শ্রেণি- দশম | বিষয় – ভৌতবিজ্ঞান | অধ্যায়: চলতড়িৎ (সপ্তম পর্ব)
আমরা জেনেছি যে লেঞ্জের সূত্র ব্যবহার করেই তড়িৎ শক্তি উৎপন্ন করা হয় এবং যে যন্ত্র তড়িৎ উৎপন্ন করে, তাকে বলা হয় জেনারেটার।
জেনারেটারের (Generator) কার্যপ্রণালী
তড়িৎ উৎপাদনের জন্য জেনারেটরের একটি রেখাচিত্র উপরে দেখানো হয়েছে।
এটি মূলত তিনটি অংশ দ্বারা নির্মিত।
প্রথম অংশ: দুটি শক্তিশালী স্থায়ী চুম্বক
দ্বিতীয় অংশ: একটি কাঁচা লোহার দণ্ড (soft iron core) যার উপর জড়ানো থাকে পরিবাহী তারের কুণ্ডলী
তৃতীয় অংশ: দুটি স্লিপ রিং (R1, R2) সহ দুটি ব্রাশ (B1, B2)।
দশম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল
এখন চুম্বক দুটিকে পরস্পরের বিপরীতমুখী করে বসানো আছে অর্থাৎ একটি চুম্বকের উত্তর মেরু (N) অপর চুম্বকটির দক্ষিণ মেরুর (S) অভিমুখী হয়।
এই দুটি চুম্বকের মাঝে ঐ কাঁচালোহার দন্ডটিকে ঘোরানো হয়। এই ঘূর্ণনের ফলে লেঞ্জের সূত্রানুযায়ী তড়িৎ আবিষ্ট হয়। কাঁচালোহার দন্ডের সঙ্গে পরিবাহী তার জড়ানো থাকায় আবিষ্ট তড়িৎ, ঐ তার এবং স্লিপ রিং ও ব্রাশের মাধ্যমে সংগ্রহীত বা ব্যবহৃত হয়।
দশম শ্রেণির অন্য বিভাগগুলি – গণিত | জীবনবিজ্ঞান | ভৌতবিজ্ঞান
এখন দুটি চুম্বকের মাঝে কাঁচা লোহার দণ্ডটিকে বিভিন্ন শক্তির সাহায্য ঘোরানো যেতে পারে।
যেমন, জলশক্তি চালিত টারবাইনের সঙ্গে যুক্ত করে, কিংবা তাপশক্তির দ্বারা উৎপাদিত ষ্টীম বা বাস্প চালিত টারবাইনের যুক্ত করে ইত্যাদি। সুতরাং, যে শক্তি দ্বারা মাঝের লোহার দণ্ডটিকে ঘোরান হবে সেই নাম অনুসারে আমরা বিদ্যুতের নাম দিয়ে থাকি, যেমন জলবিদ্যুৎ বা তাপ বিদ্যুৎ।
আরেকটা প্রসঙ্গ এক্ষেত্রে উল্লেখ করা যায় যে, উৎপন্ন তড়িতের দিক নির্ণয় হয়, ফ্লেমিং এর বাম হস্ত সুত্রের সাহায্যে।
যেখানে তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, বৃদ্ধাঙ্গুষ্ঠ নির্দেশ করে কাঁচা লোহার দণ্ডের গতি বা ঘূর্ণনের দিক এবং মধ্যমা আবিষ্ট তড়িতের গতির দিক।
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –
- ফলো করো – WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- Facebook Group – লেখা – পড়া – শোনা
X-PSc-6g
খুব ভালো পোস্ট, এটা বুঝতে সমস্যা হচ্ছিল, এখন স্পষ্ট হল ?