brittostho-coturbhuj-songkranto-upopadyo-solution
Madhyamik

বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য অধ্যায়ের প্রয়োগ

গণিতদশম শ্রেণি – বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য


আমরা এর আগের পর্বে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য আলোচনা করেছি। এই পর্বে ঐ অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখে নেব।

1. ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে X বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম এবং মেপে দেখছি ∠XBC = 82° এবং ∠ADB = 47°; ∠BAC এর মান কত হবে?

সমাধান-
ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে X বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম।
∠XBC =82°, ∠ADB=47°
আমরা জানি, বহিঃস্থ কোণ = বিপরীত অন্তঃস্থ কোণ
∠XBC+∠ADC=82°
∠BDC= ∠ADC-∠ADB=82°-47°=35°
একই চাপ CB দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ ∠BDC এবং ∠BAC
সুতরাং, ∠BAC=∠BDC
বা, ∠BAC=35°
নির্ণেয় ∠BAC এর মান 35°

2. দুটি বৃত্ত পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে। P ও Q বিন্দুগামী দুটি সরলরেখা এটি বৃত্তকে যথাক্রমে A ও C এবং অপর বৃত্তকে যথাক্রমে B ও D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ কর যে, AC || BD।

প্রমাণ-
দুটি বৃত্ত পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে। P ও Q বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে A ও C এবং অপর বৃত্তকে যথাক্রমে B ও D বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ করতে হবে, AC ∥ BD
অঙ্কন- P, Q বিন্দুগুলি যুক্ত করা হল।
প্রমাণ- X কেন্দ্রীয় বৃত্তের ACQP বৃত্তস্থ চতুর্ভুজ।
∠ACQ+∠APQ=180° ………(i)
[বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180°]
Y কেন্দ্রীয় বৃত্তের PQDB বৃত্তস্থ চতুর্ভুজ
∠QDB+∠QPB=180° …….(ii)
(i) ও (ii) নং সমীকরণ থেকে পাই (i) + (ii)
∠ACQ+∠APQ+∠QDB+∠QPB=180°
বা, ∠ACQ+∠QDB+180°=360° [ ∠APQ+∠QPB=180°]
বা, ∠ACQ+∠QDB=360°-180°
বা, ∠ACQ+∠QDB=180°
আমরা জানি, যদি দুটি সরলরেখাকে অপর কোণ সরলরেখা ছেদ করে এবং ভেদকের একই পাশে অন্তঃস্থ কোণ যদি 180° হয় তবে সরলরেখা দুটি সমান্তরাল হবে।
সুতরাং, AC ∥ BD [প্রমাণিত]
3. মহিত একটি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু X বিন্দু দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছে যারা বৃত্তটিকে যথাক্রমে A, B বিন্দু ও C, D বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ কর যে, △XAC ও △XBD এর দুটি করে কোণ সমান।

প্রমাণ-
প্রদত্তঃ- ACDB বৃত্তস্থ চতুর্ভুজ। X হল বৃত্তের বহিঃস্থ বিন্দু।
প্রমাণ করতে হবে, △XAC ও △XBD এর দুটি করে কোণ সমান।
প্রমাণঃ- ACDB বৃত্তস্থ চতুর্ভুজ যার,
বহিঃস্থ কোণ ∠BDX = বিপরীত অন্তঃস্থ কোণ ∠CAB (∠CAX)
আবার, বহিঃস্থ কোণ ∠DBX = বিপরীত অন্তঃস্থ কোণ ∠ACD (∠ACX)
△XAC ও △XBD এর,
∠CAX =∠BDX
∠ACX = ∠DBX
সুতরাং, এটি প্রমাণিত যে, △XAC ও △XBD এর দুটি করে কোণ সমান।

4. △ABC ত্রিভুজের লম্ববিন্দু O; প্রমাণ কর যে O বিন্দুটি পাদত্রিভুজের অন্তকেন্দ্র।

প্রমাণ-
প্রদত্ত- △ABC এর লম্ববিন্দু O
প্রমাণ করতে হবে যে, O বিন্দুটি পাদত্রিভুজের অন্তঃকেন্দ্র।
অঙ্কন- D, E; E, F; F, D বিন্দুগুলি যুক্ত করা হল।
প্রমাণ- O বিন্দু △ABC এর লম্ববিন্দু।
আমরা জানি, সূক্ষ্মকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে
বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব পাদত্রিভুজের কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করে।
AD রেখা ∠FDE কে, BE রেখা ∠DEF কে ,
CF রেখা ∠EFD কে সমদ্বিখণ্ডিত করেছে।
△DEF এর কোণ তিনটির অন্তঃসমদ্বিখণ্ডকগুলি পরস্পর O বিন্দুতে মিলিত হয়েছে।
সুতরাং, O বিন্দু পাদত্রিভুজ △DEF এর অন্তঃকেন্দ্র। [প্রমাণিত]
সমাপ্ত।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –

X_M_10b