শ্রেণিঃ অষ্টম | বিষয়: বিজ্ঞান । অধ্যায় – তাপ(ষষ্ট পর্ব)
আগের পর্বে আমরা জেনেছি তাপের পরিচলন সম্পর্কে। এই পর্বে আমরা তাপের বিকিরণ সম্পর্কে আলোচনা করবো।
চলো শুরুতে আমরা বুঝে নিই বিকিরণ কি!
বিকিরণ (Radiation)
যে পদ্ধতিতে তাপ কোন জড় মাধ্যমের সাহায্য ছাড়াই অথবা জড় মাধ্যম থাকলেও সেই মাধ্যমকে উত্তপ্ত না করে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, তাকে বিকিরণ বলে।
সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়।
প্রকৃতপক্ষে যেকোন উত্তপ্ত বস্তুই তাপ বিকিরণ করে। এই বিকীর্ণ তাপের সাথে আলোর ধর্মের সাদৃশ্য দেখা যায়।
বিকীর্ণ তাপের ধর্ম
i) বিকীর্ণ তাপ আলোর মতন শূন্য মাধ্যম দিয়ে চলাচল করতে পারে।
ii) মাধ্যম বর্তমান থাকলেও বিকীর্ণ তাপ সেই মাধ্যমকে উত্তপ্ত করে না।
iii) বিকীর্ণ তাপ আলোর মতন সরলরেখায় চলে। এই কারণে আমরা ছাতা খুলে সূর্যের তাপ থেকে নিজেকে আড়াল করি।
iv) বিকীর্ণ তাপের গতিবেগ আলোর গতিবেগের সমান।
v) বিকীর্ণ তাপের ক্ষেত্রে আলোর মতন প্রতিফলন ও প্রতিসরণ ঘটে।
তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল?
প্রত্যেক বস্তুর তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা আছে। ওই বিকিরণ ও শোষণ ক্ষমতা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে।
বস্তু এবং তার পারিপার্শ্বিকের উষ্ণতা, বস্তুর উপাদান, বস্তুর পৃষ্ঠে বা surface–এর প্রকৃতি প্রভৃতির ওপর নির্ভরশীল।
দেখা যায় যে, যে পদার্থ উত্তম বিকিরক সেই পদার্থ উত্তম শোষকও হয়।
বস্তুর surface বা পৃষ্ঠ অমসৃণ হলে তা তাপ শোষণ ও বিকিরণ বেশি করে। অন্যদিকে বস্তুর পৃষ্ঠ মসৃণ ও চকচকে হলে তাপের শোষণ ও বিকিরণ অনেক কম হয়।
দৈনন্দিন জীবনে বিকিরণ পদ্ধতির দৈনন্দিন জীবনে ব্যবহার
১) শীতকালে কালো বর্ণের জামা পরলে আরাম বোধ হয়, কারণ কালো রং সূর্যের বিকীর্ণ তাপ বেশি শোষণ করে এবং দেহকে গরম রাখতে সাহায্য করে।
অন্যদিকে সাদা জামা সূর্যের কিরণের বেশি অংশ প্রতিফলিত করে দেয় এবং খুব কম অংশ শোষণ করে। তাই গরমকালে সাদা পোশাক আরামদায়ক হয়।
২) রান্নার পাত্রের তলদেশ কালো ও অমসৃণ হলে তা দ্রুত আগুন থেকে তাপ শোষণ করতে পারে। ফলে রান্না তাড়াতাড়ি হয়।
অন্যদিকে যদি পাত্রের তলদেশ মসৃণ ও চকচকে হয়, তাহলে তাপের বেশির ভাগ অংশ ওই চকচকে মসৃণ তল দ্বারা প্রতিফলিত হবে এবং কম অংশ শোষণ হবে। ফলে রান্না হতে সময় অনেক বেশি লাগবে।
বিকিরণের এই নীতিকে কাজে লাগিয়ে থার্মোফ্লাক্স তৈরি করা হয়।
এই ফ্লাস্ক পরিবহন, পরিচলন ও বিকিরণ প্রণালীতে তাপ সঞ্চালন করতে পারে না। ফলে থার্মোফ্লাক্সের ভিতরে থাকা তরল বেশিক্ষণ নিজের উষ্ণতা ধরে রাখতে পারে।
থার্মোফ্লাক্সের নীতি
থার্মোফ্লাক্সে দুই দেওয়াল বিশিষ্ট কাচের পাত্র ব্যবহার করা হয়। কাচ তাপের কুপরিবাহী ফলে পরিবহন প্রণালীতে তাপ সঞ্চালন বাধাপ্রাপ্ত হয়।
কাচের দুটি দেওয়ালের মধ্যে বায়ু শূন্য অবস্থা সৃষ্টি করা হয়, ফলে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন হতে পারে না।
কাচের উভয় দেওয়াল মসৃণ ও রূপার প্রলেপ যুক্ত করা হয়, যার ফলে বিকিরণ প্রক্রিয়া বাঁধা পায়।
ফ্লাস্কের মুখ তাপের কুপরিবাহী কর্ক দিয়ে বন্ধ করা হয়।
অষ্টম শ্রেণির অন্য বিভাগ – বাংলা | ইংরেজি | গণিত | বিজ্ঞান
এইভাবে সকল উপায়ে তাপের আদান-প্রদান প্রতিহত করা হয় বলে থার্মোফ্লাক্সের মধ্যে রাখা গরম তরল বেশিক্ষণ গরম বা ঠাণ্ডা তরল বেশিক্ষণ ঠাণ্ডা থাকতে পারে।
পর্ব সমাপ্ত।
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লেখিকা পরিচিতিঃ
বিজ্ঞান স্নাতক এবং কম্পিউটার বিজ্ঞানে উচ্চ শিক্ষিতা নন্দিতা বসুর পেশা শিক্ষকতা।তিনি বই পড়তে বড় ভালোবাসেন। কাজের ফাঁকে, অবসরে, বাসে ট্রামে তো বটেই, শোনা যায় তিনি নাকি ঘুমিয়ে ঘুমিয়েও বই পড়তে পারেন।
এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করতে ভুলো না।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- Facebook Group – লেখা – পড়া – শোনা