jet-bayu
Madhyamik

জেট বায়ু

ভূগোলদশম শ্রেণি – বায়ুমণ্ডল (দশম পর্ব)

আগের পর্বে আমরা স্থানীয় ও আকস্মিক বায়ুর ধারণা সম্পর্কে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা জেট বায়ু নিয়ে বিস্তারিত আলোচনা করব।

ট্রপোস্ফিয়ারের উপর দিয়ে প্রবাহিত তীব্র গতিবেগ সম্পন্ন বায়ুপ্রবাহকে জেট বায়ু বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুদ্ধ এই জেট বায়ুর সন্ধান পান। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে তীব্র খাড়া চাপঢালের জন্য অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন সর্পিলাকার গতিতে এবং সমচাপ রেখার সমান্তরালে এই বায়ু প্রবাহিত হয়।

জেট বায়ুর বৈশিষ্ট্য

জেট বায়ু একটি জিয়োষ্ট্রফিক বায়ু যেটি ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে পশ্চিম থেকে পূর্বে জেট বায়ু প্রবাহিত হয়।
ক্রান্তীয় পূবালী জেট বায়ু গরমকালে 15° থেকে 20° উত্তর অক্ষাংশের, উপক্রান্তীয় জেট বায়ু 25° থেকে 35° উত্তর অক্ষাংশে, এবং মেরু সীমান্ত জেট বায়ু 50° উত্তর অক্ষাংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়।
ঋতু পরিবর্তনের সাথে সাথে জেট বায়ুর অবস্থান ও গতির পরিবর্তন ঘটে। শীতকালে জেট বায়ুর গতিবেগ বেশি হয়।
জেট বায়ুর গতিবেগ ঘন্টায় 350 থেকে 400 কিলোমিটার হয়।
জেট বায়ুর ফলে পৃথিবীর স্বাভাবিক বায়ু চলাচল প্রভাবিত হয়। যেমন – জেট বায়ু পশ্চিমা বায়ুকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে।

জেট বায়ুর শ্রেণীবিভাগ

অবস্থানগত চরিত্রের ভিত্তিতে জেট বায়ুকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। যেমন –
ক্রান্তীয় পূবালী জেট বায়ু প্রবাহ
উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু প্রবাহ
মেরু সীমান্ত জেট বায়ু প্রবাহ
মেরু অঞ্চলের রাত্রিকালীন জেট বায়ু প্রবাহ
স্থানীয় জেট বায়ু প্রবাহ

মৌসুমী বায়ুর সাথে জেট বায়ু প্রবাহের উৎপত্তিগত সম্পর্ক

ক্রান্তীয় পূবালী জেট বায়ু গ্রীষ্মকালে এবং ক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু শীতকালে দক্ষিণ এশিয়ার মৌসুমী বায়ুকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে।
ক্রান্তীয় পূবালী জেট বায়ু তিব্বত মালভূমি উপরে গ্রীষ্মকালে প্রবল নিম্নচাপের কারণে সৃষ্টি হয়। এই নিম্নচাপের কারণে ভারতে 13° থেকে 15° উত্তর অক্ষাংশে 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় পূবালী জেট বায়ু ঘণ্টায় 100 থেকে 130 কিলোমিটার বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়।


দশম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল

ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে প্রবাহিত বায়ুর আকর্ষণের ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে এবং এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে সক্রিয় হয়ে বৃষ্টিপাত ঘটায়। এর ফলে পশ্চিমী জেট বায়ু হিমালয় পর্বতের আরো উত্তরে সরে যায়। ভারতে মৌসুমী বায়ুর আগমন দুটি বিষয়ের উপর নির্ভর করে, প্রথমত ক্রান্তীয় পূবালী জেট বায়ুর আগমন এবং দ্বিতীয়ত উপক্রান্তীয় পশ্চিমী বায়ুর উত্তরদিকে স্থানান্তর।


দশম শ্রেণির অন্য বিভাগগুলিগণিত | জীবনবিজ্ঞান | ভৌতবিজ্ঞান

উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু শীতকালে উত্তর ভারতে 20° থেকে 24° অক্ষাংশ বরাবর 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। এই জেট বায়ুর কারণে শীতকালে উত্তর ভারতে উচ্চচাপ অবস্থান করে। তখন উত্তর পূর্ব মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন ঘটে।  মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাবর্তনের উপর জেট বায়ুর প্রভাব রয়েছে।

পর্ব সমাপ্ত। পরবর্তী পর্ব – জলচক্রের ধারণা


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –

X-geo-2-j