ushnota-bristipat-lekhocitrer-sahajye-golardho-shonaktokoron
Madhyamik

উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্রের সাহায্যে জলবায়ু ও গোলার্ধ শনাক্তকরণ

ভূগোলদশম শ্রেণি – বায়ুমণ্ডল (চতুর্দশ পর্ব)

আগের পর্বে আমরা পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্রের সাহায্যে জলবায়ু ও গোলার্ধ শনাক্তকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

জলবায়ুর দুটি প্রধান নিয়ন্ত্রক হল উষ্ণতা এবং বৃষ্টিপাত। উষ্ণতা এবং বৃষ্টিপাত লেখচিত্রের মাধ্যমে সহজেই কোনো অঞ্চলের জলবায়ু শনাক্ত করা সম্ভব হয়। উত্তর এবং দক্ষিণ গোলার্ধে বছরের একই সময়ে দুটি বিপরীত ঋতু অবস্থান করে, যা লেখচিত্রের সাহায্যে সহজেই প্রদর্শন করা যায়।

দেখা গেছে যে উত্তর গোলার্ধে উষ্ণতা এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসগুলোতে বেশি হয় অর্থাৎ উষ্ণতা রেখা উত্তল হয়। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে এই মাসগুলোতে উষ্ণতার পরিমাণ সবথেকে কম হয় অর্থাৎ উষ্ণতা রেখা অবতল হয়।

আর্দ্র নিরক্ষীয় জলবায়ু

উত্তর গোলার্ধ

উষ্ণতা: উত্তর গোলার্ধে মাসিক উষ্ণতা থাকে 25° থেকে 27° সেলসিয়াসের মধ্যে। উষ্ণতার প্রসর অত্যন্ত কম হয়।

বৃষ্টিপাত: উত্তর গোলার্ধে সারা বছর ধরে বৃষ্টিপাত হয়। মে এবং অক্টোবর এই দু মাসে সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায়। লেখচিত্রে এই দুই সর্বাধিক বৃষ্টিপাতের মাস দুটিতে বৃষ্টিপাতের দুটি শীর্ষ লক্ষ্য করা যায়।


দশম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল

দক্ষিণ গোলার্ধ

উষ্ণতা: দক্ষিণ গোলার্ধে মাসিক উষ্ণতা 27° সেলসিয়াসের আশেপাশে থাকে এবং উষ্ণতার প্রসর খুব কম থাকে।

বৃষ্টিপাত: উত্তর গোলার্ধের মত দক্ষিণ গোলার্ধে সারা বছর বৃষ্টিপাত হয়। এপ্রিল ও ডিসেম্বর মাসে লেখচিত্রে বৃষ্টিপাতের দুটি শীর্ষ দেখা যায়।

ক্রান্তীয় মৌসুমী জলবায়ু

উত্তর গোলার্ধ

উষ্ণতা: এই অঞ্চলের গড় উষ্ণতা প্রায় 27° সেন্টিগ্রেড। উষ্ণতার প্রসার ও খুব বেশি। লেখচিত্রে এই অঞ্চলের উষ্ণতা রেখাটি অনিয়মিতভাবে দেখা যায়। এই অঞ্চলে উষ্ণতা মে মাসে সবথেকে বেশি হয়। উষ্ণতার প্রসর অনেক বেশি হয়। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে উষ্ণতা সবথেকে কম থাকে।

বৃষ্টিপাত: মে মাসের পর জুন মাস থেকে বৃষ্টিপাতের হঠাৎ বৃদ্ধি পরিলক্ষিত হয়, যা সেপ্টেম্বর মাস পর্যন্ত চলতে থাকে। এই অঞ্চলে জুন থেকে সেপ্টেম্বর মাসকে বর্ষাকাল বলা হয়। লেখচিত্রে এই দুই মাস গুলিতে বৃষ্টিপাতের স্তম্ভটি দীর্ঘ হয়। জানুয়ারি থেকে এপ্রিল এবং নভেম্বর-ডিসেম্বর মাসে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকে।

দক্ষিণ গোলার্ধ

উষ্ণতা: দক্ষিণ গোলার্ধে গড় উষ্ণতা থাকে 26° সেন্টিগ্রেড। উষ্ণতায় প্রসর খুবই কম হয়। দক্ষিণ গোলার্ধে উষ্ণতা রেখাটি সরল এবং নিয়মিত হয়।
নভেম্বর থেকে এপ্রিল মাসে উষ্ণতা ও অন্যান্য মাসগুলির তুলনায় বেশি হয় 1° থেকে 2°সেন্টিগ্রেড মত। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত উষ্ণতা সবথেকে বেশি থাকে।

বৃষ্টিপাত: নভেম্বর মাস থেকে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকে এবং মার্চ মাস পর্যন্ত বর্ষাকাল স্থায়ী হয়। এই সময়ে বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি হয়; এই কারণে লেখচিত্রে এই মাসগুলোতে বৃষ্টিপাতের স্তম্ভগুলো অনেক দীর্ঘ হয়।
মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টিপাত কম থাকে এবং উষ্ণতা ও কম থাকে।

ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু

উত্তর গোলার্ধ

উষ্ণতা: উত্তর গোলার্ধে জুন, জুলাই, আগস্ট মাসে উষ্ণতা সবথেকে বেশি থাকে প্রায় 30° সেলসিয়াস। এর মধ্যে জুলাই হল উষ্ণতম মাস (33° সেলসিয়াসের অধিক)। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস দুটি হল শীতলতম মাস।
লেখচিত্রে উষ্ণতার রেখাটি উত্তল আকৃতির হয়।

বৃষ্টিপাত: এই অঞ্চলে মোট বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 10 সেন্টিমিটারের কাছাকাছি। মার্চ এপ্রিল থেকে সেপ্টেম্বর অক্টোবর মাসে বৃষ্টি কখনো হয় কখনো হয়না।


দশম শ্রেণির অন্য বিভাগগুলিগণিত | জীবনবিজ্ঞান | ভৌতবিজ্ঞান

দক্ষিণ গোলার্ধ

উষ্ণতা: দক্ষিণ গোলার্ধে জুন, জুলাই,আগস্ট মাসে উষ্ণতা কম থাকে। এই অঞ্চলে শীতলতম মাস হল জুলাই (12° সেলসিয়াসের কম) এবং জানুয়ারি-ফেব্রুয়ারি হল উষ্ণতম মাস। লেখচিত্রে উষ্ণতা রেখাটি অবতল আকৃতির হয়।

বৃষ্টিপাত: দক্ষিণ গোলার্ধে মোট বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 10 থেকে 15 সেন্টিমিটারের মধ্যে হয়। মার্চ থেকে সেপ্টেম্বর এই 6 মাসে বৃষ্টিপাতের পরিমাণ থাকে 1 সেন্টিমিটার অপেক্ষা কম।

ভূমধ্যসাগরীয় জলবায়ু

উত্তর গোলার্ধ

উষ্ণতা: জুলাই হল উষ্ণতম এবং জানুয়ারি হলো শীতলতম মাস। এই অঞ্চলের গড় উষ্ণতা হল 16° সেন্টিগ্রেড এবং উষ্ণতার প্রসর 14° সেন্টিগ্রেড হয়। লেখচিত্রে উষ্ণতা রেখাটি উত্তল আকৃতির হয়।

বৃষ্টিপাত: মে মাস থেকে সেপ্টেম্বর মাস অব্দি এই অঞ্চলে বৃষ্টিপাত সবথেকে কম হয়। এখানে গ্রীষ্মকাল শুষ্ক। জানুয়ারি ফেব্রুয়ারি এবং নভেম্বর-ডিসেম্বর মাসে এই অঞ্চলে বৃষ্টিপাত হয়।

দক্ষিণ গোলার্ধ

উষ্ণতা: জানুয়ারি-ফেব্রুয়ারি হল উষ্ণতম এবং জুলাই হল শীতলতম মাস। এই অঞ্চলের গড় উষ্ণতা হল 18° সেন্টিগ্রেড এবং উষ্ণতার প্রসর হল 10° সেন্টিগ্রেড। উষ্ণতা রেখাটি অবতল আকৃতির হয়।

বৃষ্টিপাত: মে মাস থেকে সেপ্টেম্বর মাস অব্দি এই অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়। এই সময়ে এখানে বর্ষাকাল বিরাজ করে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই চার মাস হল শুষ্ক গ্রীষ্মকাল।

তুন্দ্রা জলবায়ু

তুন্দ্রা জলবায়ু প্রধানত উত্তর গোলার্ধে দেখা যায়। উষ্ণতা ও বৃষ্টিপাত সূচক লেখচিত্রটি তাই শুধুমাত্র উত্তর গোলার্ধের জন্য অঙ্কন করা হয়।

এই লেখচিত্র অনুযায়ী এখানকার উষ্ণতা 8 থেকে 9 মাস পর্যন্ত হিমাঙ্কের নিচে অবস্থান করে, এখানকার উষ্ণতম মাস হল জুলাই। যখন উষ্ণতা 4° সেন্টিগ্রেডের বেশি থাকে এবং শীতলতম মাস ফেব্রুয়ারি উষ্ণতা -28° সেন্টিগ্রেডের বেশি থাকে। বার্ষিক উষ্ণতার প্রসর প্রায় 32° সেন্টিগ্রেডের বেশি। লেখচিত্রের এই কারণে হিমাঙ্কের নিচে থেকে উষ্ণতা রেখাটি শুরু হয়। এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 10 সেন্টিমিটার।

সমাপ্ত।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –

X-geo-2-n