ইতিহাস– নবম শ্রেণি – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (তৃতীয় পর্ব)
গত পর্বে আমরা অপারেশন বারবারোসা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এই পর্বে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আলোচনা করবো।
প্রথম বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষতার নীতি গ্রহণ করে। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বিরত ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে।
ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি
জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। মার্কিন সরকার এই যুদ্ধে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলনা, তবে মার্কিন জনমত গণতন্ত্রের পক্ষে ছিল। তাই মার্কিন আইন সংশোধন করে পশ্চিমী গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে সাহায্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই নীতি মেনে গণতান্ত্রিক দেশগুলিকে অর্থের বিনিময়ে অস্ত্রসহ অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। এই নীতি ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নামে পরিচিত ছিল।
জার্মানির আগ্রাসনে চিন্তিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক এবং কূটনৈতিক কার্যকলাপ বৃদ্ধি করে। এই সময়ে ২১ থেকে ৩১ বছর বয়সী নাগরিকদের জন্য বাধ্যতামূলক সামরিক শিক্ষা চালু হয়। কানাডা এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মূলক চুক্তি হয়।
নবম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল
লেন্ড লিজ আইন
১৯৪১ খ্রিষ্টাব্দে মার্কিন কংগ্রেসে মিত্রশক্তিকে সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই নীতি লেন্ড লিজ আইন নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়, এবং জার্মান সাবমেরিন মার্কিন বাণিজ্যিক জাহাজগুলিকে আক্রমণ করতে শুরু করে।
মার্কিন যুক্তরাষ্ট্র এই আক্রমণের ফলে ক্ষুব্ধ হয় এবং জার্মান সাবমেরিন ও যুদ্ধ জাহাজ দেখামাত্র গুলি করার আদেশ দেয়। এই সময় থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে।
জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র
অক্ষশক্তির অন্যতম সদস্য জাপান পূর্বভারতীয় দ্বীপপুঞ্জে তাদের সামরিক কার্যকলাপ বৃদ্ধি করে, এর ফলে মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ হয়। জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দ্বৈত শুরু হলে, জাপানী যুদ্ধ বিমান মার্কিন নৌঘাটি পার্ল হারবারে অতর্কিতে হামলা চালায় এবং জাপান আমেরিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
এরপর মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রশক্তির হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। মার্কিন সেনাপতি আইজেনহাওয়ার মিত্রশক্তির সেনাপতি নির্বাচিত হন।
নবম শ্রেণির অন্য বিভাগগুলি – গণিত | জীবন বিজ্ঞান | ভৌতবিজ্ঞান
প্রাথমিকভাবে মিত্রজোট ইতালি আক্রমণ করে এবং দখল নেয়। ১৯৪৪ খ্রিস্টাব্দে মিত্রপক্ষীয় সেনা ফ্রান্সে অবতরণ করে এবং অক্ষশক্তির থেকে ফ্রান্সকে মুক্ত করে।
মিত্রশক্তির প্রবল চাপের মুখে জার্মান প্রধান আত্মহত্যা করেন এবং জার্মানি বিনা শর্তে আত্মসমর্পণে বাধ্য হয়।
১৯৪৫ খ্রিস্টাব্দের ৬ই আগস্ট আমেরিকা জাপানের হিরোসিমা শহরে এবং ৯ই আগস্ট নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণ করে।
১৯৪৫ খ্রিষ্টাব্দের ২রা সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করলে এই রক্তাক্ষয়ী যুদ্ধের অবসান হয়।
তৃতীয় পর্ব সমাপ্ত। পরবর্তী পর্ব → দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তার প্রভাব
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –
-
- ফলো করো – WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- Facebook Group – লেখা – পড়া – শোনা
IX-His-6-c