শ্রেণি – দশম |বিষয়: গণিত । অধ্যায়: একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ (প্রথম পর্ব)
বাংলায় আমরা যাকে একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে চিনি; তার ইংরাজি নাম হল Quadratic Equation with One Variable।
একটি একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উদাহরণ হল x2+2x+1=0
‘Quad’ শব্দটির অর্থ হল ‘Square’ বা ‘দ্বিঘাত’। উপরের উদাহরণটিতে একটু লক্ষ্য করলেই বোঝা যাবে ‘x’ চলরাশিটির দ্বিঘাত বা Square নেওয়া হয়েছে। তাই এটি একটি Quadratic Equation বা দ্বিঘাত সমীকরণ।
এক্ষেত্রে ‘x’ একটি চল ব্যবহার করা হয়েছে তাই এটি একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।
একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে?
একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর সংজ্ঞা হিসাবে বলা যায়, যেসকল সমীকরণকে ax2+bx+c=0 আকারে প্রকাশ করা যায়, তাদের একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা যায়।এক্ষেত্রে a, b ও c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 হওয়া অবশ্যই প্রয়োজন।
উপরোক্ত উদাহরণটিতে a=1, b=2 এবং c=1, কিন্তু দ্বিঘাত সমীকরণ ax2+bx+c=0 আকারে নাও থাকতে পারে। একটা উদাহরণ দেখা যাকঃ
i) x (x+5)=204
এই সমীকরণটিকে সরলরূপে প্রকাশ করলে পাওয়া যায়
⇒ x2 + 5x = 204
⇒ x2+5x-204 = 0 (এটি একটি দ্বিঘাত সমীকরণ)
আবার, সব সমীকরণকে সরল আকারে প্রকাশ করলে সেটি দ্বিঘাত সমীকরণ নাও হতে পারে। একটি উদাহরণ দেখা যাকঃ
ii) (x+1) (x+3) – x (x+8)=9
⇒ x2 + x + 3x + 3 – x2– 8x = 9
⇒ – 4x + 3 = 9
⇒ -4x – 6 = 0
⇒ 4x – 6 = 0 (এটি কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়)
কেন শিখবো দ্বিঘাত সমীকরণ?
গনিতের বিভিন্ন শাখা থেকে শুরু করে ভৌতবিজ্ঞানের বিভিন্ন সমীকরণ সমাধানে দ্বিঘাত সমীকরণ জানার প্রয়োজনীয়তা আছে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে একটি বলকে যদি ছোড়া হয় সেটি যে পথে যাত্রা করবে তা সঠিক ভাবে জানতে দ্বিঘাত সমীকরণ জানার প্রয়োজন আছে। দেখা যাক কিভাবে!
বায়ুর রোধ অগ্রাহ্য করে, আমরা এই প্রশ্নটির সমাধান করবো। উল্লেখ্য t হল সময় এবং এর একক হল সেকেন্ড।
এবার সব তথ্যগুলো একত্রিত করা যাক।
i) 3 মিটার উচ্চ ভূমির উচ্চতা | 3 |
ii) বলটি উপরের দিকে প্রতি সেকেন্ডে14 মিটার যায়, অর্থাৎ বলটি t সময়ে যে পথ যায় – | 14t |
iii) মাধ্যাকর্ষণ শক্তি 9.8 মি/সে2 এর দ্বারা বলটি যে পথ অতিক্রম করে তা হলঃ
( ~ -5t2 |
-5t2 |
সুতরাং বলটি সমগ্রভাবে যে পথ অতিক্রম করে, তা হল –
h = 3 + 14t -5t2
বলটি যদি ভূমিতে এলে, h = 0 হবে। অর্থাৎ, যে সময় পরে বলটি ভূমিতে পড়বে তার জন্য উপযুক্ত দ্বিঘাত সমীকরণ হল 3 + 14t -5t2 = 0 ।
বিজ্ঞাপন
দ্বিঘাত সমীকরণ সমাধানের পদ্ধতি
তিনটি ভিন্ন প্রক্রিয়ায় দ্বিঘাত সমীকরণ সমাধান করা যেতে পারে।
- উৎপাদক বিশ্লেষণ প্রক্রিয়া দ্বারা
- সমীকরণকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে
- শ্রীধর আচার্য পদ্ধতি দ্বারা
আমরা প্রতিটি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
দশম শ্রেণির অন্য বিভাগগুলি – গণিত | জীবন বিজ্ঞান | ভৌতবিজ্ঞান
1) উৎপাদক বিশ্লেষণ প্রক্রিয়া দ্বারা দ্বিঘাত সমীকরণ সমাধানের পদ্ধতি
একটি উদাহরণ সহযোগে এই পদ্ধতিটির বর্ণনা দেওয়া হলঃ
6x2 – x – 2 = 0
⇒ 6x2– 4x + 3x – 2 = 0
⇒ 2x(3x-2) + 1(3x-2) = 0
⇒ (2x+1) (3x-2) = 0
সুতরাং, 2x+1 = 0
⇒ 2x = -1
⇒ x = –
অথবা, 3x – 2=0
⇒ 3x = 2
⇒x =
দশম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল
2) সমীকরণকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে দ্বিঘাত সমীকরণ সমাধানের পদ্ধতি
আবার, একটি উদাহরণ সহযোগে এই পদ্ধতিটি বোঝা যাক।
ধরা যাক সমীকরণটি হলঃ
x2 + 6x + 5 = 0
প্রথমে (1) নং পদ্ধতি দ্বারা উপরোক্ত সমীকরণটির সমাধান করে আমরা মান নির্ণয় করার চেষ্টা করি।
x2 + 5x + x + 5 = 0
⇒ x (x+5) + 1 (x+5) = 0
⇒ (x+5) (x+1) = 0
সুতরাং, x = -5 অথবা x = -1
এখন পূর্ণ বর্গাকারে প্রকাশ করে দেখা যাক কি মান আসে।
x2 + 6x + 5 = 0
⇒ x2 + 2.3x + 32 – 32 + 5 = 0
⇒ (x+3)2-4 =0
⇒ (x+3)2 =22
⇒ x+3 = ± 2
(+) চিহ ধরে পাইঃ x+3 = 2
⇒ x = 2 – 3
⇒ = -1
আবার, (-)চিহ ধরে পাইঃ x + 3 = -2
⇒ x = -2 -3
⇒ x = -5
সুতরাং উভয়ক্ষেত্রেই সমাধান পাওয়া গেল x = -1 এবং x = -5।
তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, পূর্ণ বর্গাকারে প্রকাশ করার পর ডান পক্ষে ঋণাত্মক সংখ্যা থাকলে সমীকরণটি সমাধান পাওয়া যাবে না অর্থাৎ সমীকরণ কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না।
একটি উদাহরণ দেখা যাকঃ
x2 + 6x + 13 = 0
⇒ x2 + 6x + 9 + 4 =0
⇒ (x+3)2 = – 4
⇒ x+3 = ± √-4
যেহেতু বাস্তব সংখ্যার বর্গ কখনই ঋণাত্মক হয় না। তাই উপরোক্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই।
পরবর্তী পর্ব → শ্রীধর আচার্যের সূত্র এবং তার প্রয়োগ
পর্ব সমাপ্ত।
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লেখক পরিচিতি
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এম ফিল পাঠরত রাতুল বিশ্বাস। ইতিহাসচর্চার পাশাপাশি লেখা-লিখিতেও সমান উৎসাহী রাতুল।
এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- Facebook Group – লেখা – পড়া – শোনা
dighat_somikorn_1