ditio biswa juddho o tar provab copy
WB-Class-9

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তার প্রভাব । দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর

ইতিহাসনবম শ্রেণি – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (চতুর্থ পর্ব)

১৯৪৫ খ্রিষ্টাব্দের ২রা সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, এই রক্তাক্ষয়ী যুদ্ধে আনুমানিক 7 – 8.5 মানুষের প্রাণহানী হয়েছিল। যুদ্ধ শেষ হলেও বিশ্ব রাজনীতিতে এর প্রভাব ছিল সুদূর প্রসারি।

প্রথমত, আমেরিকা এবং সোভিয়েত রাশিয়া মতাদর্শগতভাবে দুটি ভিন্ন মেরুর দেশ হলেও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই দুটি দেশ একত্রিত হয়েছিল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এই দুটি দেশের মিত্রতামূলক সম্পর্কের অবসান ঘটে। শুধু তাই নয়, বিশ্বযুদ্ধের শেষে অধিকাংশ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র অথবা সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোটে ভাগ হয়ে যায়। এই দুটি দেশের মধ্যে কুটনৈতিক সম্পর্কের অবনতি হয়, দুই দেশের মধ্যেকার এই লড়াই ঠাণ্ডা লড়াই নামে পরিচিত।

দ্বিতীয়ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তির অবসান হয় । বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ঔপনিবেশিক ইউরোপীয় শক্তিসমূহ একে একে তাদের উপনিবেশগুলিকে স্বাধীনতা দিতে শুরু করে। বার্মা, শ্রীলংকা, ভিয়েতনাম, লাওস, ভারত-সহ বহুদেশ স্বাধীনতা লাভ করে।

তৃতীয়ত, প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘ তৈরি হয়েছিল। ঠিক একই রকমভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং রাশিয়ার উদ্যোগে এটি গড়ে ওঠে।

যুধাস্ত্রের প্রকৌশলগত পরিবর্তন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রে যুধাস্ত্রের প্রকৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথম বিশ্বযুদ্ধের তুলনায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত যুধাস্ত্রের কার্যকারিতা বহুগুন বেশি ছিল। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, সহজে ব্যবহারযোগ্য সামরিক সরঞ্জাম, ডুবো জাহাজ প্রতিরোধী মিসাইল, রাডার ব্যবস্থা ইত্যাদি যন্ত্র যুদ্ধের বীভৎসতা বৃদ্ধি করে।


নবম শ্রেণির অন্য বিভাগগুলিগণিত | জীবন বিজ্ঞান | ভৌতবিজ্ঞান

এই বিশ্বযুদ্ধে সামরিক বিমান ব্যবহার বৃদ্ধি পায় এবং কিছুক্ষেত্রে সামরিক বিমান যুদ্ধের নির্নায়ক ক্ষমতা নিয়ে ছিল। যেমন উদাহরণ হিসাবে বলা যায়, জার্মানির ইংল্যান্ড আক্রমণের সময়ে জার্মানির V2 রকেটগুলি ইংল্যান্ডের যথেষ্ট ক্ষতিসাধন করেছিল।

তবে এই বিশ্বযুদ্ধের সর্বাপেক্ষা ভয়ংকর এবং বিধ্বংসী অস্ত্র ছিল পরমাণু বোমা, আমেরিকা জাপানের উপর দুটি পরমাণু বোমা নিক্ষেপ করেছিল। এই ভয়াবহ মারনঅস্ত্রের প্রয়োগে জাপানের দুটি শহর নিশ্চিন্হ হয়ে যায়।


নবম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল

উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ

জাতীয়তাবাদ সম্পর্কে আমরা পূর্বেই পরিচিত হয়েছি। এই জাতীয়তাবাদ যখন কোন জাতির জাত্যাভিমানে পরিণত হয়, তখন তা উগ্র জাতীয়তাবাদের রূপ নেয়। উগ্র জাতীয়তাবাদের ফলে কোনো জাতি নিজ জাতি ভিন্ন অন্য সকল জাতিকে হেয় করে। দুটি বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল এই উগ্র জাতীয়তাবাদ।

জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম মনে করতে জার্মান টিউটনিক জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এবং তিনি স্বপ্ন দেখতেন এই জাতি একদিন গোটা পৃথিবী শাসন করবে। তার এই ভাবনায় প্রথম বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। একই রকম ভাবে জার্মান রাষ্ট্র প্রধান সারা বিশ্বে জার্মান জাতির আধিপত্য কায়েম করতে চেয়েছিলেন এবং মূলত তা থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়।

অপরদিকে আন্তর্জাতিকতাবাদ একটি এমন অণুভুতি তা বিশ্বকে সৌভ্রাতৃত্ব ভাবে উদীপ্ত করে। এই মতবাদে মানুষ নিজেকে নিজ দেশের উর্ধে গিয়ে নিজেকে বিশ্বনাগরিক বলে মনে করে।

অন্তিম পর্ব।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –

IX-His-6-d