বাংলা– নবম শ্রেণি – নোঙর [Nongor]
নোঙর কবিতায় কবি অজিত দত্ত, নোঙর-কে প্রতীক অর্থে ব্যবহার করেছেন।
[আরো পড়ো → নোঙর কবিতার প্রতিটি লাইন ধরে ধরে বিশ্লেষণ]
নোঙর একটি ধাতব যন্ত্র বিশেষ, সাধারণত নোঙর একটি বড় নৌকাকে সমুদ্রের মাঝে বা সমুদ্রের তটের কিনারে আটকে রাখে। নোঙর ফেলা থাকলে, শত সমুদ্রের স্রোতের আঘাতেও নৌকা স্থানচ্যুত হয় না। কবি নোঙরের এই বিশেষ বৈশিষ্ট্যকেই কবিতায় প্রতীক অর্থে ব্যবহার করেছেন।
কবি ‘নোঙর’ কবিতায় লিখছেন, তাঁর মনে সিন্ধুপারে পাড়ি অর্থাৎ বহু দূরে বেড়িয়ে পড়ার বাসনা, কিন্তু সেই বাসনায় তিনি সাড়া দিতে পারছেন না। কারণ তাঁর মন আটকে পড়ে আছে সংসারে। ঠিক যেমন নোঙর করা জাহাজ, সমুদ্রের জোয়ার – ভাঁটার টান অগ্রাহ্য করে সমুদ্রে এক ভাবে ভেসে থাকে; ঠিক তেমন ভাবেই কবির জীবন নানা ঘটনায় উদ্বেলিত হয়ে ওঠে কিন্তু নোঙরের ন্যায় সামাজিক বন্ধন কবিকে বেঁধে রাখে, সরে যেতে দেয় না।
কবির এই ভাবনার সঙ্গে আমরা সাধারণ মানুষের ভাবনার মিল লক্ষ্য করতে পারি, আমাদের পরিচিত ক্ষুদ্র – সাধারণ জীবনের বাইরে আছে এক বৃহৎ অপরিচিত জগৎ, যা মানুষের মনকে অবিরাম হাতছানি দিয়ে ডাকে। কিন্তু বহু বন্ধনে আবদ্ধ জীবন, স্নেহ – মায়া – মমতা ইত্যাদি সাংসারিক বন্ধন কাটিয়ে বৃহত্তর জগতে পা দিতে পারে না। কবি তাই জীবনের এই বন্ধনকেই ‘নোঙর’ প্রতীকের সাথে তুলনা করেছেন।
[আরো পড়ো – নবম শ্রেণির বাংলা গদ্য এবং পদ্যের সহজ ভাষায় আলোচনা]
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- সাবস্ক্রাইব করো – সাপ্তাহিক ইমেইল আপডেট
- Facebook Group – লেখা – পড়া – শোনা
IX_Nongor_nogorer ortho