সপুষ্পক উদ্ভিদের যৌন জনন
Madhyamik

সপুষ্পক উদ্ভিদের যৌন জনন | জীবনের প্রবহমানতা

জীবনবিজ্ঞানদশম শ্রেণি – সপুষ্পক উদ্ভিদের যৌন জনন [Sopuspok Udvider Jouno Jonon]

তোমরা যৌন জনন সম্পর্কে আগেই পড়েছো। এখন আমরা দেখব সপুষ্পক উদ্ভিদ কিভাবে যৌন জননের মাধ্যমে বংশবিস্তার করে। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে জনন অঙ্গ হল ফুল। ফুলের পুংকেশর হল পুং জনন অঙ্গ এবং গর্ভকেশর হল স্ত্রী জননাঙ্গ।


jump magazine smart note book


ফুলের গঠনগত অংশ (structural parts of a flower)

একটি সম্পূর্ণ ফুল অর্থাৎ যে সকল ফুলের চারটি স্তবক বর্তমান, তাকে সম্পূর্ণ ফুল (complete flower) বলে। যেমন – জবা, ধুতুরা ইত্যাদি।

ফুলের এই চারটি স্তবক হল যথাক্রমে – বৃতি (calyx), দলমন্ডল (corolla), পুংকেশর চক্র বা পুং স্তবক (androecium) এবং গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবক (gynoecium)। এই চারটি স্তবক যে স্ফীত অংশের ওপর সজ্জিত থাকে, তাকে পুষ্পাক্ষ (thalamus) বলে।

adorsho-fuler-bivinno-ongso

এই চারটি স্তবকের মধ্যে বৃতি এবং দলমন্ডল জননে অংশগ্রহণ করে না, কিন্তু জননে অংশগ্রহণকারী অঙ্গ (পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র) গুলিকে রক্ষা করে তাই এদের সাহায্যকারী স্তবক বলে।

অপরদিকে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র জননে অংশগ্রহণ করে বলে, এদের জনন স্তবক বলে।

a) বৃতি (calyx)

এটি ফুলের একেবারে বাইরের অংশ, এটি সবুজ বর্ণের হয়। ফলে এটি সালোকসংশ্লেষে সক্ষম। এটি পুষ্পাক্ষের সঙ্গে যুক্ত থাকে। বৃতির প্রতিটি অংশকে বৃত্যাংশ (Sepals) বলে। বেশিরভাগ ফুলে 5 টি বৃত্যংশ থাকে। অনেক সময় বৃতির নিচের দিকে উপবৃতি থাকে। যেমন – জবা ফুল।

b) দলমন্ডল (Corolla)

এটি ফুলের দ্বিতীয় স্তবক, যা বৃতির ভিতরের দিকে অবস্থিত থাকে। ফুলের সবচেয়ে উজ্জ্বল বর্ণের অংশ হল এই দলমন্ডল। দলমন্ডলের এক একটি অংশকে দল বা পাপড়ি (petals) বলে। যেমন – জবা ফুলের পাঁচটি পাপড়ি মুক্তভাবে থাকে।


দশম শ্রেণির অন্যান্য বিভাগগুলি পড়ুন –ভৌতবিজ্ঞান | গণিত | জীবনবিজ্ঞান

c) পুংকেশর চক্র বা পুং স্তবক (androecium)

এটি ফুলের তৃতীয় স্তবক এবং একাধিক পুংকেশর নিয়ে গঠিত। এটি দলমন্ডলের ভিতরে অবস্থিত একটি জনন স্তবক। পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর (stamen) বলে। এটি ফুলের পুং জনন অঙ্গ। প্রতিটি পুংকেশর দুটি অংশ নিয়ে গঠিত যথা – ক) পুংদন্ড (Filament) এবং খ) পরাগধানী (Anther)।


দশম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল

jump magazine smart note book


d) গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবক (gynoecium)

পুংকেশরের ভিতরের দিকে অবস্থিত যৌন জননে অংশ গ্রহণকারী ফুলের স্ত্রী জনন অঙ্গটি হল গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবক। স্ত্রীস্তবকের প্রতিটি একক অংশকে গর্ভপত্র (carpel) বা গর্ভকেশর (pistil) বলে। প্রতিটি গর্ভপত্র তিনটি অংশ নিয়ে গঠিত। যথা – ক) গর্ভমুণ্ড (Stigma) খ) গর্ভদন্ড (style) গ) গর্ভাশয় বা ডিম্বাশয় (ovary)।

পর্ব সমাপ্ত। পরবর্তী পর্ব → বৃদ্ধি ও বিকাশ


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –

X-Lsc-2d