শ্রেণি – অষ্টম | বিষয়: গণিত । অধ্যায়: ঘনফল নির্ণয় (দ্বিতীয় পর্ব)
গত পর্বে তোমরা ঘনক সম্পর্কেই জেনেছিলে। এই পর্বে আমরা ঘনফল সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান শিখে নেবো।
প্রথম উদাহরণ
এর মান নির্ণয় করো।
[(I) নং অভেদ থেকে পাই]
(উত্তর)
দ্বিতীয় উদাহরণ
এর মান নির্ণয় করো।
[(II) নং অভেদ থেকে পাই]
(উত্তর)
তৃতীয় উদাহরণ
এর মান নির্ণয় করো।
(উত্তর)
অষ্টম শ্রেণির অন্য বিভাগ – বাংলা | ইংরেজি | গণিত | বিজ্ঞান
চতুর্থ উদাহরণ
হলে, এর মান কত?
উভয়পক্ষে, ঘন করে পাই
বা,
বা,
বা,
বা,
বা, (উত্তর)
পঞ্চম উদাহরণ
হলে, এর মান কত?
উভয়পক্ষে, ঘন করে পাই
বা,
বা,
বা,
বা,
বা, (উত্তর)
ষষ্ঠ উদাহরণ
হলে, প্রমাণ করো
—(i)
উভয়পক্ষে, ঘন করে পাই
বা, [(I) নং অভেদ থেকে পাই]
বা, [(i) থেকে পাই]
বা, (প্রমাণিত)
সপ্তম উদাহরণ
যদি এবং হয়, তবে এর মান কত হবে?
বা,
বা, [(I) নং অভেদ থেকে পাই]
বা,
বা,
আবার,
বা,
বা,
বা,
∴ (উত্তর)
অষ্টম উদাহরণ
সরল করো – (সূত্রের সাহায্যে)
a)
[(III), (IV) নং অভেদ থেকে পাই]
(উত্তর)
b) হলে, এর মান কত?
বা,
বা,
বা, —(i)
আমরা জানি,
[(i) নং থেকে পাই]
c) উৎপাদকে বিশ্লেষণ করি।
[(III) নং অভেদ থেকে পাই]
d) উৎপাদকে বিশ্লেষণ করো।
[(IV) নং অভেদ থেকে পাই]
অধ্যায় সমাপ্ত।
লেখিকা পরিচিতিঃ
শ্রীরামপুর কলেজের প্রাক্তনী সুরভী ঘোষ গণিতে স্নাতকোত্তর। গণিত চর্চার পাশাপাশি সুরভী বই পড়তে, গান শুনতে এবং গাইতে ভালোবাসেন।
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –
- ফলো করো – WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- Facebook Group – লেখা – পড়া – শোনা
8-M-5-b