কেরিয়ার বিভাগ – ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপলিকেশান (BCA)
বর্তমান সময়ে কম্পিউটার নিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকে অনেক ছাত্রছাত্রীর। খুব সত্যি কথা বললে, কম্পিউটার এমন একটি বিস্তৃত বিষয় যে এই কম্পিউটার নিয়ে বহু শাখার উৎপত্তি হয়েছে। এর আগে আমরা কম্পিউটার সায়েন্স নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে কম্পিউটারের আরো একটি শাখা BCA নিয়ে আলোচনা রইল।
BCA কি?
BCA এর পুরো কথা হল Bachelor of Computer Application। এটি একটি 3 বছরের undergraduate course। ভারতের বিভিন্ন কলেজে এই BCA পড়ানো হয়।
BCA vs. Computer Science
অনেক ছাত্রছাত্রীর মনেই এই প্রশ্ন আসে যে আমি কম্পিউটার সায়েন্স পড়বো নাকি BCA পড়বো। এর উত্তর জানতে গেলে আমাদের এই দুটি কোর্সের তফাৎ বুঝতে হবে।
কম্পিউটার সায়েন্স পড়ানোর ক্ষেত্রে মূলত কম্পিউটারের সাহায্যে যা কাজ হয় সেগুলি কিভাবে হচ্ছে তার ফান্ডামেন্টাল বা মুখ্য ধারণা গুলির উপর অধিক জোর দেওয়া হয়। আর BCA পড়ানোর ক্ষেত্রে এর ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার করে যে সকল কাজ করা হয়, সেগুলির উপর জোর দেওয়া হয়। তবে দুটি কোর্সেই কম্পিউটারের মূল ধারণাগুলি পড়ানো হয়।
কারা পড়বে BCA?
যেসব ছাত্র বা ছাত্রী কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে এবং আগামী দিনে কম্পিউটার নিয়ে কাজ করতে আগ্রহী শুধুমাত্র তাদেরই এই কোর্স করা উচিত। কোন কোন কলেজে BCA তে ভর্তি হবার জন্য বিজ্ঞান বিভাগ থাকাটা জরুরী, আবার কোন কোন প্রতিষ্ঠানে একাদশ – দ্বাদশে Computer Science বা Mathematics চাওয়া হয় । সুতরাং যারা আগামী দিনে BCA পড়ার কথা ভাবছো, তারা মাধ্যমিকের পরে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়লে, আলাদা সুবিধা পেতে পারবে।
BCA পড়ার শিক্ষাগত যোগ্যতা
বেশিরভাগ কলেজগুলিতে BCA পড়ার আগে CET বা Common Entrance Test দিতে হয়, যদিও এই পরীক্ষায় সফলতা অর্জন করা তেমন একটা কঠিন ব্যাপার নয়। এছাড়া আলাদা করে BCA এর জন্য কোন Entrance পরীক্ষা দিতে হয় না। তবে কিছু কিছু কলেজ, তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে ভর্তির জন্য নিজস্ব প্রবেশিকার আয়োজন করে থাকে।
BCA পড়ার জন্য সু-পরিচিত কোন বোর্ডের অন্তত 10+2 বা সমমানের পরীক্ষায় সফল হওয়া দরকার। সুতরাং যোগ্যতা হিসেবেও 10+2 (উচ্চমাধ্যমিক)-এর সাফল্যেকেই ধরা যেতে পারে। প্রবেশিকা পরীক্ষা এবংপ্রাপ্ত নম্বরের ওপর নির্ভর করে এই কোর্সটিতে ভর্তি নেওয়া হয়। BCA এর পর কেউ চাইলে MCA করতে পারে।
[আরো পড়ুন – প্রবন্ধ বিভাগ | প্রযুক্তি বিভাগ | বিজ্ঞানের ইতিহাস বিভাগ]
কোর্সের সময়সীমা
BCA কোর্সের সময়সীমা 3 বছরের। MCA অর্থাৎ Masters in Computer Application পড়ার ক্ষেত্রে চাইলে সেক্ষেত্রে কোর্সের সময়সীমা হয় 2 বছর।
কি কি বিষয় পড়ানো হয় BCA-তে?
আগেই বলা হয়েছে যে BCA পড়ার জন্য কম্পিউটারের মূল বিষয়গুলি পড়তে হয়। আমরা মূল পাঠ্য বিষয়গুলি একবার দেখে নিই।
- Computer Fundamentals
- C programming
- System Analysis and Design
- In depth working of Computer sub system
- Visual Basics
- Methods of processing information in digital computers
- Hardware and software designing
- The application of Computers
এককথায় কম্পিউটার সামগ্রিকভাবে কিভাবে কাজ করে সেটি এবং কম্পিউটারের ভিতরের যে মূল সফটওয়্যার তার কাজ ও পুরো সিস্টেমের সামগ্রিক কাজ নিয়ে খুঁটিনাটি আলোচনা এইগুলোই হল BCA এর প্রধান ও মূল বিষয়। যেকোনো software কে run করানোর জন্য কম্পিউটারের নিজস্ব language-এর দরকার হয়। সেই সমস্ত language শেখানো হয় BCA পড়ার ক্ষেত্রে।
BCA- এর জনপ্রিয় কলেজ
পশ্চিমবঙ্গ তথা কলকাতার বহু প্রতিষ্ঠানে BCA পড়ানো হয়।
উল্লেখযোগ্য BCA কলেজগুলির মধ্যে কয়েকটি কলেজের নাম এখানে উল্লেখ করা হল।
- IEM Kolkata, University of Engineering and Management
- Institute of Management Study (IMS), Kolkata
- BP Poddar Institute of Management and Technology, Kolkata
- JIS College of Engineering (JISCE), Kolkata
- Asansol Engineering College (AEC), Asansol
ভারতের কয়েকটি উল্লেখযোগ্য BCA পড়ার প্রতিষ্ঠান হল,
- Christ University, Bangalore
- Presidency College, Bangalore
- Chandigarh University (CU), Chandigarh
- Jain University (JU), Bangalore
- Symbiosis Institute of Computer Studies and Research (SICSR), Pune
- Vellore Institute of Technology ( VIT University), Vellore
ভবিষ্যতে কাজের সুযোগ
আগামী দিনে কম্পিউটার সংক্রান্ত কাজের চাহিদা যে বাড়বেই, তা আজ আর বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানিরা তাদের কাজের জন্য দক্ষ কর্মী নিয়োগ করতে চাইবেন।
BCAতে পড়বার ক্ষেত্রে যেহেতু কম্পিউটারের প্রয়োগ সংক্রান্ত কাজ শেখার বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হয়, তাই কাজের বাজারে BCA-এর ছাত্রছাত্রীরা এগিয়ে থাকেন।
BCA পড়ে যে পদগুলিতে কাজ করা যেতে পারে সেগুলো হল, IT Support Analyst, Network Engineer, IT Consultant, Technical Sales Representative, Web Designer ইত্যাদি। শুধু তাই নয়, BCA পড়ে বহু মানুষ ফ্রিলান্সার হিসাবে কাজ করেও তাদের জীবিকা নির্বাহ করতে পারেন।