magnetic_flux_class_x
Madhyamik

তড়িৎ চুম্বকীয় আবেশ

শ্রেণি – দশম | বিষয়: ভৌতবিজ্ঞান । অধ্যায়: চলতড়িৎ (ষষ্ঠ পর্ব)

আমরা আগেই একটা ব্যপারের লক্ষ্য করেছিলাম যে অন্য কোন শক্তি যদি বর্তনীর মধ্যে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তবে বলা যায়  যে সেখানে তড়িৎচালক বল কাজ করছে ।

এই তড়িৎ চুম্বকীয় আবেশ প্রকৃত পক্ষে বর্তনীতে তড়িৎচালক বল উদ্ভবের একটি প্রক্রিয়া।


দশম শ্রেণির অন্য বিভাগগুলিগণিত | জীবনবিজ্ঞান | ভৌতবিজ্ঞান

jump magazine smart note book


মাইকেল ফ্যারাডে প্রথম এই তত্ত্বের আবিষ্কার করেন এবং ম্যাক্সওয়েল এই তত্ত্বের গাণিতিক ব্যাখ্যা দেন।

ধরা যাক নিচের চিত্রের মত দুটি চুম্বকের বিপরীত দুটি মেরুকে মুখোমুখি রাখা আছে।

তড়িৎ চুম্বকীয় আবেশ

এই অবস্থায় চুম্বকীয় বলরেখা গুলি উত্তর মেরু থেকে নির্গত হয়ে সমান্তরালভাবে অন্য চুম্বকটির দক্ষিণ মেরুর দিকে ধাবিত হবে অর্থাৎ চুম্বক দুটির মাঝে অভিন্ন একটি চুম্বক ক্ষেত্র থাকবে। এখন এই অভিন্ন চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি চৌম্বক পদার্থ নির্মিত পাত নীচের চিত্রের মত রাখা হল।

তড়িৎ চুম্বকীয় আবেশ -2

সুতরাং চৌম্বক বলরেখা গুলি ঐ চৌম্বক পদার্থের পাতটি ভেদ করে যাবে।

এখন ঐ চৌম্বক পদার্থের পাতটির প্রতি একক ক্ষেত্রফলে কতগুলি বলরেখা লম্বভাবে ভেদ করছে তাকে ম্যাগনেটিক ফ্লাক্স বলে।

এই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ যদি ঐ চৌম্বক পদার্থের পাতটিতে পরিবর্তন করা যায়, তবে ঐ পাতটিতে তড়িৎ চালক বলের উদ্ভব হবে।

ধরা যাক প্রাথমিক অবস্থায় ম্যাগনেটিক ফ্লাক্স ছিল φএবং t সময় পরে তা পরিবর্তিত হয়ে হল φ2

এই সূত্রটি লেঞ্জের সূত্র নামেও পরিচিত।

লেঞ্জের সূত্রটিতে দেখা যাচ্ছে যে একটি ঋণাত্মক চিহ্ন সমীকরণের ডানদিকে ব্যবহার করা হয়েছে। এর কারণ হল, যে কারণে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, আবিষ্ট তড়িৎ চালক বল সেই কারণকে বাধা দেয়। তা যদি না হত, তবে বাইরে থকে যেকোন শক্তি প্রয়োগ ছাড়া নিজেই ঐ চৌম্বক পদার্থের পাতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তড়িৎ চালক বলের উদ্ভব ঘটত, যা শক্তি সংরক্ষণ সুত্রের পরিপন্থী।

এখন প্রশ্ন হল ঐ চৌম্বক পদার্থের পাতটিতে ফ্লাক্সের পরিবর্তন ঘটানো হবে কিভাবে?

যদি পাতটি স্থির অবস্থায় চিত্র অনুসারে থাকে তবে ফ্লাক্সের পরিবর্তন ঘটা সম্ভব নয়। কিন্তু যদি একে  AB অক্ষের সাপেক্ষে ঘোরান হয় তবে সময়ের সাথে পাত ভেদ করে যাওয়া বলরেখার সংখ্যা পরিবর্তিত হবে, অর্থাৎ ফ্লাক্স পরিবর্তন ঘটবে।

বস্তুত এই লেঞ্জের সূত্র ব্যবহার করেই তড়িৎ শক্তি উৎপন্ন করা হয় এবং যন্ত্রটিকে বলা হয় জেনারেটার


দশম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল

পরবর্তী পর্ব → জেনারেটারের কার্য প্রণালী

পর্ব সমাপ্ত।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –

X-PSc-6f

Dr. Mrinal Seal
ডঃ মৃণাল শীল সাঁতরাগাছি উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার একজন জনপ্রিয় শিক্ষক। পড়াশোনার পাশাপাশি ঘুরে বেড়াতে ও নানান ধরণের নতুন নতুন খাবার খেতেও পছন্দ করেন ডঃ শীল।