bayur-khoy-kaaj
প্রশ্ন-উত্তর

বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ

এই প্রশ্ন-উত্তর পর্বটি দশম শ্রেণির ভুগোল বিভাগের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের বায়ুর কাজের ধারণা আলোচনার অন্তর্গত

বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ

বায়ু ক্ষয়কার্যের দ্বারা মূলত যে সব ভূমিরূপ গঠন করে সেগুলি নীচে আলোচিত হলঃ

গৌর

মরু অঞ্চলের বিভিন্ন স্থানে ভূমির সমান্তরালে মাটি থেকে প্রায় 2 মিটারের মধ্যে অধিক পরিমাণে বালুকণা থাকায়, এই অঞ্চলে বায়ুর প্রবাহে অধিক ক্ষয় হয়। এই রকম ক্ষেত্রে অনেক সময় বালি স্তুপের ওপরের অংশ ব্যাঙের ছাতার মত প্রশস্ত ও নীচের অংশ অধিক ক্ষয়ের ফলে অপেক্ষাকৃত সরু হয়, এই রূপ ভূমিরূপকে গৌর বলে।

gour

ব্যাঙের ছাতার মত হওয়ায় এরা মাশরুম রক নামে পরিচিত।

জুগ্যান বা জিউগেন

মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলা অনুভূমিক ভাবে অবস্থান করলে বায়ুপ্রবাহের প্রভাবে কঠিন শিলার ফাটল বরাবর বায়ু বেশি ক্ষয় করে এবং কঠিন শিলার নীচে থাকা কোমল শিলাস্তর বেশি ক্ষয় প্রাপ্ত হয় ও কঠিন শিলাংশটি খাঁড়াভাবে থাকে। এই ভূমিরূপকেই জুগ্যান বলে।

জিউগেন

ইয়ার্দাং

কঠিন ও কোমল শিলাস্তর উল্লম্বভাবে অবস্থান করলে বায়ুর প্রভাবে কোমল শিলা বেশি ও কঠিন শিলাস্তর কম ক্ষয় প্রাপ্ত হয়, এবং এর ফলে কঠিন শিলাগুলি প্রাচীরের ন্যায় অবস্থান করে ও কোমল শিলাস্তরে খাতের সৃষ্টি হয়, একে ইয়ার্দাং বলে। তুর্কি অঞ্চলে মরুস্থানে এই ধরণের ভূমিরুপ দেখা যায়।

ইয়ার্দাং

ইনসেলবার্জ

শুস্ক মরু অঞ্চলে অতি তীব্র বায়ু প্রবাহের ফলে বায়ু প্রবাহের সম্মুখে অবস্থিত কোন কঠিন শিলা দ্বারা গঠিত টিলা অবস্থান করলে, তার গাত্র বায়ু প্রবাহের দাপটে ক্ষয়প্রাপ্ত হয়ে মসৃণ হয়ে পড়ে। তাই এই ধরণের অনুচ্চ মসৃণ টিলাগুলিকে ইনসেলবার্জ বলে। কালাহারি মরু অঞ্চলে এই ধরণের ভূমিরূপ দেখা যায়।

ইনসেলবার্জ


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –