what-is-isotone-in-bengali
প্রশ্ন-উত্তর

আইসোটোন কাকে বলে?

আইসোটোন (Isotone) কাকে বলে?

যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু বাকি সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, তাদের আইসোটোন বলে।

নিউট্রন সংখ্যা নির্ধারিত হয় ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা বাদ দিয়ে। এরা  দুটি ভিন্ন মৌল হয় আর তাই এদের ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হয়।

মনে রাখার জন্যঃ আইসোটোণের নিউট্রন সংখ্যা সমান থাকে এটা মনে রাখার সুবিধার জন্য নিউট্রন ও আইসোটোনে দুটোতেই ‘ন’ আছে, এই মিলটি মনে রাখা যেতে পারে।


[আরো পড়ুন – আইসোটোপ (Isotope) কাকে বলে?]

দুটি আইসোটোনের উদাহরণ

  • 3919K and 4020Ca
  •  2713Al and 2814Si

3919K এর পরমাণু ক্রমাঙ্ক 19 ও ভরসংখ্যা 39 অর্থাৎ 3919K এ 19টি প্রোটন ও 20টি নিউট্রন আছে।

অপরদিকে 4020Ca এর পরমাণু ক্রমাঙ্ক 20 ও ভরসংখ্যা 40 অর্থাৎ 4020Ca এ 20টি প্রোটন ও 20টি নিউট্রন আছে। যেহেতু এদের নিউট্রন সংখ্যা সমান তাই এরা আইসোটোন।

ঠিক একইভাবে 2713Al এবং 2814Si এর উদাহরণটিও দেখা যেতে পারে। 2713Al এর পরমাণু ক্রমাঙ্ক 13 ও ভরসংখ্যা 27, অর্থাৎ 2713Al এ 13টি প্রোটন ও 14টি নিউট্রন আছে। অপরদিকে 2814Si এর পরমাণু ক্রমাঙ্ক 14 ও ভরসংখ্যা 28 অর্থাৎ 2814Si এ 14টি প্রোটন ও 14টি নিউট্রন আছে অর্থাৎ এরাও আইসোটোন।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –

One Reply to “আইসোটোন কাকে বলে?

Comments are closed.