briddhi-bikash
Madhyamik

বৃদ্ধি ও বিকাশ | জীবনের প্রবহমানতা

জীবনবিজ্ঞানদশম শ্রেণি – বৃদ্ধি ও বিকাশ [briddhi o bikash]

প্রতিটি জীব বৃদ্ধি ও বিকাশের মাধ্যমে শিশু অবস্থা থেকে পরিপূর্ণতা লাভ করে প্রাপ্তবয়স্ক হয়। তাই বৃদ্ধি এবং বিকাশ এই দুটি যে কোনো জীবের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃদ্ধির সময় জীবের আকার ও আয়তন ইত্যাদির আমূল পরিবর্তন ঘটে এবং শুষ্ক ওজন বৃদ্ধি পায়।


jump magazine smart note book


বৃদ্ধির সংজ্ঞা

যে উপচিতি পদ্ধতিতে কোনো জীবের আকার, আয়তন, শুষ্ক ওজন ইত্যাদি নির্দিষ্ট স্থায়ী এবং অপরিবর্তনশীল ভাবে বেড়ে যায়, তাকে বৃদ্ধি বলে।

বিকাশের সংজ্ঞা

কোনো জীবের সৃষ্টি অর্থাৎ জাইগোট বা ভ্রূণ তৈরির সময় থেকে মৃত্যুর আগে পর্যন্ত জীবনচক্রে বৃদ্ধি এবং পরিবর্তন পরিলক্ষিত হয়। এই সময়কালে সংঘটিত যাবতীয় ঘটনাকে বিকাশ বলে।

বিকাশ শুধুমাত্র দৈহিক হয় না মানসিক ভাবে ও হয় যাকে আমরা পরিস্ফুরণ বলতে পারি। দেহের অঙ্গ-প্রত্যঙ্গের বৃদ্ধি যেমন সামঞ্জস্য পূর্ণ হওয়া উচিত তার সঙ্গে বুদ্ধি বৃদ্ধির বিকাশও সঠিক হওয়া উচিত। বৃদ্ধি এবং বিকাশ আলাদা ঘটনা হলেও একে অপরের ওপর নির্ভরশীল অর্থাৎ বলা যায় বৃদ্ধি এবং বিকাশ একে অপরের পরিপূরক।

বৃদ্ধির দশা

বৃদ্ধির তিনটি সুস্পষ্ট দশা পরিলক্ষিত হয়। যেমন- ক) কোশ বিভাজন দশা (Cell division phase) খ) কোশের আকার বৃদ্ধি দশা (Cell enlargement phase) গ) বিভেদন দশা (Cell differentiation phase)

মানব বিকাশের বিভিন্ন দশা

বিকাশ কথাটির অর্থ হল শিশুকাল থেকে বার্ধক্য পর্যন্ত বৃদ্ধি। শুধুমাত্র শারীরিক বৃদ্ধি নয়। সময়ের সাথে সাথে শারীরিক-মানসিক জৈবিক পরিবর্তন হল মানব বিকাশ।

মানব বিকাশের দশাগুলিকে মোট পাঁচটি ভাগে ভাগ করা যায়। যেমন- ক) সদ্যোজাত (infancy) খ) শৈশব (childhood) গ) বয়ঃসন্ধিকাল (adolescence) ঘ) পরিণত দশা (adulthood or mature phase) এবং ঙ) বার্ধক্য দশা (old age)

ক) সদ্যোজাত

ভূমিষ্ঠ হবার পর প্রথম একমাস সময়কাল হল সদ্যোজাত দশা। এই সময় শিশুর ওজন সাধারণত 2.5-3kg হয়ে থাকে।


দশম শ্রেণির অন্যান্য বিভাগগুলি পড়ুন –ভৌতবিজ্ঞান | গণিত | জীবনবিজ্ঞান

খ) শৈশব

10 বছর বয়স অবধি সময়কালকে শৈশব বলে। এই সময়কাল হল শিশুর মানসিক এবং শারীরিক বিকাশের সময়। এই সময়কালে পুষ্টি এবং শক্তি সরবরাহকারী খাদ্য খাওয়ানো একান্ত জরুরী।

গ) বয়ঃসন্ধিকাল

শৈশব থেকেই প্রাপ্তবয়স্ক হওয়ার মধ্যবর্তী সময়কাল হল বয়ঃসন্ধিকাল। সাধারণত 11-19 বছর বয়স হল বয়সন্ধিকাল। সাধারণত এই সময়কালকে আমরা “Teen age” বলি। তবে সবার জন্য বয়ঃসন্ধিকাল সমান নয়। ছেলেদের তুলনায় মেয়েদের বয়ঃসন্ধিকাল আগে আসে। বয়ঃসন্ধিকাল হলো মানুষের মুখ্য বৃদ্ধি কাল। এই সময়কালে যৌন লক্ষণগুলি শরীরের স্পষ্ট হয়ে ওঠে অর্থাৎ যৌন হরমোনের প্রভাবে এই সময়কালে বালক এবং বালিকাদের দেহে বেশ কিছু পরিবর্তন দেখা যায়


jump magazine smart note book


ঘ) পরিণত দশা

20-60 বছর বয়স কাল হল পরিণত দশা। এই দশায় যৌন অঙ্গ অর্থাৎ পুরুষের শুক্রাশয় এবং স্ত্রীদের ডিম্বাশয়ের পূর্ণ বিকাশ ঘটে এবং তাদের কার্যকারিতা বৃদ্ধি পায়। এই সময়কালে জীবন সম্পর্কে অভিজ্ঞতা বাড়ে। ব্যক্তি স্বাধীনভাবে বাঁচার এবং স্বনির্ভর হওয়ার চেষ্টা করে। এই সময় নিজের এবং পরিবারের প্রতি দায়িত্বশীলতা বৃদ্ধি পায়।


দশম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল

ঙ) বার্ধক্য দশা

60 বছরের পরবর্তী সময়কাল হল বার্ধক্য দশা। মানব জীবন চক্রের অন্তিম দশা হল বার্ধক্য দশা। এই দশায় কর্মক্ষমতা কমে যায়। এই দশায় সহজপাচ্য খাবার খাওয়া, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো, মন ভালো রাখা, প্রাতঃভ্রমণে যাওয়া দরকার। এই দশায় বিভিন্ন শারীরিক পরিবর্তন দেখা যায়।

পর্ব সমাপ্ত। পরবর্তী পর্ব → বংশগতি

এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –

X-Lsc-2e