what-is-treaty-of-versailles-in-bengali
প্রশ্ন-উত্তর

ভার্সাই সন্ধি কি? | টিকা

ইতিহাসনবম শ্রেণি – বিশ শতকে ইউরোপ (তৃতীয় পর্ব)

প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে মোট 32টি দেশের প্রতিনিধিরা ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯১৯ খ্রিষ্টাব্দে একত্রিত হন। এর প্রধান উদ্দেশ্য ছিল ইউরোপের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ এবং বিশ্ব শান্তি রক্ষা।

এই সম্মেলনের মূল চালিকাশক্তি ছিল চার রাষ্ট্রপ্রধানের হাতে; যথা – মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, ইটালির প্রধানমন্ত্রী অর্লান্ডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ এবং ফরাসী প্রধানমন্ত্রী ক্লেমেসো।

এই সম্মেলনে মোট পাঁচটি সন্ধি সাক্ষরিত হয়, এদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছিল জার্মানির সাথে সন্ধি। বিজয়ী দেশগুলি জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করে, জার্মানির উপর বিভিন্ন শর্ত আরোপ করে। এদের মধ্যে অধিকাংশই ছিল জার্মানির জনগণের প্রতি অপমানজনক।


এই প্রশ্ন উত্তর আলোচনাটি নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের অন্তর্গত। মূল আলোচনাটি পড়ে নাও → প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহ


রাজনৈতিক শর্তাবলি

ক) জার্মানি পশ্চিম সিমান্তের আলসাস ও লোরেন ফ্রান্সকে ফিরিয়ে দেবে।

খ) সার উপত্যকা 15 বছরের জন্য ফ্রান্সের অধিনে রাখা হয়।

গ) বেলজিয়ামকে ইউপেন, ম্যালমেভি এবং মরিসনেট ছেড়ে দেওয়া হয়।

ঘ) মেমেল বন্দর লিথুয়ানিয়াকে ছেড়ে দেওয়া হয়।

ঙ) জার্মানির বিভিন্ন উপনিবেশ কেড়ে নেওয়া হয়।

চ) পোল্যান্ড যাতে সমুদ্র ব্যবহার করতে পারে, তাই জার্মানির মধ্যদিয়ে একটি রাস্তা পোল্যান্ডকে ছেড়ে দেওয়া হয়। এটি পোল্যান্ড করিডোর নামে খ্যাত।

সামরিক শর্তাবলি

জার্মানিকে নিয়ন্ত্রনে রাখার উদ্দেশ্যে, জার্মানির উপর বিভিন্ন সামরিক শর্তাবলি আরোপ করা হয়।

ক) জার্মানির জল, স্থল ও বিমান বাহিনী ভেঙে দেওয়া।

খ) জার্মানির সৈন্যসংখ্যা কমিয়ে 1 লক্ষ করে দেওয়া হয়।

গ) জার্মানির যুদ্ধ জাহাজগুলি ইংল্যান্ডকে দিয়ে দেওয়া হয় এবং জার্মানিতে ট্যাঙ্ক, বোমারূ – বিমান, কামান নিষিদ্ধ হয়।

ঘ) রাইন নদীর পূর্ব তীর বেসামরিক অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়।


নবম শ্রেণির অন্য বিভাগগুলিগণিত | জীবন বিজ্ঞান | ভৌতবিজ্ঞান

অর্থনৈতিক শর্তাবলি

ক) যুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করে ৬৬০ কোটি পাউন্ডের ক্ষতিপুরনের দাবী রাখা হয়।

খ) জার্মানির অধিকাংশ বানিজ্যপোত ইংল্যান্ড ও ফ্রান্সের দখলে চলে যায়।

গ) জার্মানির কয়লা সমৃদ্ধ সার অঞ্চল ফ্রান্সের দখলে যায়।


নবম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল

ভার্সাই চুক্তির মুল্যায়ন

বিশ্ব ইতিহাসের অন্যতম বিতর্কিত চুক্তি হল এই ভার্সাই চুক্তি। বিজিত জার্মানির উপর নানারকম কঠিন ও অনৈতিক দাবী চাপিয়ে জার্মানিকে একপ্রকার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শেষ করে দেবার চক্রান্ত করা হয়। এর ফলে যেমন বিশ্ব অর্থনৈতিক মহামন্দার দিকে এগিয়ে যায়, তেমনি জার্মানি হিটলারের মত একনায়ক শাসকের রাজত্বকালের দিকে ত্বরান্বিত হয়।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –

IX_History_Varsay_Sondhi_1919