dinudar keramti
Technology (প্রযুক্তি)

দিনুদার কেরামতি – হঠাৎ মাউস বিগড়ে গেলে!

দিনুর কলেজের সেমেস্টার সদ্য শেষ হয়েছে।

হাতে বেশ কিছুটা ফাঁকা সময়। দিনুর ঘনিষ্ঠ বন্ধু শ্যামলের ভাই টিপু। টিপু আবার দিনুকে বড় ভক্তি – শ্রদ্ধা করে, টিপুর দৃঢ় বিশ্বাস কম্পিউটার আর টেকনোলজির হেন কিছু নেই যা দিনু জানে না।

টিপুর খুব বই পড়ার নেশা। শেষবার দিনু টিপুর বাড়িতে নতুন শরদিন্দু অমনিবাসটা দেখে পরীক্ষার চাপে কোনোরকমে লোভ সংবরণ করে ফিরে এসেছিল। এখন তার হাতে বিস্তর সময়, তাই সে চলল টিপুর বাড়ি থেকে শরদিন্দু বাবুকে নিজের বাড়ি অথিতি করে আনতে।

টিপুর ঘরে ঢুকে দিনু প্রথম যা দেখে তা হল টিপুর ব্যাজার মুখ। কম্পিউটারের সামনে সে মুখ ঝুলিয়ে বসে আছে।

দিনু – কিরে মুখটা ভেটকি মাছের মতো করে বসে আছিস কেন? কি হল তোর?

টিপু – দেখোনা, mouse টা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিল। এদিকে সকাল থেকে উঠে এই স্কুলের একটা project type করলাম। মনে হচ্ছে কাজটা বরবাদ হল।

দিনু – এই ব্যাপার! এর জন্য এত দুঃখ? Mouse ছাড়া কি computer চলে না ভেবেছিস? এই দেখ –

এই বলে দিনুদা টিপুর কম্পিউটারের কি বোর্ডটা হাতে নিল, control (Ctrl) আর S বোতাম টিপলো।

control plus s
Ctrl আর S টিপতেই চলে এল এই dialogue box

দিনু – প্রথমে তোর MS- Word এ লেখাটা সেভ (save) করে নিলাম। এর পর MS- Word programme টা বন্ধ করবো।

দিনুদা Alt আর F4 বোতাম এক সাথে টিপতেই ম্যাজিকের মতো MS- Word বন্ধ হয়ে গেল।

দিনুদা – Alt আর F4 দিয়ে যে শুধু MS- Word ই বন্ধ করা যায়, তা কিন্তু নয়। কম্পিউটার বা ল্যপটপের যে কোন active window এই ভাবে বন্ধ করা যায়।

আর এবার আর একটা দারুন ট্রিকস শেখাই।

ধর তুই google chrome এ ইন্টারনেট থেকে কিছু সার্চ করছিস, তুই কিছু কপি করলি এবার সেটা MS-Word এ পেস্ট করবি। Google chrome থেকে MS-Word এ যাবি কিভাবে?


[আরো পড়ুন – text format change না করে copy – paste কিভাবে যায়?]


টিপু – এমা! এ আবার প্রশ্ন হল একটা। মাউস দিয়ে নিচের বার থেকে যেটা যখন দরকার সেটা select করে নিলেই তো হল।

টিপু যে ভাবে window পরিবর্তনের কথা বলছিল

টিপুর উত্তর শুনে দিনুদা বিজ্ঞের মতো একটু হেসে, স্কুলের অঙ্কের মাস্টারমশাই গোপেশ্বর বাবুর মতো চশমাটা একটু নাকের উপর উঠিয়ে বলল – হল না!

দিনুদা – আরে ঐভাবে তো আনাড়িরা করে। আর শিক্ষিত লোকেরা এটা এই ভাবে করে –

start_keyboard_alt_tab
দিনুদা Alt আর Tab বোতাম একসাথে টিপল

দিনুদা Alt আর Tab বোতাম একসাথে টিপতেই তার দিনু আগে যে ছবিগুলো দেখছিল, সেই ফাইলে চলে গেল।

alt-tab-windows-7
মাউস না ধরেই window পরিবর্তন হয়ে গেল!

টিপু – আরিব্বাস! দারুন ব্যাপার তো! তাহলে অন্য window তে যাবার সময় মাউস না ধরলেও চলবে। আচ্ছা, আগের window তে ফিরে আসতে চাইলে কি উপায়?

দিনুদা – এতক্ষণে একটা বুদ্ধিমানের মতো প্রশ্ন করলি। একবার অন্য window গিয়ে কাজ শেষ হয়ে গেলে আবার Alt আর Tab টিপলেই তার আগের window তে চলে আসবে। বিশেষ করে যারা ল্যপটপে কাজ করেন, তাদের জন্য Alt আর Tab খুব উপকারী। এবার তোকে দেখাই, কম্পিউটার বন্ধ করবি কেমন করে। Alt আর tab টিপে প্রতিটা window আগে বন্ধ করবি। আর দরকার হলে সেভ করে রাখবি।এরপরে সব window বন্ধ হলে, শেষবারের মতো Alt আর F4 টিপবি।

দিনুদা Alt আর F4 টিপতেই shut down ডায়লগ বক্স চলে এল।

shut down ডায়লগ বক্স

দিনুদা – ব্যাস এবার arrow কী ব্যবহার করে shut down বা restart যেটা তোর দরকার করে নে।

টিপু shut down option select করে কম্পিউটার বন্ধ করে দিল।

টিপু – দিনুদা দারুন একটা জিনিস শেখালে তো।

দিনুদা – মাউস ব্যবহার না করে, কম্পিউটারের প্রায় সবকিছুই করা যায়। তোকে অন্য কোনদিন আরো কিছু দেখাবো না হয়। এবার আমাকে তোর শরদিন্দু অমনিবাসটা দে দেখি, ওহ কত দিন ধরে লোভ সামলে বসে আছি। আর হ্যাঁ, নতুন একটা মাউস কিনে নিতে ভুলিস না যেন।

যতই কী বোর্ড short cut জানা থাক মাউস ছাড়া কম্পিউটার ঠিক যেন মাটন ছাড়া মাটন বিরিয়ানি।

দিনুদা এবং টিপুর অন্যান্য লেখাগুলি পড়ুন → দিনুদার কেরামতি


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –
Nandita Basu
কম্পিউটার বিজ্ঞানে উচ্চ শিক্ষিতা নন্দিতা বসু বই পড়তে বড় ভালোবাসেন। কাজের ফাঁকে, অবসরে, বাসে ট্রামে তো বটেই, শোনা যায় তিনি নাকি ঘুমিয়ে ঘুমিয়েও বই পড়তে পারেন।

One Reply to “দিনুদার কেরামতি – হঠাৎ মাউস বিগড়ে গেলে!

Comments are closed.