই ফুরোবার না।
কিভাবে পড়বে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন?
তিন ভাবে পড়া যেতে পারে –
- ডিগ্রি কোর্স
- ডিপ্লোমা কোর্স
- সার্টিফিকেশান কোর্স
এবার এই কোর্সগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
ডিগ্রি কোর্স
যোগ্যতা
দ্বাদশ শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি হওয়া যায় বিভিন্ন কলেজে। মূলতঃ পাসে সংস্কৃত, দর্শন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়গুলি নেওয়া যায়। স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা দেওয়া আবশ্যক। দেশে বিদেশের খবর রাখা, কারেন্ট এফেয়ার্স সম্বন্ধে ওয়াকিবহাল থাকা এবং ভালো লিখতে পারাটা খুবই জরুরী।
স্নাতক স্তরের মূল কোর্সগুলি হল –
- BJMC (Bachelor of Journalism & Mass Communication)
- BJ (Bachelor of Journalism)
- BMC (Bachelor of Mass Communication)
- MJMC (Master of Journalism & Mass Communication)
- MJ (Master of Journalism)
- MMC (Master of Mass Communication)
- PG Diploma in Mass Communication
ভারতের সুপরিচিত প্রতিষ্ঠানগুলি হল –
- Symbiosis Institute of Media and Communication
- AJ Kidwai MCRC, JMI
- Indian Institute of Mass Communication, New Delhi
- Xavier Institute of Communication, Mumbai
- Lady Shri Ram Kolej for Women, New Delhi
- Indian Institute of Journalism and New Media, Bangalore
- Department of Communication, Hyderabad
- Department of Media Studies, Christ University
- Film and Television Institute of India, Pune
- Institute of Mass Communication & Media Technology
পশ্চিমবঙ্গের সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি হল
বর্তমানে পশ্চিমবঙ্গে বহু প্রতিষ্ঠানে কমিউনিকেশন এবং জার্নালিজম পড়ানো হয়। এদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হল।
- St. Xavier’s College Kolkata
- Jadavpur University. Jadavpur, Kolkata
- Calcutta University.
- Satyajit Ray Film and Television Institute. Patuli, Kolkata
- Rabindra bharati University
ডিপ্লোমা কোর্সঃ
ভারতের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে জার্নালিজম এবং মাস কমিউনিকেশ বিষয়ের ডিপ্লোমা পরানো হয়। সাধারণত এই ডিপ্লোমা কোর্সগুলি এক বছরের হয়।
যোগ্যতা
নুন্যতম শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণি পাশ।
ভারতের কিছু সুপরিচিত প্রতিষ্ঠান হল –
- Madras Christian College
- Xavier Institute of Communications (XIC)
- Indian Film and Television Institute
- Swami Vivekanand Institute of Management (SVIM)
সার্টিফিকেশান কোর্সঃ
যারা আগে থেকেই এই পেশায় আছেন, সাধারণত তারাই কাজের দক্ষতা বৃদ্ধির জন্য সার্টিফিকেশন কোর্সগুলি করেন। এগুলির কোন নির্দিষ্ট সময়সীমা থাকে না।
জার্নালিসম এবং মাস কমিউনিকেশনের মূল পাঠ্য বিষয়গুলি –
- Introduction to Journalism (Reporting, Writing and Editing)
- Writing for Media
- Basics of Design and Graphics
- Print Journalism
- Media Laws and Ethics
- Still Photography
- State Politics and the Constitution
- Development and Communication
- Radio Journalism and Production
- Television Journalism, and Production
- Public Relations
- Media Research
- Event Management: Principles and Methods
- Introduction to Advertising
ডিজিটাল জার্নালিজম
প্রযুক্তির উন্নতির সাথে সাথে সাংবাদিকতার একটি নতুন দিক খুলে গেছে – ডিজিটাল জার্নালিজম। একটি নিউজ চ্যানেল বা সংবাদপত্র সংস্থা পরিচালনার জন্য প্রচুর অর্থবলের প্রয়োজন। কিন্তু ইন্টারনেটকে কাজে লাগিয়ে খুব সামান্য খরচে নিউজ পোর্টাল শুরু করা যায়। এক্ষেত্রে সংবাদ বা তথ্য পাঠকের কাছে পৌঁছায় ইন্টারনেটের সাহায্যে।
বর্তমানে, এই ধরণের প্রচুর নিউজ পোর্টাল ইংরেজি, বাংলা ও অন্যান্য প্রাদেশিক ভাষায় খুব ভালো কাজ করছে। এই নিউজ পোর্টালগুলি আগামীদিনে যে ভীষণ জনপ্রিয় হয়ে উঠবে, তা বলার আর অপেক্ষা রাখে না।
ভবিষ্যতে কাজের সুযোগ
এই বিষয়ের পেশার ব্যাপকতা বিশাল।
সাংবাদিকতা সংক্রান্ত পেশা ছাড়াও, বিজ্ঞাপন এজেন্সিতে নানান কাজ, চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ক্ষেত্রে, রেডিও জকিং, ভিডিও জকিং ইত্যাদি ক্ষেত্রে কাজের সুযোগ পাওয়া যেতে পারে।
শেষ কথা
একটা বিশেষ ব্যাপার না বললেই নয়। বিভিন্ন পেশায় নানান একঘেয়েমি থাকলেও এই পেশায় একঘেয়েমি (monotony) তুলনামূলক ভাবে কম। কারণ সংবাদ মাধ্যমের প্রেক্ষাপট ভীষণভাবে পরিবর্তনশীল।