Secondary-memory
Class-11

সেকেন্ডারি মেমোরির শ্রেণিবিভাগ

কম্পিউটারএকাদশ শ্রেনি – কম্পিউটারের মেমোরি (দ্বিতীয় পর্ব)


আমরা আলোচনা করছি কম্পিউটার মেমোরি নিয়ে। আগের পর্বে আমরা প্রাইমারি মেমোরি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই পর্বে আমরা সেকেন্ডারি মেমোরি নিয়ে আলোচনা করবো।

সেকেন্ডারি মেমোরি (Secondary memory)

কম্পিউটারে তথ্য স্থায়ীভাবে সঞ্চয় করে রাখার জন্য যে মেমোরি ব্যবহার করা হয় তাকে সেকেন্ডারি মেমোরি (Secondary memory) বা সেকেন্ডারি স্টোরেজ (Secondary storage) বলা হয়।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও এই মেমোরিতে সঞ্চিত তথ্যের কোন ক্ষতি হয় না, অর্থাৎ এটি Non–volatile প্রকৃতির। এই মেমোরিকে অক্সিলিয়ারি মেমোরি (Auxiliary memory) বলা হয়ে থাকে।

সেকেন্ডারি মেমোরির প্রকারভেদ

এটি তিন প্রকার হয়
ম্যাগনেটিক মেমোরি (Magnetic memory)
অপটিক্যাল মেমোরি (Optical memory)
ফ্ল্যাশ মেমোরি (Flash memory)

আমরা এবার এক এক করে সবকটি প্রকারভেদ নিয়ে আলোচনা করবো।


একাদশ শ্রেণি থেকে → বাংলা | ইংরাজি

ম্যাগনেটিক মেমোরি (Magnetic memory)

যে মেমোরি ম্যাগনেটাইজেশন (magnetization) বা চুম্বকীয়করণ পদ্ধতির মাধ্যমে কম্পিউটার তথ্য read, write, rewrite এবং access করতে পারে তাকে ম্যাগনেটিক মেমোরি (Magnetic memory) বা ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস (Magnetic storage device) বলা হয়।

ম্যাগনেটিক মেমোরির বৈশিষ্ট্য

a) ম্যাগনেটিক পদ্ধতির মাধ্যমে তথ্য সঞ্চয় করা হয়।
b) এর তথ্য ধারণ ক্ষমতা সাধারণত বেশী হয়।
c) অপেক্ষাকৃত দ্রুত কাজ করে।
d) ম্যাগনেটিক কিন্তু এই মেমোরিতে সঞ্চিত তথ্য নষ্ট করতে পারে।
e) এই মেমোরি সবসময় re–writable প্রকৃতির হয়।

হার্ড ডিস্ক (Hard disk), ফ্লপি ডিস্ক (Floppy disk) প্রভৃতি এই প্রকার মেমোরি।

ফ্লপি ডিস্ক (Floppy disk)

এটি হল কম্পিউটারে ব্যবহৃত একটি অতি পাতলা ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস। এটি স্থায়ী ও বহনযোগ্য স্টোরেজ বা সঞ্চয় মাধ্যম। 1972 সালে IBM কোম্পানি প্রথম Floppy disk চালু করে। প্লাস্টিকের পাতলা গোল ডিস্ক বা চাকতির উপর ফেরিক অক্সাইডের প্রলেপ লাগিয়ে Floppy disk তৈরি করা হয়। তবে আজকের যুগে Floppy disk এর ব্যবহার বিশেষ দেখা যায় না।

ফ্লপি ডিস্ক

Floppy disk এর বৈশিষ্ট্য

a) এটি অত্যন্ত সস্তা। এর দাম হার্ড ডিস্কের চেয়ে অনেক কম।
b) এটি একটি re–writable প্রকৃতির ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস।
c) এর সঞ্চয় ক্ষমতা খুব কম। 3.5” floppy disk এর ক্যাপাসিটি হল মাত্র 1.44 MB।
d) এর data transfer rate খুবই কম।


একাদশ শ্রেণি থেকে → Physics | Chemistry | Biology | Computer

হার্ড ডিস্ক (Hard disk)

হার্ড ডিস্ক হল এমন এক ম্যাগনেটিক সঞ্চয় মাধ্যম যা কম্পিউটারের বিপুল পরিমাণ তথ্য স্থায়ী ভাবে সঞ্চিত করার জন্য ব্যবহার করা হয়।

কম্পিউটার সিস্টেমের সমস্ত তথ্য এবং কম্পিউটারের অপারেটিং সিস্টেম সব কিছুই হার্ড ডিস্ক এ সঞ্চিত থাকে। হার্ড ডিস্ক বিপুল পরিমাণ তথ্য ধারণ করতে সক্ষম।

হার্ড ডিস্কে একাধিক পাতলা অ্যালুমিনিয়ামের চাক্তি থাকে, যাদের উভয় তলে ফেরিক অক্সাইডের প্রলেপ লাগানো থাকে। এই চাকতি বা প্লেটগুলিকে প্ল্যাটার (Platter) বলে।

হার্ড ডিস্ক

এই প্ল্যাটারের উপর ম্যাগনেটিক তথ্য সঞ্চিত থাকে। চাকতি বা প্ল্যাটার গুলি একটি spindle বা দণ্ডের সাথে যুক্ত থাকে। প্ল্যাটারগুলিতে তথ্য লেখা বা পড়ার জন্য প্ল্যাটারের প্রত্যেক তলের একটি করে Read–Write হেড থাকে। প্ল্যাটারের প্রতি তলে অনেকগুলি গোলাকার ring বা land থাকে, এই গোলকার ring কে বলা হয় ট্র্যাক (Track)। প্রতিটি track আবার অনেক গুলি ভাগে বিভক্ত থাকে। এই ভাগ গুলিকে বলা হয় সেক্টর (Sector)।

কোন disk এর সবচেয়ে ছোট অংশ হল sector।

কোন Hard disk এর একটি সাধারণত 512 byte তথ্য ধারণ করতে পারে।
তথ্য পড়া বা লেখার জন্য Read–Write হেড Hard disk এর কোন platter এর একটি track থেকে অন্য track এ যেতে যে সময় নেয় তাকে সিক টাইম (Seek time) বলা হয়।
আবার, তথ্য পড়া বা লেখার জন্য Read–Write হেড কোন নির্দিষ্ট sector এ যেতে যে সময় নেয় তাকে ল্যাটেন্সি টাইম (Latency time) বলা হয়।

Hard disk এ বর্তমান প্ল্যাটারগুলি তার উভয় তলে তথ্য সঞ্চয় করে রাখে। তবে প্রথম প্ল্যাটারের উপরের তলে এবং নীচের প্ল্যাটারের নীচের তল কোন তথ্য ধারণ করে না। অর্থাৎ Hard disk এর মোট platter সংখ্যার চেয়ে একটি কম সংখ্যক platter এ তথ্য সঞ্চিত হয়। এই তথ্যের উপর নির্ভর করে আমরা কোন Hard disk এর ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারি।

Hard disk এর ধারণ ক্ষমতা

(মোট ডিস্কের সংখ্যা – 1) × 2 × ট্র্যাক সংখ্যা × প্রতি ট্র্যাকে সেক্টর সংখ্যা × প্রতি সেক্টরে সঞ্চিত ডাটা

তা হলে আমরা এই ধারণাকে কাজে লাগিয়ে ক্যাপাসিটি নির্ণয় করতে পারি। আমরা আরো ভালোভাবে বোঝার জন্য দুটি উদাহরণ দেখে নিই।

উদাহরণ 1- কোন ডিস্কে 6 টি প্লেট রয়েছে। প্রতি তলে 5268 টি ট্র্যাক প্রতি ট্র্যাকে 256 টি sector এবং প্রতি sector এ 512 byte তথ্য থাকতে পারে। ডিস্কটির ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা Giga byte (GB)–এ নির্ণয় কর।

আমরা জানি যে, কার্যকারী তলের সংখ্যা = (মোট ডিস্কের সংখ্যা – 1) × 2
ধারণ ক্ষমতা = (মোট ডিস্কের সংখ্যা – 1) × 2 × ট্র্যাক সংখ্যা × প্রতি ট্র্যাকে সেক্টর সংখ্যা × প্রতি সেক্টরে সঞ্চিত তথ্যের পরিমাণ।
= (6 – 1) × 2 × 5268 × 256 × 512
= 6904872960 byte
= 6.43 GB
∴ ডিস্কটির ধারণ ক্ষমতা 6.43 GB। (উত্তর)


একাদশ শ্রেণি থেকে → Physics | Chemistry | Biology | Computer

উদাহরণ 2- কোন Hard disk এ 16 টি কার্যকারী তল বর্তমান। প্রতি তলে 128 টি track, প্রতি track 256 টি sector আছে। প্রতি sector এ যদি 512 byte তথ্য রাখা যায়, তাহলে ওই Hard disk এর ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা কত?

আমরা জানি যে,
ডিস্কের ধারণ ক্ষমতা = মোট কার্যকর তল × ট্র্যাক সংখ্যা × প্রতি ট্র্যাকে সেক্টর সংখ্যা × প্রতি সেক্টরে সঞ্চিত তথ্যের পরিমাণ।
16 × 128 × 256 × 512
= 268435456 byte
= 256 MB
∴ Hard disk টি ক্যাপাসিটি 256 MB হল । (উত্তর)

Hard disk এর বৈশিষ্ট্য

a) অধিক পরিমাণ তথ্য হার্ড ডিস্ক–এ সংরক্ষণ করা যায়।
b) এটি Floppy disk এর তুলনায় দ্রুতগতিতে কাজ করে।
c) এটি Floppy disk এর চেয়ে অনেক বেশী দিন কার্যকর থাকে।
d) তথ্য সংরক্ষণের জন্য Floppy disk অপেক্ষা Hard disk অনেক বেশী নির্ভরযোগ্য।

অপটিক্যাল মেমোরি (Optical memory)

অপটিক্যাল মেমোরি (Optical memory) বা অপটিক্যাল মিডিয়া (Optical media) বা অপটিক্যাল স্টোরেজ (Optical storage) হল এমন একটি তথ্য সঞ্চয় মাধ্যম যেখানে কম শক্তিসম্পন্ন লেসার রশ্মির মাধ্যমে অপটিক্যাল মার্কিং পদ্ধতি ব্যবহার করে তথ্য পড়া ও লেখা হয়।

প্লাস্টিকের গোল চাকতির একদিকে reflective অ্যালুমিনিয়ামের প্রলেপ দিয়ে এই Optical media তৈরি করা হয়। এই অ্যালুমিনিয়ামের প্রলেপ যুক্ত তলে লেসার রশ্মির সাহায্যে তথ্য লেখা এবং পড়া হয়।

অপটিক্যাল মেমোরির বৈশিষ্ট্য

a) লেসার রশ্মির সাহায্যে তথ্য লেখা এবং পড়া হয়।
b) Optical media তে সঞ্চিত তথ্য ম্যাগনেটিক ফিল্ড এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়না।
c) দামে অত্যন্ত কম।
d) দীর্ঘকাল তথ্য সঞ্চয় করে রাখতে পারে।
e) ম্যাগনেটিক মেমোরি অপেক্ষা ধীর গতিতে কাজ করে।
f) এই মেমোরি সবসময় re–writable প্রকৃতির নাও হতে পারে।

CD, DVD, BRD (Blue Ray Disk) প্রভৃতি হল অপটিক্যাল মেমোরির উদাহরণ।

CD (Compact Disk)

এটি অত্যন্ত জনপ্রিয় একটি তথ্য সঞ্চয় মাধ্যম। এই ডিস্কে থাকা spinal ট্র্যাকগুলিতে লেসার রশ্মির সাহায্যে তথ্য সঞ্চয় করা হয়।

CD এর বৈশিষ্ট্য

a) 780 nm (nanometer) এর infrared লেসার রশ্মি ব্যবহার করে তথ্য লেখা এবং পড়া হয়।
b) সাধারণত একটি CD 650 MB থেকে 700 MB তথ্য ধারণ করতে সক্ষম।
c) একটি স্ট্যান্ডার্ড CD এর ব্যাস 120 মিলিলিটার এবং এটি 1.2 মিলিলিটার শুরু হয়।


একাদশ শ্রেণি থেকে → অর্থনীতি | ভূগোল

CD প্রধানত দুই প্রকার হয়- CD–R এবং CD–RW।

CD–R এ একবার কোন তথ্য লেখার পর সেই তথ্য মোছা যায় না, শুধুমাত্র বারবার পড়া যায়। এগুলিকে নন–রিরাইটেবল (Non–rewritable) বলা হয়। এগুলি write one read many এই নীতিতে কাজ করে।
CD–RW হল Rewritable। এই ধরনের CD তে আমরা বার বার তথ্য লিখতে ও মুছতে পারি।

DVD (Digital Versatile Disk)

DVD দেখতে CD এর মতন। এটিও CD এর মত একটি Optical storage device, তবে এটি CD এর তুলনায় অনেক বেশী তথ্য ধারণ করতে সক্ষম। DVD তে CD এর চেয়ে অপেক্ষাকৃত কম দৈর্ঘ্যের লেসার রশ্মি ব্যবহার করা হয়।

DVD এর বৈশিষ্ট্য

a) DVD তে 650 nm (nanometer) দৈর্ঘ্যের লাল বর্ণের লেসার রশ্মি ব্যবহার করা হয়।
b) সাধারণভাবে DVD তে 4.7 GB তথ্য সঞ্চয় করা যায়। তবে আরও বেশী ধারণ ক্ষমতা যুক্ত DVD ও পাওয়া যায়।
c) DVD এর চেহারা ও আকার CD এর মতই।

BRD (Blue Ray Disk)

Blue Ray Disk হল এমন একটি Optical Disk যা দেখতে CD বা DVD এর মতন, কিন্তু এর চেয়ে অনেক বেশী তথ্য সংরক্ষণ করতে পারে। Single layer যুক্ত Blue Ray Disk এ 25 GB তথ্য সংরক্ষণ করা যায়।

আর Double layer যুক্ত Blue Ray Disk এ 50 GB তথ্য রাখা সম্ভব। এই ডিস্কে তথ্য লেখা বা পড়ার জন্য DVD এর চেয়ে তুলনামূলক কম দৈর্ঘ্য 405 nm (nanometer) এর নীল বেগুনি লেসার রশ্মি ব্যবহার করা হয়। এই নীল বেগুনি বা ব্লু ভায়োলেট রশ্মি ব্যবহার করা হয় বলে এই ডিস্ক Blue Ray Disk নামে পরিচিত। সাধারণত হাই ডেফিনেশন (HD) ভিডিও, বিভিন্ন বড় গেম, অধিক পরিমাণ তথ্য প্রভৃতি রাখতে এই ডিস্ক ব্যবহার করা হয়।

BRD এর বৈশিষ্ট্য

a) 405 nm দৈর্ঘ্যের নীল বেগুনি লেসার রশ্মি ব্যবহার করা হয়।
b) Single layer Disk এ 25 GB ও Double layer Disk এ 50 GB তথ্য রাখা যায়।
c) এর তথ্য ধারণ ক্ষমতা DVD অপেক্ষা বেশী

দ্বিতীয় পর্ব সমাপ্ত। পরবর্তী পর্ব → ফ্ল্যাশ মেমোরি এবং ক্যাশ মেমোরি


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


লেখিকা পরিচিতি

বিজ্ঞান স্নাতক এবং কম্পিউটার বিজ্ঞানে উচ্চ শিক্ষিতা নন্দিতা বসুর পেশা শিক্ষকতা। তিনি বই পড়তে বড় ভালোবাসেন। কাজের ফাঁকে, অবসরে, বাসে ট্রামে তো বটেই, শোনা যায় তিনি নাকি ঘুমিয়ে ঘুমিয়েও বই পড়তে পারেন।

এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



এছাড়া,পড়াশোনা সংক্রান্ত যেকোনো বিষয়ের আলোচনায় সরাসরি অংশগ্রহন করতে যুক্ত হতে পারেন ‘লেখা-পড়া-শোনা’ ফেসবুক গ্রূপে। এই গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন এখানে।