HS-chemistry-preparation-jump-magazine-part-2
পরীক্ষা প্রস্তুতি

উচ্চ মাধ্যমিক প্রস্তুতি : রসায়ন দ্বিতীয় পর্ব

আগের পর্বে আমরা আলোচনা করেছি উচ্চ মাধ্যমিক রসায়নে কোন নম্বরের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কতটা সময় লেখার সময় আমরা ব্যয় করতে পারি। এই পর্বে আমরা আলোচনা করবো প্রতিটা বিভাগ থেকে কি কি ধরণের প্রশ্ন হয় এবং সেগুলিকে লিখতে গেলে কি কি ধরণের জ্ঞান বা কনসেপ্ট দরকার।

উচ্চমাধ্যমিক রসায়নের ক্লাস 12-এর পাঠক্রমে মোট 16টি অধ্যায় বর্তমান। এগুলিকে মোট 4টি বিভাগে ভাগ করা যেতে পারে।

  1. ভৌত রসায়ন – 23 নম্বর
  2. অজৈব রসায়ন – 19 নম্বর
  3. জৈব রসায়ন – 18 নম্বর
  4. প্রয়োগমূলক বা ব্যবহারিক রসায়ন – 10 নম্বর

প্রতি বছর এখানে নম্বরের ডিভিশন পরিবর্তন আশা করা যেতে পারে। এই পর্বে আমরা ভৌত ও অজৈব রসায়নের কথা আলোচনা করব।

প্রথমে আসি ভৌত রসায়নের কথায়।

পদার্থের কঠিন অবস্থা, দ্রবণ, তড়িৎ রসায়ন, রাসায়নিক গতিবিদ্যা ও পৃষ্ঠতলের রসায়ন, এই 5 টি অধ্যায় ক্লাস 12-এর সিলেবাসভুক্ত। এই অংশ থেকে গত তিন বছর যাবৎ 3টি বহুবিকল্পমূলক (মাল্টিপল চয়েস ), 2টি 1 নম্বরের অতিসংক্ষিপ্ত প্রশ্ন, 2টি সংক্ষিপ্ত 2 নম্বরের প্রশ্ন (যার মধ্যে গাণিতিক প্রশ্নও বর্তমান), 3 টি গাণিতিক প্রশ্ন 3 নম্বর করে এবং 1 টি 5 নম্বরের প্রশ্ন (বিকল্পসমেত) এসেছে।

এখান থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ –

  • পদার্থের কঠিন অবস্থা, দ্রবণ, তড়িৎ-রসায়ন ও রাসায়নিক গতিবিদ্যা থেকে অঙ্ক। মোট ১১-১৩ নম্বর গাণিতিক প্রশ্ন
  • বিভিন্ন ফর্মুলার ডেরিভেশন (গতিবিদ্যা বা কঠিন অবস্থা থেকে)
  • প্যাকিং দক্ষতা
  • কঠিন ও কঠিনের কেলাসের ত্রুটির শেণীবিভাগ
    পার্থক্য
  • কারণ দর্শাও
  • কি হয় যখন …
  • সংজ্ঞা ও উদাহরণ
  • কলয়েড তৈরির পদ্ধতি, কলয়েড পৃথকীকরণের পদ্ধতি

[এই লেখার প্রথম পর্ব পড়ুন]

এই অংশের প্রস্তুতির জন্য দরকার প্রচুর অঙ্ক অভ্যাস করা এবং বিভিন্ন সূত্রের ডেরিভেশন অভ্যাস করা। পদার্থের কঠিন অবস্থা ও পৃষ্ঠতলের রসায়ন থেকে সংজ্ঞা, ব্যতিক্রম, উদাহরণ, পার্থক্য, শ্রেণীবিভাগ ইত্যাদি প্রশ্ন আসার সম্ভবনা থাকে। বাকি তিনটি অধ্যায় থেকে গ্রাফ, অঙ্ক এবং কনসেপ্ট মূলক প্রচুর প্রশ্ন অভ্যাস করতে হবে।

এর পর অজৈব রসায়ন।

এই অংশটিও সমান গুরুত্বপূর্ণ। মোট 4 টি অধ্যায় আছে, p-ব্লক, d ও f- ব্লক, ধাতুবিদ্যা এবং জটিল যৌগ। গত তিন বছরে 3 টি বহুবিকল্পমূলক (মাল্টিপল চয়েস ), 1টি 1 নম্বরের অতিসংক্ষিপ্ত প্রশ্ন, 2টি সংক্ষিপ্ত 2 নম্বরের প্রশ্ন, 2টি প্রশ্ন 3 নম্বর করে 1টি 5 নম্বরের প্রশ্ন (বিকল্প ছাড়া) এসেছে।

যে ধরণের প্রশ্ন আসে তারা হলো

  • জটিল যৌগের নামকরণ
  • জটিল যৌগের সমবয়বতা
  • জটিল যৌগের CFSE
  • জটিল যৌগের চৌম্বকত্ব
  • Lanthanoid And Actinides সংকোচন ও পর্যায়বৃত্তিও ধর্ম
  • কি হয় বর্ণনা করো
  • সমীকরণ লেখা
  • কারণ দর্শাও
  • K2Cr2O7, KMnO4, Xenon যৌগ, Interhalogen যৌগ, Oxides and Oxyacids of Cl, S, P and N এর গড়ন অঙ্কন ও তাদের hybridization
  • ধাতুর Concentration, Oxidation, Reduction and Refining: পদ্ধতি ও উদাহরণ
    Fe, Cu, Al, Na, Zn ধাতুর নিষ্কাশন


ধাতুর রসায়নের জন্য ICSE দশম শ্রেণীর “Metallurgy” অধ্যায়টি অত্যন্ত সহায়ক। ধাতুনিষ্কাশনের বিভিন্ন ধাপগুলির বিভিন্ন পদ্ধতি যন্ত্রের ছবি দেখে পড়তে পারলে ভালো মনে থাকে। concentration, বিজারণ ও ধাতু purification পদ্ধতি থেকে ছোট প্রশ্ন আসে। এছাড়াও এই অধ্যায় থেকে সমীকরণ, কারণ দর্শানো এবং observation মূলক প্রশ্ন ও আসতে পারে। জটিল যৌগের অধ্যায়ে বিভিন্ন সংজ্ঞা, উদাহরণ এবং সমাবয়বতা থেকে বাধ্যতামূলক প্রশ্ন আসেই। এছাড়াও নামকরণ, চৌম্বক ধর্ম ও জটিল আয়নের স্থায়িত্ব সংক্রান্ত (CFSE ও VBT) প্রশ্ন আসার সম্ভবনা থাকে।

d ও f- ব্লক থেকে কারণ দর্শানো প্রশ্ন অভ্যাস, এছাড়া তাদের পর্যায়বৃত্তীয় ধর্মাবলী সংক্রান্ত প্রশ্ন, সমীকরণ লেখা, স্ট্রাকচার আঁকা অভ্যাসের বিষয়। সমীকরণের বাঁ দিক থেকে ডান দিক লিখতে পারা, রিএজেন্ট ভেঙে জারক, বিজারক, অম্ল ও ক্ষারধর্মী মূলক বা রাসায়নিককে চেনা, মুক্ত মূলক ও আয়নীয় বিক্রিয়ার প্রভেদ করা অজৈব রসায়নের প্রাণভোমরা। p-ব্লকের ক্ষেত্রেও একই ব্যাপার খাটছে। যৌগসমূহ থেকে অবসারভেশনধর্মী ধরণের প্রশ্নগুলি লক্ষ্যণীয়।

পরবর্তী পর্ব অন্তিম পর্ব। তাতে থাকছে জৈব রসায়ন ও ব্যবহারিক রসায়নের কথা।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –