centrosome
Class-11

সেন্ট্রোজোম এবং সেন্ট্রোজোমের পরাণু গঠন

Biologyএকাদশ শ্রেনি – কোশ জীবনের মূল একক


এই পর্বে আমরা সেন্ট্রোজোম এবং সেন্ট্রোজোমের পরাণু গঠন নিয়ে আলোচনা করবো।

সেন্ট্রোজোম কাকে বলে?

সেন্ট্রোজোম হলো প্রাণীকোশের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকটে অবস্থিত পর্দাবিহীন অঙ্গাণু। এই কোশ অঙ্গাণু কোশ বিভাজনে অংশগ্রহনকারী বেমতন্তু গঠনে অংশগ্রহণ করে।

ওয়াল্টার ফ্লেমিং ও এডওয়ার্ড ভ্যান বেনেডিন প্রথম প্রাণীকোশে সেন্ট্রোজোমের উপস্থিতি পর্যবেক্ষণ করেন।

আরো পড়ো → উৎসেচকের কার্যপদ্ধতি

সেন্ট্রোজোমের পরাণু গঠন

সেন্ট্রোজোম তিনটি অংশ নিয়ে গঠিত। সেগুলি হলো —

a) কেন্দ্রে অবস্থিত সেন্ট্রিওল
b) কেন্দ্রের সাইটোপ্লাজমীয় অংশ বা কাইনোপ্লাজম এবং প্রান্তের সাইটোপ্লাজমীয় অংশ বা সেন্ট্রোস্ফিয়ার –
c) অ্যাস্ট্রাল রশ্মি –

এবার এক এক করে এই অংশ গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

a) কেন্দ্রে অবস্থিত সেন্ট্রিওল

এটি সেন্ট্রোজোমের কেন্দ্রীয় অংশে অবস্থিত পর্দাবিহীন, দু–মুখ খোলা নলাকৃতি বিশিষ্ট এক প্রকার অঙ্গাণু।প্রাণীকোশে সেন্ট্রোজোমের মধ্যে দুটি সেন্ট্রিওল থাকে। দুটি সেন্ট্রিওলকে একত্রে ডিপ্লোজোম বলে। উভয় সেন্ট্রিওল পরস্পরের সমকোণে অবস্থান করে।

বিজ্ঞানী ই. ভি বেনেডিন 1883 খ্রিঃ সেন্ট্রিওল আবিষ্কার করেন ও 1888 খ্রিঃ বিজ্ঞানী বোভেরী সেন্ট্রিওল নামকরণ করেন।


একাদশ শ্রেণি থেকে → Physics | Chemistry  | Biology | Computer

অন্য দুটি অংশ জানার আগে আমরা সেন্ট্রিওলের পরাণু গঠন জেনে নিই।

  • প্রতিটি সেন্ট্রিওলের প্রাচীর 9টি অণুনালিকা দ্বারা গঠিত।
  • প্রতিটি অণুনালিকা টিউবিউলিন প্রোটিন বিশিষ্ট 3টি করে মাইক্রোটিউবিউল যুক্ত ট্রিপ্লেট দ্বারা গঠিত।
  • বিজ্ঞানী থ্রেডগোল্ডের কার্টহুইল মডেল অনুসারে একটি সেন্ট্রিওলের প্রস্থচ্ছেদে যে গঠন পাওয়া যায় সেটি দেখতে লাগে অনেকটা গরুর গাড়ির চাকার মতন।
  • প্রতিটি ট্রিপ্লেটের ভিতর থেকে বাইরের দিকে মাইক্রোটিউবিউল গুলির নামকরণ করা হয় যথাক্রমে A, B, C হিসেবে। A ও C যুক্ত থাকে লিঙ্কার প্রোটিন দ্বারা।
  • চাকার কেন্দ্রের অংশকে হাব বলে। 9 টি অণুনালিকা ও কেন্দ্রীয় হাবের সজ্জারীতিকে (9+0) সজ্জারীতি বলে। হাব থেকে 9 টি দন্ডাকার অংশ নির্গত হয়ে ট্রিপ্লেটের A–এর সাথে যুক্ত হয়।
  • চাকার পরিধির দিকে 9 টি বাল্বের মতো স্ফীত অংশ থাকে। এটিকে পেরিসেন্ট্রিওলার স্যাটালাইট বলে। এগুলি কোশ বিভাজনের সময় সেন্ট্রিওলের ডুপ্লিকেশনে সহায়তা করে।

b) কেন্দ্রের সাইটোপ্লাজমীয় অংশ বা কাইনোপ্লাজম এবং প্রান্তের সাইটোপ্লাজমীয় অংশ বা সেন্ট্রোস্ফিয়ার

এটি সেন্ট্রোজোমের সাইটোপ্লাজমীয় অংশ। যার মধ্যে সেন্ট্রিওল দুটি অবস্থান করে।

অ্যাস্ট্রাল রশ্মি

সেন্ট্রোস্ফিয়ার থেকে নির্গত হয় মাইক্রোটিবিউল দ্বারা গঠিত তারকাকার অংশ যা পেরিসেন্ট্রিওলার অংশ থেকে নির্গত হয়। কোশ বিভাজনের আগে এবং বিভাজন চলাকালীন এদের দেখা যায়।

সেন্ট্রোজোমের পরাণু গঠন তো জানলাম এবার আমরা দেখে নিই সেন্ট্রোজোম আর সেন্ট্রিওলের কাজ-

সেন্ট্রোজোমের কাজ

সেন্ট্রোজোম প্রাণীকোশ বিভাজনের সময় বেম তন্তু বা স্পিন্ডাল ফাইবার গঠন করে। এছাড়া মাইক্রোটিবিউলিন নামক প্রোটিন গঠন করে।


একাদশ শ্রেণি থেকে → বাংলা | ইংরাজি

সেন্ট্রিওলের কাজ

  • প্রাণীকোশ বিভাজনকালে বেম তন্তু গঠন করে।
  • কোশ বিভাজনের শেষের দিকে ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সহায়তা করে।
  • সিলিয়া ও ফ্ল্যাজেলা যুক্ত কোশে সিলিয়া ও ফ্ল্যাজেলা গঠনে সহায়তা করে।
  • শুক্রাণুর পুচ্ছ গঠন করে।

পর্ব সমাপ্ত। পরবর্তী পর্ব → উৎসেচকের শ্রেণিবিভাগ


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –