প্রযুক্তি বিভাগ – বুলেটের ব্যবহার
Document এর কোন অংশ বিশেষ গুরুত্ব দিয়ে বোঝাবার জন্য বা highlight করার জন্য Ms Word এ আমরা bullet ব্যবহার করে থাকি। স্কুল হোক বা কলেজ, প্রজেক্ট লেখার সময় Bullet ব্যবহার করা চাইই চাই। Bullet হিসেবে symbol ও picture উভয়ই ব্যবহার করা হয়।
আজ আমরা দেখে নেব যে আমরা আরো কিভাবে বুলেটের ব্যবহার করতে পারি।
Bullet ব্যবহার করবো কিভাবে?
Bullet apply করতে হলে প্রথমে Home tab এ যেতে হবে এখানে paragraph group এর Bullet option এ click করতে হবে। এর ফলে আমরা কিছু বিভিন্ন ধরনের bullet দেখতে পাবো । যে bullet টি apply করতে চাই তার উপর click করতে হবে।
কিন্তু যদি আমরা সামনে থাকা এই bullet গুলিকে না ব্যবহার করতে চাই তাহলে?
অতিরিক্ত bullet option এ যাওয়ার জন্য ‘Define New Bullet” এ click করতে হবে। এর ফলে একটি window open হবে। Bullet হিসেবে কোন symbol ব্যবহার করতে হলে ‘symbol’ button এ click করতে হবে। এর ফলে ‘Define new Bullet’ window টি আবার সামনে আসবে। এবার এই window তে যে ok button আছে সেখানে click করতে হবে।
আরো পড়ুন – প্রযুক্তি বিভাগ | প্রবন্ধ বিভাগ | কেরিয়ার বিভাগ
Bullet হিসাবে কোন picture ব্যবহার করতে হলে আবার ‘Define New Bullet’ window তে গিয়ে ‘Picture’ button এ click করতে হবে।এবার পছন্দ মত picture select করে ok button এ click করতে হবে।
এর ফলে word document এ select করা bullet টি দেখা যাবে। এই bullet এর পাশে প্রয়োজনীয় data লিখে Enter দিলে পরের line এ আবার bullet টি appear হবে।এইভাবে bullet যুক্ত list টি তৈরি করা যায়। যে line এ পৌঁছে আমরা দেখব যে bullet প্রয়োজন নেই,তখন Home tab এর Bullet button এ click করে bullet টি off করতে হবে। কোন bulleted list সম্পূর্ণ select করে নতুন bullet choose করে bullet change ও করা যায়।
কি বোঝা গেল আরো ভালো করে কিভাবে বুলেট ব্যবহার করা যায়?
এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।