brittostho-kon-songkranto-upopadyo-proyog-somadhan
Madhyamik

বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য | গাণিতিক সমস্যার সমাধান

গণিতদশম শ্রেণি – বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য


1. প্রমাণ কর, একটি রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়।

প্রদত্ত- ABCD একটি রম্বস।
অঙ্কন- A, C ও B, D বিন্দু যুক্ত করা হল।
প্রমাণ- ABCD রম্বসের কর্ণ AC ও BD পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে।
∠AOB = ∠BOC = ∠COD = ∠DOA =90°
∠AOB =90°
AB কে ব্যাস করে যে বৃত্ত অঙ্কন করা হবে
সেটি O বিন্দুগামী হবে।
অনুরূপে, ∠BOC =90°,∠COD=90°
∠DOA=90°
BC, CD, DA কে ব্যাস করে যে বৃত্ত অঙ্কন করা হবে তারাও O বিন্দুগামী হবে।
সুতরাং, রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। [প্রমাণিত]

2. তিমির দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে। P বিন্দু দিয়ে দুটি সরলরেখা টানলাম যারা একটি বৃত্তকে A, B বিন্দুতে এবং অপর বৃত্তকে যথাক্রমে C, D বিন্দুতে ছেদ করল। প্রমাণ কর যে, ∠AQC = ∠BQD

প্রদত্ত- X ও Y কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে। P বিন্দু দিয়ে দুটি সরলরেখা X কেন্দ্রীয় বৃত্তকে A, B বিন্দুতে ছেদ করেছে। এবং y কেন্দ্রীয় বৃত্তকে C, D বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ করতে হবে, ∠AQC = ∠BQD
অঙ্কন- P, Q যুক্ত করা হল।
প্রমাণ- X কেন্দ্রীয় বৃত্তের PQ চাপের বৃত্তাংশস্থ ∠PAQ ও ∠PBQ
∠PAQ = ∠PBQ
বা, ∠CAQ = ∠DBQ ….(i)
Y কেন্দ্রীয় বৃত্তের PQ চাপের উপর বৃত্তাংশস্থ কোণ ∠PCQ ও ∠PDQ
∠PCQ = ∠PDQ
বা, ∠ACQ = ∠BDQ …..(ii)
∆AQC ও ∆BQD এর,
∠CAQ = ∠DBQ [(i) থেকে পাই]
∠ACQ = ∠BDQ [(ii) থেকে পাই]
সুতরাং, অবশিষ্ট কোণ ∠AQC = ∠BQD [ত্রিভুজের দুটি কোণ সমান হলে অবশিষ্ট কোণ ও সমান হবে] [প্রমাণিত]


দশম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল

3. AB ও CD একটি বৃত্তের দুটি ব্যাস। প্রমাণ কর যে, ACBD একটি আয়তাকার চিত্র।


প্রদত্ত- O কেন্দ্রীয় বৃত্তের AB এবং CD দুটি ব্যাস। অর্থাৎ, AB = CD
প্রমাণ করতে হবে, ACBD একটি আয়তকার চিত্র
প্রমাণ- AB = CD
সুতরাং, AO = OB = CO = OD [ব্যাসার্ধ]
ACBD চতুর্ভুজের কর্ণ AB ও CD , যা পরস্পরকে O বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে।
সুতরাং, ACBD একটি সামান্তরিক।
AB বৃত্তের ব্যাস, অর্ধবৃত্তস্থ কোণ ∠ADB=90°
আবার, CD বৃত্তের ব্যাস, অর্ধবৃত্তস্থ কোণ ∠CAD =90°
সুতরাং, ACBD সামান্তরিক একটি আয়তাকার চিত্র। [প্রমাণিত]

4. ∆ABC এর A বিন্দু থেকে BC বাহুর উপর অঙ্কিত লম্ব BC বাহুকে D বিন্দুতে এবং B বিন্দু থেকে CA বাহুর উপর অঙ্কিত লম্ব CA বাহুকে E বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে, A, B D, E বিন্দু চারটি সমবৃত্তস্থ।

প্রদত্ত- ∆ABC ত্রিভুজের AD⊥BC এবং BE⊥AC
প্রমাণ করতে হবে, A, B , D, E বিন্দু চারটি সমবৃত্তস্থ।
প্রমাণ- AD⊥BC এবং BE⊥CD
∠ADB = ∠AEB = 90°
আমরা জানি, দুটি বিন্দুর সংযোজক রেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে এই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে।
AB রেখাংশের একই পাশে D ও E বিন্দুতে উৎপন্ন ∠ADB ও ∠AEB
∠ADB = ∠AEB
সুতরাং, A, B, D, E সমবৃত্তস্থ। [প্রমাণিত]


দশম শ্রেণির অন্য বিভাগগুলিগণিত | জীবন বিজ্ঞান | ভৌতবিজ্ঞান

সমাপ্ত।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –

X_M_7b