khoyjato-somobhumi
WB-Class-9

ক্ষয়জাত সমভূমি

ভূগোলনবম শ্রেণি – ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া (অষ্টম পর্ব)।


আগের পর্বে আমরা সমভূমি ও তার প্রকারভেদ সম্পর্কে জেনেছি, এই পর্বে ক্ষয়জাত সমভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

ক্ষয়জাত সমভূমি কাকে বলে?

বিভিন্ন প্রকার বহির্জাত শক্তি (যেমন- নদী, বায়ু ,হিমবাহ, সমুদ্র তরঙ্গ) দ্বারা কোন প্রাচীন উচ্চভূমি কাল ক্রমে ক্ষয়প্রাপ্ত হয়ে যে নিচু ও সমতল ভূমি সৃষ্টি করে তাকে ক্ষয়জাত সমভূমি বলা হয়।

ক্ষয়জাত সমভূমির প্রকারভেদ

উৎপত্তিগত তারতম্যের ভিত্তিতে ক্ষয়জাত সমভূমিকে পাঁচ ভাগে ভাগ করা যায়। সেগুলো নিম্নে আলোচিত হল।

1. সমপ্রায় ভূমি

কোন উচ্চভূমিভাগ দীর্ঘদিন ধরে নদী এবং অন্যান্য প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ের ফলে যে মৃদু ঢাল যুক্ত ঢেউ খেলানো সমতল ভূমি সৃষ্টি করে তাকে সমপ্রায় সমভূমি বলা হয়।

ছোটোনাগপুর মালভূমির ক্ষয়প্রাপ্ত সমভূমি

এই সমপ্রায় সমভূমির মাঝে বিচ্ছিন্নভাবে কম উচ্চতা বিশিষ্ট টিলা দেখা যায়।

উচুভূমির কঠিন শিলা দ্বারা সৃষ্ট অঞ্চলগুলো পারিপার্শ্বিক কোমল শিলা অপেক্ষা কম ক্ষয় হয় এবং ক্ষয়কার্যের শেষ পর্যায়ে এরকম অবশিষ্ট পাহাড় বা টিলা রূপে অবস্থান করে। এই কঠিন শিলাযুক্ত টিলাগুলিকে মোনাডনক বলা হয়।


[আরো পড়ুন – নবম শ্রেণি – বাংলা | নবম শ্রেণি – ইতিহাস | নবম শ্রেণি – ভূগোল]

উদাহরণস্বরূপ বলা যায় ভারতের আরাবল্লী পর্বতের পাদদেশে এবং ছোটনাগপুর মালভূমির প্রান্তদেশে এই ধরনের সমপ্রায় ভূমি দেখা যায়।

jump-magazine-subscription

2. তরঙ্গ কর্তিত সমভূমি

সমুদ্র উপকূল বরাবর উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল অবস্থান করলে তা সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে ক্ষয়প্রাপ্ত হয় ও পিছু হটতে থাকে।

ক্রমে এর সমুদ্র অভিমুখী সামনের অংশটি তরঙ্গ কর্তিত মঞ্চে পরিণত হয়। পরবর্তীকালে এই মঞ্চের ওপর কাল ক্রমে বালি,কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে সমভূমিতে পরিণত হয়। এই ধরনের সমভূমি সাধারণত দীর্ঘ ও সংকীর্ণ হয়ে থাকে।

উদাহরণ

ভারতের পশ্চিম উপকূলে এই ধরনের সমভূমি দেখা যায়।

3. মরু সমভূমি

প্রধানত মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার, বাধাহীন বায়ুপ্রবাহ ও ছোট ক্ষণস্থায়ী নদীর ক্ষয়ের ফলে মরুভূমি কালক্রমে ক্ষয় হয়ে সমভূমিতে পরিণত হয়। মরুভূমির শুষ্ক অঞ্চলে ক্ষয়কার্যের ফলে পর্বতের পাদদেশীয় পাথুরে ভূমি ভাগ অঞ্চলে যে ঢালু সমতল ভূমি গড়ে ওঠে তাকে মরু সমভূমি বলা হয়।

মরু সমভূমি

এই সমভূমি পেডিমেন্ট সমভূমি নামেও পরিচিত।

কয়েকটি পেডিমেন্ট একসাথে জুড়ে যে সমভূমি গড়ে তোলে তাকে পেডিপ্লেন বলা হয়। পেডিপ্লেনের উপরে বালি,পলি ও কাঁকর এর একটি পাতলা স্তর অবস্থান করে।

উদাহরণ

আফ্রিকা মহাদেশের এটলাস পর্বতের পাদদেশীয় অঞ্চলে সমভূমি গড়ে উঠেছে।

মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ

4. হিমবাহের ফলে সৃষ্ট সমভূমি

হিমবাহের উৎপাদন ও অবঘর্ষ প্রক্রিয়ায় মাধ্যমে শৈলশিরা এবং উপত্যকার ক্ষয় হয়, এরফলে পর্বতের ঢাল সোজা এবং মসৃণ হয়ে ওঠে। এইভাবেই হিমবাহ সমভূমি সৃষ্টি হয়।

উদাহরণ

উত্তর পশ্চিম ইউরোপ ও আমেরিকার উত্তরাংশে এরকম বিস্তৃত হিমবাহ সৃষ্ট সমভূমি দেখা যায়।

হিমবাহ সমভূমিতে ট্রেকিং-এর দৃশ্য

5. কার্স্ট সমভূমি

চক ও চুনাপাথর শিলাযুক্ত অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় চুনাপাথর দ্রবীভূত হয়ে যে অবনত সমভূমি গড়ে ওঠে তাকে কার্স্ট সমভূমি বলা হয়।


[আরো পড়ুন – নবম শ্রেণি – ভৌত বিজ্ঞান | নবম শ্রেণি – জীবন বিজ্ঞান | নবম শ্রেণি – গণিত ]

ক্রমে নুড়ি, পাথর, বালি প্রভৃতির অবঘর্ষ প্রক্রিয়ায় এই সমভূমির আরো সমতলীকরন ঘটে থাকে।

ব্যারেন- কার্স্ট সমভূমি

উদাহরণ

যুগোস্লাভিয়ার কাস্ট অঞ্চলে অ্যাড্রিয়াটিক সাগরের সমান্তরালে 80 কিলোমিটার চওড়া সমভূমি দেখা যায়। এছাড়া ভারতের অন্ধ্রপ্রদেশের বোরা গুহা অঞ্চলে এই প্রকার সমভূমি গড়ে উঠেছে।

পর্ব সমাপ্ত।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


লেখিকা পরিচিতি

প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রাক্তনী শ্রেয়সী বিশ্বাস। পড়াশোনা এবং লেখালিখির পাশাপাশি, ছবি আঁকা এবং বাগান পরিচর্যাতেও শ্রেয়সী সমান উৎসাহী।



এছাড়া,পড়াশোনা সংক্রান্ত যেকোনো বিষয়ের আলোচনায় সরাসরি অংশগ্রহন করতে যুক্ত হতে পারেন ‘লেখা-পড়া-শোনা’ ফেসবুক গ্রূপে। এই গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন এখানে।