what-is-isobar-in-bengali
প্রশ্ন-উত্তর

আইসোবার কাকে বলে?আইসোবার (Isobar) কাকে বলে?

যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু বাকি সংখ্যা ভিন্ন ভিন্ন হয় তাদের আইসোবার বলে।

নিউট্রন ও প্রোটন সংখ্যা একযোগে ভরসংখ্যা হিসাবে আত্মপ্রকাশ করে। দুটি আইসোবার আলাদা মৌল হলেও, এদের ভর সমান কিন্তু বাকি ধর্ম আলাদা।

মনে রাখার জন্যঃ দুটি আইসোবারের ভর সংখ্যা সমান হয়, এটা মনে রাখার সুবিধার জন্য বার আর ভর এই দুটি শব্দের মিল মনে রাখা যেতে পারে।


আরো পড়ুন – আইসোইলেকট্রনিক কাকে বলে?

দুটি আইসোবারের উদাহরণ দাও

  • 4018Ar and 4020Ca
  • 20983Bi and 20984Po

4018Ar এর পরমাণু ক্রমাঙ্ক 18 ও ভরসংখ্যা 40। অপরদিকে 4020Ca এর পরমাণু ক্রমাঙ্ক 20 ও ভরসংখ্যা 40। যেহেতু এদের ভর সংখ্যা সমান তাই এরা আইসোবার।

ঠিক একই ভাবে 20983Bi এবং 20984Po এর উদাহরণটিও দেখা যেতে পারে। 20983Bi এর পরমাণু ক্রমাঙ্ক 83 ও ভরসংখ্যা 209। অপরদিকে 20984Po এর পরমাণু ক্রমাঙ্ক 84 ও ভরসংখ্যা 209, অর্থাৎ এরাও আইসোবার।

এই লেখাটি থেকে উপকৃত হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।এছাড়া,পড়াশোনা সংক্রান্ত যেকোনো বিষয়ের আলোচনায় সরাসরি অংশগ্রহন করতে যুক্ত হতে পারেন ‘লেখা-পড়া-শোনা’ ফেসবুক গ্রূপে। এই গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন এখানে।