Tom-loses-a-tooth
WB-Class-9

Tom Loses A Tooth

ইংরাজিনবম শ্রেণি – Tom Loses A Tooth (টম লুসেস্‌ দ্যা টুথ)


টম লুসেস্‌ দ্যা টুথ গল্পের লেখক পরিচিতি

Mark Twain is the pen name of Samuel Langhorne Clemens (November 30, 1835 – April 21, 1910). He was an American writer, humorist, entrepreneur, publisher, and lecturer. He acquired international fame for his travel narratives, The Innocents Abroad (1869), Roughing It (1872), and Life on the Mississippi (1883), and for his adventure stories of boyhood, The Adventures of Tom Sawyer (1876) and Adventures of Huckleberry Finn (1885). He was lauded as the “greatest humorist the United States has produced,” and William Faulkner called him “the father of American literature”.

Tom Loses A Tooth এর বাংলা সারসংক্ষেপ

মার্ক টোয়েন রচিত এই গল্পটি একটি ছোট্ট দুষ্টু বাচ্চা টমের গল্প। গল্পের এই টম স্কুলে যেতে একদমই পছন্দ করেনা। সে স্কুল যাবার আগেই বিভিন্ন উপায়ে স্কুল যাওয়া বন্ধ করার চেষ্টা করত। আর তাই সে শারীরিক অসুস্থতা খুঁজতে শুরু করে। পেটে ব্যাথার অজুহাত খুব একটা জোরালো না হওয়ায় তা প্রথমেই বাতিল হয়ে যায়। এরপর সে খুঁজে পায় তার একটি দাঁত নড়ছে, কিন্তু এই রকম একটা ‘গভীর সমস্যা’ থাকা সত্ত্বেও সে এটা কাউকে বলতে পারেনা। কারণ সে জানত তার কাকি জানতে পারলে তার দাঁত সেই টেনে তুলে দেবে। তাই সে ব্যাথার ভয়ে কাউকে বলতে পারেনা।


নবম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল

তবে টম ভেবে ভেবে একটা দারুন বুদ্ধি বের করে সে একবার এক ডাক্তারের কাছে শুনেছিল পায়ের আঙ্গুল ভাঙলে ৩ দিন বিছানায় শুয়ে থাকতে হয়। তাই এই ভেবে সে পায়ের টো ধরে চিৎকার করতে শুরু করে, তার চিৎকার শুনে তার ভাই সিড ছুটে গিয়ে পলি কাকিকে জানায় এই ‘ভয়ঙ্কর চিন্তার’ বিষয়টা। টম যে এরকম চলতে থাকলে মারা পরবে সেটাও সে জানায়।

প্রথমে বিশ্বাস না করলেও পরে কাকি এসে বুঝতে পারে এগুলি সবই টমের স্কুলে না যাবার দুষ্টুমি। বাধ্য হয়ে টমও স্বীকার করে তার আসলে একটা দাঁত নড়ছে এছাড়া আর কোনো সমস্যা নেই। কিন্তু দাঁত তোলার ভয়ে সে বলতে পারেনি। এরপর পলি কাকি তার নড়া দাঁতটি সিল্কের সুতোর সাহায্যে তুলে দেয়। আর টম তার ফোকলা মুখ নিয়ে একটা মিষ্টি হাসি হেসে দেয়।

English summary of Tom Loses A Tooth

The story is about a boy and his childish pranks. For the young boys and girls, school is something equal to suffering. It is a kind of a prison house for them as there they can get much more punishment and confinement than prize and love.

Here the little boy, Tom, who wished to be sick so that he can stay at home instead of going to school. Waking from sleep, the first thought of Tom is how to avoid going to school. He starts to search for some physical distress or ailment. Initially he thinks about his stomach trouble. But that is not too serious a problem. So he thinks about his loose tooth but he has to drop his plan also, as he knows Aunt Polly may pull his tooth out. So he thinks of a certain fanciful disease, the name or symptoms of which he did not know.

He remembers hearing a doctor say that the patient could be laid in bed for three days and lose a finger. Tom holds his sore toe and starts groaning. When Sid, the brother of Tom wakes up, tom pretends to be dying. This scares all family members. Aunt Polly finally catches his prank. Tom then mentions his tooth-ache. Aunt Polly pulls it out with the help of a silk thread. Thus the hilarious episode comes to an end. The gap in his teeth enables Tom to smile in a new and admirable way.


নবম শ্রেণির অন্য বিভাগগুলিগণিত | জীবন বিজ্ঞান | ভৌতবিজ্ঞান

Words to remember

• Miserable : (Wretchedly unhappy or uncomfortable) দুর্দশাগ্রস্ত।
• Feeble : (Lacking physical strength, especially as a result of age or illness) দুর্বল।
• Groan : (Make a long deep sound of pain) কাতরানো/গভীর আর্তনাদ।
• Sore : (Painful or aching) ক্ষত।
• Inspection : (Careful examination or scrutiny) পরিদর্শন/পরীক্ষা।
• Yawned : (Opened the mouth wide and breathed in
deeply due to tiredness or boredom) হাই।
• Anxiously : (Worriedly) উদ্বিগ্নভাবে।
• Moaned : (Cried out in a prolonged tone) ক্রন্দন/গোঙানি।
• Trembled : (Shake involuntarily, typically as a result of anxiety, excitement, or frailty) কম্পন।
• Ache : (A continuous or prolonged dull pain in a part of one’s body) বিরামহীন বেদনা।
• Dangling : (Hanging or swinging freely) ঝুলন্ত।
• Fastened : (Close or do up securely/Fixed) বেঁধে রাখা।
সমাপ্ত।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –

IX_Tom Loses A Tooth