Technology (প্রযুক্তি)

ভিডিও কনফারেন্সিং – দিনুদার কেরামতি



টিপু আজ বেশ উত্তেজিত।

সন্ধ্যেবেলা দিনুদার আসার কথা তার বাড়ি। দিনুদা কে সে খুব ভালবাসে। আজকে জমিয়ে আড্ডা হবে। আজ সকালবেলা বহুদিন পর তার সাথে তার অনেক ছোটবেলার তিন বন্ধুর Video Conferencing-এ কথা হল। সব কথা বলতে হবে দিনুদা-কে।

মা-কে সে আগেই বলে রেখেছে দিনুদার আসার কথা। আজকের দিনটা একটু মেঘলা। এখন বিকেল, হাল্কা বৃষ্টি হচ্ছে বাইরে। তবে একটু আগে দিনুদা জানিয়েছে যে সে আসছে, ছাতা নিয়ে বেড়িয়ে পড়েছে বাড়ি থেকে।

ঠিক সন্ধ্যে 6 টা নাগাদ কলিং বেলের আওয়াজে লাফিয়ে উঠল টিপু!

টিপুর আগেই তার দাদা শ্যামল গিয়ে দরজা খুলে দিল তার বন্ধুকে। অল্প কিছু কথাবার্তা হবার পরেই হাতে স্যানিটাইজার নিয়ে হাজির হল টিপু। তার আর তর সইছিল না। সেটা বুঝতে পেরে বন্ধুর দিকে তাকিয়ে হেসে নিজের ঘরে চলে গেল শ্যামল। অবশেষে মাথা থেকে পা পর্যন্ত স্যানিটাইজারে শুদ্ধ হয়ে টিপুর হাত ধরে তার ঘরে এল দিনু।

সকাল থেকে এই মুহূর্তটারই অপেক্ষায় ছিল টিপু। জমে উঠল আড্ডা।

দিনু- বল টিপু কি খবর তোর ? কেমন চলছে পড়াশোনা ?

টিপু- ভালো দিনুদা। জানো আজ অনেকদিন পর আমার ছোট্টবেলার তিনজন বন্ধুর সাথে কথা হল Video Conferencing-এ। আমার খুব ইচ্ছে ওদের সাথে তোমার আলাপ করিয়ে দেবার। বন্ধুদের জানিয়েছি আজ তোমার আসার কথা। ওদেরও খুব শখ তোমার সাথে Video Conferencingএ কথা বলবে।

দিনু- আচ্ছা? ঠিক আছে বলে নেব কথা তোর বন্ধুদের সঙ্গে। তোর স্কুলেও নিশ্চয়ই এখন অনলাইন ক্লাস চলছে?

টিপু- হ্যাঁ দিনুদা। তবে আজ হয়ে ছুটি পড়ে গেল।

দিনু- তা তোর সাথে Video Conferencingটা হল কোথায়? ফোনে নিশ্চয়ই ?

টিপু- হ্যাঁ।

দিনু- আসলে Video Conferencing বা Video Calling হল একধরনের ভিডিও কমিউনিকেশন পদ্ধতি (video communication technology) যার ব্যবহারে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকা সত্ত্বেও মানুষ একসাথে একে অপরের সাথে কথা বলতে পারে, একে অপরকে দেখতে পায়।

এটা এখন এই করোনা পরিস্থিতিতে খুব কাজের বুঝলি টিপু। সাধারণত আমরা ইন্টারনেটের সাহায্যে কথা বলা কে ভিডিও কল বলি; কিন্তু টেকনিক্যালি এটা সম্পূর্ণ ঠিক নয়। যখন একজন ব্যাক্তি ইন্টারনেটের সাহায্যে অন্য একজনের সাথে কথা বলে তখন তাকে Video Calling বলা হয়, আবার যখন একাধিক মানুষ এই পদ্ধতি ব্যবহার করে কথা বলেন, screen শেয়ার বা document আদান-প্রধান করেন তাকে Video Conferencing বলা হয়।

আগে শুধুমাত্র যারা ব্যাবসা-ট্যাবসা করতো শুধুমাত্র তারাই এটা ব্যবহার করতো, কিন্তু এখন এই করোনাকালে সমস্ত জায়গায় যেমন, অফিস-কাছারি বা স্কুল কলেজ, প্রাইভেট টিউশন সর্বক্ষেত্রেই এখন Video Conferencing পদ্ধতি ব্যবহার করে কাজ চলছে। এতে কিন্তু যাতায়াত খরচা, সময়, মানুষের energy সবকিছু বেঁচে যাচ্ছে। 

একফাঁকে মা এসে গরম চা আর পকোড়া ভাজা দিয়ে গেল। আড্ডা আবার জমে উঠল।

দিনুদা আবার বলতে শুরু করল, ভাবতো টিপু USA তে বসে একজন মানুষ সে অনায়াসে তার বন্ধু বা পরিবারের সাথে কথা বলছে, তার পরিবার হয়তো রয়েছে এই দেশের কোন শহরে। সে তাদের দেখতে পাচ্ছে, গলার আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু ছুঁতে পারছে না এই যা। যদিও আর খুব বেশিদিন বাকি নেই যখন 3D টেকনোলজিতেও Video Conferencing বা Calling করা যাবে।

ভিডিও হল একটি ইলেকট্রনিক্স মাধ্যম। রেকর্ডিং, দেখা বা সম্প্রচার, অনুলিপি ইত্যাদির চলন্ত এবং চাক্ষুষ মাধ্যম। প্রথম ভিডিও আবিষ্কৃত হয় যান্ত্রিক টেলিভিশান সিস্টেমের জন্য অর্থাৎ ক্যাথোড রে বা CRT প্রযুক্তির জন্য। এরপর এগুলো ফ্ল্যাট প্যানেলে আসে। টিভি দেখার ক্ষেত্রেও ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয়। ঠিক যেমনটা হয় আমাদের ফোনের ক্ষেত্রে।

মন দিয়ে শুনছে টিপু। দিনুদার জ্ঞানকে সে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করে।

আমরা মোবাইল ফোনে যখন কথা বলি, তখন মোবাইল ফোন আমাদের কথাকে বাইনারি ফর্মে কনভার্ট করে ডিজিটাল সিগন্যাল তৈরি করে, এরপর তা মোবাইল নেটওয়ার্কের সাহায্যে একস্থান থেকে অন্য স্থানে পাঠায়। এবার প্রাপকের ফোন সেই সিগন্যাল রিসিভ করে এবং তা থেকে আবার ভয়েসে কনভার্ট করে দেয়। এর ফলে আমরা কথা শুনতে পাই।

ইন্টারনেট কলিং-এর ক্ষেত্রে কিন্তু তা ঘটে না।

Video Conferencing এর মূল জিনিস হল, VoIP। দুটো ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থানকালে মূল যে voice communication নিয়ন্ত্রণ করাই হল এর কাজ। মূল দুটি বিষয় থাকে।

  • Data compression (Coding)
  • Data transfer and decompression (Decoding)

অর্থাৎ, মোবাইল যেমন ভয়েস সিগন্যাল তৈরি করে এবং তা আদান প্রদান করে। এক্ষেত্রে তৈরি হয় ডাটা (Data) সিগন্যাল। একাধিক ডাটা সিগন্যাল এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছায়।

আচ্ছা দিনুদা, এটা বল যে Video Conferencing কি কি ধরনের হয়? টিপু প্রশ্ন করে।

মূলত তিনরকম, উত্তর দেয় দিনু।

  • Desktop Video Conferencing
  • Telepresence
  • Room based

নিশ্চয়ই আন্দাজ করতে পারছিস কোনটা কি ধরনের conferencing।

হ্যাঁ দিনুদা, বুঝতে পারছি। জানো আমরা যে তিন বন্ধু আজ কথা বললাম তার মধ্যে একজনের বাবা খুব বড় একজন businessman। ওনাদের নাকি প্রায়ই বড় বড় boardroom conference করতে হয়। আমার বন্ধু বলছিল, বলল টিপু।

Boardroom conference [চিত্র সৌজন্য -blue jeans]
হ্যাঁ, টিপু। যেকোন বড় ধরনের meeting এর জন্য boardroom conference খুব জরুরী। এখানে highest quality voice, video এবং content শেয়ার করা হয়।

তবে স্কুলের ক্লাসের ক্ষেত্রে যে Video Platform গুলি মূলতঃ আমরা ব্যবহার করি সেগুলি হল যেমন ধর,

  • Google Meet
  • Zoom
  • Skype
  • Webex ইত্যাদি
চারটি প্রধান ভয়েস কনফারেন্সিং প্লাটফর্ম

তুই Internet ঘাঁটলে এগুলো সব ভালোভাবে বুঝতে পারবি। ধারণা আরও পরিষ্কার হবে।

বর্তমানে করোনা কালীন পরিস্থিতিকে বেশ কিছুটা সামাল দিচ্ছে এই Video Conferencing । নাহলে ভাবতো কি ভয়ানক সমস্যায় ছাত্রছাত্রী বা অফিসকর্মীদের পড়তে হত।

হ্যাঁ, দিনুদা ঠিকই বলেছ। আমাদের পরীক্ষার আগে অনলাইনে এ Class গুলো করতে পেরেছিলাম বলে ভালোভাবে অনলাইন পরীক্ষাটাও দিতে পেরেছি। আজকে এইসব নিয়েই আলোচনা হচ্ছিল বন্ধুদের সাথে।  চল এবার তুমি একটু আমার বন্ধুদের সাথে আলাপ করে নাও।

উত্তরে মৌন সম্মতি জানায় দীনু।


আরো পড়ুন – দিনুদা সিরিজের অন্যান্য লেখাগুলি

টিপু তার মোবাইল আনতে যাবার জন্য রেডি হতেই তাকে আটকায় দীনু।

দিনু- একটু  দাঁড়া। আমি তোর দাদার ল্যাপটপটা নিয়ে আসি। ওখান থেকেই আজ আমরা কথা বলব।

টিপুকে ভারী খুশি দেখায়।

এরপর ল্যাপটপ আনা হয়। শুরু করার আগে দিনু টিপুকে বলে আজ আমরা Google Meet থেকে কথা বলব।

subscribe-jump-magazine-india

এরপর, ওরা Google Meet এর মাধ্যমে আড্ডা দেওয়া শুরু করে।

এই প্রথম টিপু তার বন্ধুদের সাথে আলাপ করিয়ে দেয় তার প্রিয় দিনুদার । কিছুক্ষণ গল্প চলার পরে ঠিক হয় এই করোনাকালীন পরিস্থিতি একটু ঠিক হলেই তারা একদিন দেখা করবে সবাইমিলে টিপুদের বাড়িতে দিনুদার সাথে। এরপর টিপুর দাদা শ্যামলও আসে ঘরে। আড্ডা, গল্প চলে আরো বেশ কিছুক্ষণ।

Meeting শেষ হলে দিনু বলে, শোন এবার আমাকে উঠতে হবে। যাবার সময় আবার একটা কাজ আছে। তুই সাবধানে থাকিস, চারপাশের যা অবস্থা।

আচ্ছা দিনুদা, তুমিও সাবধানে যেও। উত্তর দেয় টিপু।

হেসে উঠে পড়ে দিনুদা। শ্যামল আর দিনু কথা বলতে বলতেই বেরিয়ে যায়।

টিপু খুশীমনে বসে বসে ভাবতে থাকে সত্যি দুনিয়ায় কতকিছুই না আছে যা আমাদের অবাক করে আর ভেতরে ভেতরে তার খুব গর্ব হয় দাদার বন্ধু; তার বন্ধুদাদা – দিনুদার কথা ভেবে।

আরো পড়ুন – প্রবন্ধ বিভাগ | বিজ্ঞানের ইতিহাস | কেরিয়ার বিভাগ

এই লেখাটি থেকে ভালো লাগলে  বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।



এছাড়া,পড়াশোনা সংক্রান্ত যেকোনো বিষয়ের আলোচনায় সরাসরি অংশগ্রহন করতে যুক্ত হতে পারেন ‘লেখা-পড়া-শোনা’ ফেসবুক গ্রূপে। এই গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন এখানে।