প্রযুক্তি বিভাগ – বুলেটের ব্যবহার
Document এর কোন অংশ বিশেষ গুরুত্ব দিয়ে বোঝাবার জন্য বা highlight করার জন্য Ms Word এ আমরা bullet ব্যবহার করে থাকি। স্কুল হোক বা কলেজ, প্রজেক্ট লেখার সময় Bullet ব্যবহার করা চাইই চাই। Bullet হিসেবে symbol ও picture উভয়ই ব্যবহার করা হয়।
আজ আমরা দেখে নেব যে আমরা আরো কিভাবে বুলেটের ব্যবহার করতে পারি।
Bullet ব্যবহার করবো কিভাবে?
Bullet apply করতে হলে প্রথমে Home tab এ যেতে হবে এখানে paragraph group এর Bullet option এ click করতে হবে। এর ফলে আমরা কিছু বিভিন্ন ধরনের bullet দেখতে পাবো । যে bullet টি apply করতে চাই তার উপর click করতে হবে।
কিন্তু যদি আমরা সামনে থাকা এই bullet গুলিকে না ব্যবহার করতে চাই তাহলে?
অতিরিক্ত bullet option এ যাওয়ার জন্য ‘Define New Bullet” এ click করতে হবে। এর ফলে একটি window open হবে। Bullet হিসেবে কোন symbol ব্যবহার করতে হলে ‘symbol’ button এ click করতে হবে। এর ফলে ‘Define new Bullet’ window টি আবার সামনে আসবে। এবার এই window তে যে ok button আছে সেখানে click করতে হবে।
আরো পড়ুন – প্রযুক্তি বিভাগ | প্রবন্ধ বিভাগ | কেরিয়ার বিভাগ
Bullet হিসাবে কোন picture ব্যবহার করতে হলে আবার ‘Define New Bullet’ window তে গিয়ে ‘Picture’ button এ click করতে হবে।এবার পছন্দ মত picture select করে ok button এ click করতে হবে।
এর ফলে word document এ select করা bullet টি দেখা যাবে। এই bullet এর পাশে প্রয়োজনীয় data লিখে Enter দিলে পরের line এ আবার bullet টি appear হবে।এইভাবে bullet যুক্ত list টি তৈরি করা যায়। যে line এ পৌঁছে আমরা দেখব যে bullet প্রয়োজন নেই,তখন Home tab এর Bullet button এ click করে bullet টি off করতে হবে। কোন bulleted list সম্পূর্ণ select করে নতুন bullet choose করে bullet change ও করা যায়।
কি বোঝা গেল আরো ভালো করে কিভাবে বুলেট ব্যবহার করা যায়?
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –
-
- ফলো করো – WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- Facebook Group – লেখা – পড়া – শোনা