ইংরাজি– দশম শ্রেণি – The cat (দ্য ক্যাট)
দ্য ক্যাট- এর লেখক পরিচিতি
অ্যান্ড্রু বারটন প্যাটারসন হলেন অস্ট্রেলিয়ার একজন বিশিষ্ট সাংবাদিক ও লেখক। তিনি অরেঞ্জ শহরে ১৮৬৪ খ্রিঃ ১৭ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজ্ঞ ছিলেন। তিনি বহু উপন্যাস ছোটোগল্পসমগ্র প্রভৃতি রচনা করেছেন। তাদের মধ্যে কিছু বিশেষ উল্লেখযোগ্য হল “অ্যান আউটব্রেক ম্যারেজ”, “দ্য শেয়ারারস কল্ট”, “থ্রি এলিফ্যান্ট পাওয়ার অ্যান্ড আদার স্টোরিস” ইত্যাদি। শিশু সাহিত্যে তার উল্লেখযোগ্য রচনা “দ্য অ্যানিম্যাল নোয়াহ ফরগট”। এই বহুমুখী প্রতিভার অধিকারী ১৯৪১ সালের ৫ই ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই পাঠ্যাংশে লেখক বিড়ালদের কিছু অনন্য চারিত্রিক বৈশিষ্টের সাথে আমাদের পরিচয় করিয়েছেন। একটি বিড়ালের সারাদিনের রুটিন গল্পে বর্ণিত হয়েছে।
English summary of Unit 1 (The cat)
Most of the people think that the cat is an animal with a little intelligence. They love to spend their leisure in amenities and comfort. They do not want to take care of anything except milk and mice, the most favourite foods of the cat. But the cat possesses more character than the human being. They get most of the satisfaction from their lives. Whether it is a female or a male, both of them are a really good athlete, gymnast, and a marvellous fighter.
Throughout the days, a cat walks into the rooms lazily, those take all the things very easily, the cats are becoming the reasons for irritation by attracting the attention of the people in the house. Sometimes to get rid of boredom the cat looks into the holes of mice for an hour or two hours to pass its time. People think and get their ideas about a cat, that a cat does all those things throughout its life. But someone needs to stare or watch them as the shades of evening fall. So that person will have the actual idea about the character of a cat. He will understand what kind of personality a cat holds.
দ্য ক্যাটের ইউনিট ১ এর বাংলা সারসংক্ষেপ
বিড়ালকে মানুষ ক্ষুদ্র বুদ্ধিসম্পন্ন জীব মনে করে। তারা আরামপ্রিয় ও উদাসিনভাবেই তাদের অবসর কাটাতে ভালবাসে। তাদের পছন্দের খাবার হল দুধ ও ইঁদুর, এর বাইরে তাদের বিশেষ কিছু চাহিদাও নেই। কিন্তু আমরা অনেকেই জানিনা একটা বিড়ালের মধ্যে একটা মানুষের থেকেও অনেক বেশি চারিত্রিক বৈচিত্র্যতা থাকে।তারা গোটা জীবনে, জীবনের সকল স্বাচ্ছন্দ্যকে ভোগ করে নেয়। মহিলা হোক বা পুরুষ, প্রত্যেকেই অত্যন্ত দক্ষমানের খেলোয়াড় জিমন্যাস্ট এবং যোদ্ধা।
গোটা দিন তারা অলসভাবে ঘরে হেঁটে চলে বেড়ালেও এরা অত্যন্ত মনোযোগপ্রিয় প্রাণী। বাড়িতে বিড়াল থাকলে তাদের এই বৈশিষ্ট্যের জন্য বাড়ির অন্যান্য সদস্যরা তিতিবিরক্ত হয়ে যান। মাঝে মাঝে তারা নিজেদের একঘেয়েমি কাটাতে ইঁদুরের গর্তের দিকে চোখ রেখে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেয়। মানুষের ধারণা বিড়াল সম্পর্কে এতোটুকুই। কিন্তু সত্যি তাদের চরিত্র বুঝতে তাদেরকে খুব মন দিয়ে পর্যবেক্ষণ করা প্রয়োজন। তবেই বিড়ালজাতির আসল প্রকৃতি বোঝা সম্ভব।
দশম শ্রেণির অন্য বিভাগগুলি – গণিত | জীবন বিজ্ঞান | ভৌতবিজ্ঞান
English summary of Unit 2 (The cat)
When a family sits down to have their tea a cat marks his presence to have its share. The cat purrs aloud and rubs itself against the legs of the members of the family. If a guest comes there, the cat tries to be very gentle in front of the guest because it knows the guest is given the best food. But sometimes instead of giving food, the guest inclines down and hurts the cat, says ” poor pussy! poor pussy!”. Then the cat gets tired of this kind of behaviour. The cat then raises its claws and in a quiet, firm manner the cat rakes in the leg of that guest. The guest then replies by sounding”Ow!” that the cat runs through its claws into the leg of the guest. The gladsome family then remarks that it is a sweet attitude of the cat. They also remark that the cat is very clever and the cat wants the guest to give some food from his/her plate. The guest wants to kick the cat out of the window but in the presence of the family, he/she dares to do that. With tears out of pain and fury, the guest tries to put a mask to be oohed and sort out a little fish from his/her plate and bows to place it.
The cat carefully receives it and by looking into the guest’s eyes it says to give the food for another time and the guest must not be too slow to make out it. Before eating the food the cat purrs as it wants to be in the safe distance from the boot of the guest.
দ্য ক্যাটের ইউনিট ২ এর বাংলা সারসংক্ষেপ
কোনো পরিবারের সকল সদস্য যখন চা পানের জন্য একত্রিত হয়, বাড়ির পোষা বিড়ালও ঐ খাবারের ভাগ পাওয়ার জন্য তার উপস্থিতি সকলের সামনে জানান দেয়। নিজের ম্যাও ম্যাও শব্দ ও বাড়ির প্রত্যেকের পায়ে গা ঘষা তার উপস্থিতি জানান দেওয়ার প্রধান অস্ত্র। বাড়িতে অতিথি এলে সে তার সামনে অত্যন্ত “নিরীহ ও ভদ্র” হয়ে ঘুরে বেড়ায়। কারণ এই বুদ্ধিমান প্রাণীটি জানে বাড়ির অতিথিকেই সবথেকে ভালো খাবারটি পরিবেশন করা হবে। আর যদি সে “নিতান্ত নিরীহ ভদ্র” হয়ে ঘুরে বেড়ায় তবে সেও সেই খাবারের ভাগ পাবে। কিন্তু মাঝে মাঝে অতিথি খাবার দেবার পরিবর্তে বিড়ালটিকে জ্বালাতন করে ফেলে। বিড়াল খাবারের পরিবর্তে এরকম আচরণ একদমই পছন্দ করেনা। সেও তাই খুব “ভদ্রভাবেই” অতিথির পায়ে তার নখের হালকা আঁচড় বসিয়ে দেয়। অতিথিও ভয় পেয়ে যায়। তখন বাড়ির বাকি সদস্যরাই বিড়ালটির “মিষ্টি” স্বভাব সম্পর্কে অতিথিকে জানায়। এবং বিড়ালের “মনের কথা” অর্থাৎ অতিথির পাতের একটু খাবারের ভাগই যে সে শুধুমাত্র চায় সে ব্যাপারেও তাকে তারা জানায়।
দশম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল
বিড়ালের এমন “ইচ্ছার” কথা শুনে তাকে লাথি মেরে মনে মনে জানলার বাইরে বের করে দেওয়ার ইচ্ছা হলেও বাড়ির সদস্যদের কারণে সেই অতিথি তা পারেনা, উলটে তাকেই বিড়ালের আঁচড়ের যন্ত্রণা সহ্য করে তার পাতের এক টুকরো মাছের ভাগ দিয়ে দিতে হয়। বিড়ালও সেই মাছের ভাগ নিতে নিতে আবারও পরের টুকরোটি পাবার আশাতেই যেন অতিথির দিকে তাকায়। অবশ্য বুদ্ধিমান বিড়ালটিও ম্যাও ম্যাও শব্দে অতিথির পায়ের বুটের থেকে নিজেকে নিরাপদ দুরত্বে সরিয়ে নিয়ে গিয়েই তার খাওয়া শুরু করে।
English summary of Unit 3 (The cat)
After finishing the tea when the family gathers around the fire, the cat casually goes out of that room.
According to a cat, its true-life begins from then.
The catwalks lazily and slowly in the backward. Jumps to the top of the haw and then drops gently to the other side. It paces across and jumps to the roof of an empty shed. Its movement becomes impetuous like a Panther. It looks attentively from side to side and moves without making any sound, because it has so many enemies like dogs and small boys with pebbles in hands. On top of the shed, the cat bends with its back and runs through its claws once or twice in the soft bark of the old roof.
The cat extends itself for sometimes to know if all its muscles are in the perfect working manner. Then it stoops down its head to its claws and tries to get connected with its lineage by calling them. Before passing too much time they come with a drifting and dignified manner. Now they are not the forbearing animals who before an hour were yowling for fish and milk. In comparison with human beings, cats get more from their lives and they have their sports also. As those are getting older, cats move to the suburban areas for playing sports. The backyards seem to be tiresome for us, but the cats make those backyards excellent hunting floors where they confront various courageous adventures that maybe the Knights of King Arthur had ever approached.
It is always said for the cats, that those like more the houses than the members living there. It is obvious that the cats do not want to leave their place where they have grown, because there they have friends, and they know every landmark there. Banished to a new place the cats need to know the geography of that place. If the family is moving from there to a new place and if the cat is allowed, then it loves to stay in the same house with the new lessee. The new lessee will be given the advantage to make the cat comfortable in their lives while the cat is enjoying its life according to its favourable style.
দ্য ক্যাটের ইউনিট ৩ এর বাংলা সারসংক্ষেপ
চা পান শেষ করে পরিবারের সকল সদস্যরা যখন আগুনের চুল্লির সামনে সমবেতও হয়, বিড়াল তখন সেই ঘর থেকে বেরিয়ে আসে। বিড়ালটির জীবনের প্রকৃত আমোদ প্রমোদ তখন শুরু হয়। বিড়ালটি কখনও অলসভাবে হাঁটে, আবার কখনও বাড়ির পিছনের উঠোনে ছুটে বেড়ায় কখনও আবার বাড়ির পাঁচিল টপকে অন্য দিকে লাফ মারে। আবার কখনও ছাদ থেকে কোন ফাঁকা খোলা কার্নিশে ঝাঁপ দেয়। কখনও চিতাবাঘের মতনই সে ক্ষিপ্র হয়ে যায়। বিড়াল খুব সন্তর্পণে চলা ফেরা করে কারণ তার শত্রুর অভাব নেই।কুকুরের গর্জন থেকে ছোটো ছেলেদের পাথরের আঘাত সবই তাকে সহ্য করতে হয়। কখনও কখনও এরা শরীরের পেশিগুলিকে সচল রাখতে তাদের দেহকে বিভিন্নভাবে প্রসারিত করে।
তাই বলা চলে শুধুমাত্র ম্যাও ম্যাও ডেকে দুধ আর মাছ পাওয়াই এদের একমাত্র কাজ না। আমরা যদি মানুষের সাথে তাদের জীবনকে তুলনা করি তাহলে বলা যাবে বিড়াল জীবনকে অনেক বেশি উপভোগ করে। তাদের নিজস্ব কিছু খেলা রয়েছে। একটু বয়স বাড়লে আসতে আসতে সে পাড়ার বিভিন্ন পরিত্যাক্ত স্থানে খেলে বেড়ায়। এই পরিত্যাক্ত স্থানগুলি আমাদের অপছন্দের হলেও, তা তারা শিকার করার এক দারুন স্থান হিসাবে ব্যবহার করে। তাই বলা যায় তারা বাড়ির সদস্যদের থেকেও অনেক বেশি বাড়িটাকে ভালবাসে।
তাই তারা ছোটো থেকে যেখানে বড় হয়েছে সেই স্থান ছেড়ে কোথাও যেতে পছন্দ করেনা। কারণ সেই জায়গায় তারা সবকিছুর সাথে ভীষনভাবে পরিচিত। তাদের সব বন্ধুও সেইখানেই। তাই হঠাৎ করে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে গেলে তারা বেশ সমস্যায় পড়ে। সেই স্থানকে তাদের ধীরে ধীরে বুঝতে হয়। যদি বাড়ির সকলে অন্যত্র চলে যায় এবং পোষা বিড়ালটির সেই পুরনো বাড়িতেই রেখে যায় সেক্ষেত্রে সে নতুন বাসিন্দাদের সাথে খুশি মনে থাকতে পছন্দ করে।নতুন বাসিন্দারা তাকে তাদের সাথে তাকে মানিয়ে নিলে, সেও নিজের মত করে তাদের সাথে খুশি থাকে।
Words to remember
Ease- (Pleasure, Amenities, Easement) আরাম; বিরাম; উদ্বেগহীন
Loaf- (Idling, Faineancy, Sloth) আলস্যে ক্ষেপণ করা
Pestered- (Irritated, Vexed, Harassed) উপপ্লুত
Purr-বিড়ালের ডাক
Stuck- (Run through, Gore, Puncture) বিদ্ধ করা
Rage- (Frenzy, Rabidity, Fury) প্রচন্ড ক্রোধ বা রাগ
Amused- (Oohed, Enjoyed, Entertained) আমোদিত
Springs-(Hop, Bound, Leap, Jump) লাফাইয়া তোলা
Fence- (Hurdle, Barrier) বেড়া
Trot- (Jog, Lope, Scamper) দুলকি চাল
পর্ব সমাপ্ত। পরবর্তী অধ্যায় → The Snail
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- Facebook Group – লেখা – পড়া – শোনা
X_The cat