শ্রেণি – নবম | বিষয়: গণিত । অধ্যায়: স্থানাঙ্ক জ্যামিতি (দূরত্ব নির্ণয়)
আগের পর্বে আমরা জেনেছি স্থানাঙ্ক জ্যামিতি : দূরত্ব নির্ণয় সম্পর্কে। এই পর্বে আমরা স্থানাঙ্ক জ্যামিতি : দূরত্ব নির্ণয় অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান বুঝে নেব।
1) (7, 0) এর (2, -12) বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় কর।
সমাধান, এখানে
∴
এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব
নবম শ্রেণির অন্য বিভাগগুলি – গণিত | জীবনবিজ্ঞান | ভৌতবিজ্ঞান
একক
উত্তরঃ বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 13 একক।
2) প্রমাণ কর, O(0, 0), A(4, 3) এবং B(8, 6) বিন্দু তিনটি সমরেখ।
সমাধান, O = (0, 0)
A = (4, 3) এবং B = (8, 6)
যদি OA + AB = OB হয় তবেই বিন্দু তিনটি সমরেখ হবে।
OA
একক
AB
নবম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল
একক
OB
একক
অর্থাৎ OA + AB = 5 + 5 = 10 একক = OB
∴ O(0, 0), A(4, 3) এবং B(8, 6) বিন্দু তিনটি সমরেখ। [প্রমাণিত]
3) দেখাও যে, (2, -2), (8, 4), (5, 7) এবং (-1, 1) বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু।
সমাধান, ধরি, A = (2, -2)
B = (8, 4)
C = (5, 7)
D = (-1, 1)
AB
BC
CD
DA
আমরা জানি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল হয়।
অর্থাৎ AB = CD =
এবং BC = DA =
∴ A
∴ (2, -2), (8, 4), (5, 7) এবং (-1, 1) আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। [প্রমাণিত]
সমাপ্ত।
লেখিকা পরিচিতি
শ্রীরামপুর কলেজের প্রাক্তনী সুরভী ঘোষ গণিতে স্নাতকোত্তর। গণিত চর্চার পাশাপাশি সুরভী বই পড়তে, গান শুনতে এবং গাইতে ভালোবাসেন।
এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –
- ফলো করো – WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- Facebook Group – লেখা – পড়া – শোনা
IX_M_4b