dinudar-keramoti-digital album
Technology (প্রযুক্তি)

দিনুদার কেরামতি – ডিজিটাল ফটো অ্যালবাম

প্রযুক্তি বিভাগ – Computer (Copy-Paste)

টিপুর জীবনে দুঃখের শেষ নেই।

কম্পিউটার নিয়ে তার যত জ্বালা। টিপুরা সবাই মিলে রাজস্থান বেড়াতে গিয়েছিল। ডিজিটাল ক্যামেরায় ছবি তোলার কোনো হিসাব নেই, ফলে ছবিও তোলা হয়েছে বিস্তর। এবার, টিপুর উপর ভার পড়েছে ছবিগুলো সাজিয়ে একটা digital album তৈরি করার।

টিপু প্রথমে ভেবেছিল -এ আর এমন কি, পটাস করে কম্পিউটারে বসবে আর ফটাস করে হয়ে যাবে।

কিন্তু কাজ শুরু করতে গিয়ে বুঝলো, শুনে সহজ মনে হলেও এ কাজ ততটাও সহজ নয়। মনের দুঃখে internet search করলো। প্রচুর ওয়েবসাইট পেল বটে কিন্তু তাতে তার মনের দুঃখ খুব একটা কম হল না। কারণ, বেশিরভাগ ওয়েবসাইটই টাকা চাইছে,কয়েকটা ওয়েবসাইট ফ্রিতে কাজ করতে দিচ্ছে বটে তবে তাদের কার্য প্রণালী এত কঠিন যে সেগুলো ক্লাস নাইনের টিপুর মাথার উপর দিয়ে যসপ্রীত বুমরার বাউন্সারের মত উড়ে যাচ্ছে। আবার কেউ কেউ একটা করে Watermark জুড়ে দিচ্ছে।


[আরো পড়ুন – প্রবন্ধ বিভাগ | প্রযুক্তি বিভাগ | বিজ্ঞানের ইতিহাস বিভাগ]

অগত্যা উপায় না দেখে দিনুদাকে ফোন করল টিপু। কিছুক্ষণ ফোন বাজার পরে দিনুদার গলা।

দিনুদা – হ্যাঁ, টিপু বল।

টিপু – বলছি, আমাকে একটা help করে দাও। সহজে ফটো album কিভাবে বানাবো বলে দাও। আমি ইন্টারনেট ঘেঁটেও হালে পানি পাচ্ছি না।

দিনুদা – এ আর এমন কি ব্যাপার, PPT-তে করে নে।

টিপু – PPT! সে আবার কি জিনিস?

দিনুদা – তুই কি জানিস যে তুই একটা imported কোয়ালিটির গাধা? ক্লাস নাইনে পড়িস আর PPTর নাম শুনিস নি? PPT মানে হল Power Point Presentation। এটা Microsoft office এর একটা পার্ট। হাতের সামনে কম্পিউটার খোলা আছে?


[প্রবন্ধ বিভাগ থেকে পড়ুন – কিভাবে পরিবর্তিত হল বিনোদনের মাধ্যম]


টিপু – হ্যা। আমি Microsoft Power Point খুঁজে পেয়েছি, খুলছি এখুনি।

দিনুদা –  Good! এবার দেখ, উপরের বারে ‘insert’ বলে একটা option আছে। ওটা select করলে Photo Album বলে একটা option পাবি।

digital-album-image-1

টিপু – হ্যাঁ, হ্যাঁ পেয়েছি। ক্লিক করলে ফটো insert করতে বলছে। ফটো select করবো?

digital-album-image-2

দিনুদা – বাহ! গাধার মাথায় দেখছি একটু একটু ঘিলু তৈরি হচ্ছে আজকাল। এবার browse করে তোর দরকারি ছবিগুলো সিলেক্ট করে নে।

দেখ ‘উপর – নিচ’ করার দুটো বোতাম আছে। ঐ দুটো ব্যবহার করে দরকার মতো সাজিয়ে নে। সাজানো হয়ে গেলে, নিচের create বোতামে click করে দে।

digital-album-image-4 copy

টিপু – আরিব্বাস! দারুন ব্যাপার তো, সব ছবিগুলো এখানে চলে এসেছে।

digital-album-image-5 copy

দিনুদা – হ্যাঁ, এবার কি বোর্ডের F5 বোতাম টিপে Slide Show করে দেখতে বা দেখাতে পারিস। আর যেকোনো ছবি ক্লিক করলেই উপরে ‘format’ option পাবি। ওখান থেকে ছবি গুলো একটু – আধটু editও করে নিতে পারিস। এছাড়া ছবিগুলোতে প্রত্যেকটাকে আলাদা করে animation দেওয়া যায়। আজ সময় নেই, আমি এখনই একজায়গায় বেরবো। পরে একদিন দেখিয়ে দেবো, কিভাবে PPTতে animation করতে হয়।

আর মনে রাখিস শুধু ফটো album নয়, স্কুলে, কলেজে, অফিসে যে কোন জায়গায় দারুন ভাবে কাজে লাগানো যায় এই Power Point Presentation। তুই album বানা, আমি এবার ফোন রাখি।

টিপু – Thank you দিনুদা।

ফোন রেখেই মহানন্দে টিপু ফটো album বানাতে বসে যায়।

টিপুর সমস্যার সমাধান তো হয়েই গেল। কিন্তু তুমিও চাইলে চটপট বানিয়ে নিতে পারো একটা ফটো এ্যালবাম!


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –
Nandita Basu
কম্পিউটার বিজ্ঞানে উচ্চ শিক্ষিতা নন্দিতা বসু বই পড়তে বড় ভালোবাসেন। কাজের ফাঁকে, অবসরে, বাসে ট্রামে তো বটেই, শোনা যায় তিনি নাকি ঘুমিয়ে ঘুমিয়েও বই পড়তে পারেন।