prtihibir-ondor-mohol
WB-Class-8

পৃথিবীর অন্দরমহল

শ্রেণিঃ অষ্টম | বিষয়: ভূগোল । অধ্যায় – পৃথিবীর অন্দরমহল

পৃথিবীর অভ্যন্তরীণ ভাগের বর্ণনা

পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন বিন্যাস সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা নেই, কারণ আমরা জানি যে পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার। ভূবিজ্ঞানীরা প্রত্যক্ষ পর্যবেক্ষণের সাহায্যে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগের কয়েক কিমি গভীরতা পর্যন্ত তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।

পৃথিবীর সবচেয়ে গভীর খনিজ অঞ্চল রবিন্সন ডিপ মাত্র ৩-৪ কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত।

আবার রাশিয়ার কোলা উপদ্বীপের গর্তটি পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত, যার গভীরতা মাত্র ১২ কিলোমিটার।

তবে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য প্রত্যক্ষ পদ্ধতি ছাড়াও, কিছু পরোক্ষ উৎসের উপর ভূবিজ্ঞানীরা নির্ভর করে থাকেন।

প্রত্যক্ষ উৎস

সরাসরি যেসব উৎস থেকে পৃথিবীর কেন্দ্রভাগ সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়, সেই উৎসগুলিকে প্রত্যক্ষ উৎস বলে। যেমন – ভূ-পৃষ্ঠের শিলা, খনিজ উত্তোলন, অগ্ন্যুতপাত।

পরোক্ষ উৎস

যে উৎসগুলি থেকে সরাসরি পৃথিবীর কেন্দ্রভাগ সম্পর্কে তথ্য না পাওয়া গেলেও, সেই উৎসগুলি বিশ্লেষণ করে, অভ্যন্তরভাগের গঠন বিন্যাস সম্পর্কে আমরা প্রায় নিখুঁত অনুমান করতে পারি, সেগুলি হল পরোক্ষ উৎস।
ভুকম্পীয় বা ভূমিকম্পের তরঙ্গ হল প্রধান পরোক্ষ উৎস, যার গতিপ্রকৃতি বিশ্লেষণ করে আমরা পৃথিবীর কেন্দ্রভাগের গঠন বিন্যাস সম্পর্কে সঠিক ধারণা পেয়ে থাকি।

এই ভূকম্পীয় তরঙ্গের গতিপ্রকৃতির উপর নির্ভর করে, পৃথিবীর অভ্যন্তরকে তিনটি প্রধান স্তরে ভাগ বা বিন্যাস করা হয়, যথা – ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল।

পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলির বিস্তারিত বিবরণ দেওয়া হল –
ভূত্বক –
• পৃথিবীর কঠিন পাতলা শিলাময় বহিরাবরণকে ভূত্বক বা ভূপৃষ্ঠ বলে।
• ভূত্বক সাধারণত ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে।
পৃথিবীর মোট ভরের মাত্র ১% দখল করে আছে ভূত্বক।
• ভূত্বক বা শিলামণ্ডল গঠনকারী পদার্থের তারতম্যের উপর ভিত্তি করে ভূত্বককে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে – মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক।
• ভূত্বকের ওপরের স্তর গ্রানাইট শিলা এবং নীচের স্তর ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত।
• ভূত্বকীয় পাতগুলো গড়ে 70-150 কিমি পুরু।
• ভূত্বকের গভীরতা সাধারণত 4 থেকে 40 কিমি হয়ে থাকে। কোথাও আবার 80 কিমি পর্যন্ত গভীরতা হয়ে থাকে।


অষ্টম শ্রেণির অন্য বিভাগ – বাংলা | ইংরেজি | ভূগোল

ভূত্বকের পদার্থের গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম ঘন সেমি হয়ে থাকে।
• ভূত্বকের তাপমাত্রা প্রধানত 300°সে হয়ে থাকে।
এই স্তর প্রধানত সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত।
মহাদেশীয় ভূত্বক – পৃথিবীর উপরিভাগের মহাদেশীয় অংশ নিয়ে গঠিত হয় মহাদেশীয় ভূত্বক।
• এই মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা 40 কিলোমিটার।
মহাদেশীয় ভূত্বক প্রধানত গ্রানাইট শিলা দ্বারা গঠিত।
• মহাদেশীয় ভূত্বকে সিলিকা ও অ্যালুমিনিয়াম বেশি থাকে, তাই এই স্তরকে সিয়াল স্তরও বলা হয়ে থাকে।
• এই ভূত্বকের গড় ঘনত্ব 2.7 গ্রাম/ ঘন সেমি।

মহাসাগরীয় ভূত্বক

মহাসাগরের তলদেশ যে ভূত্বক দ্বারা গঠিত হয় তাকে মহাসাগরীয় ভূত্বক বলে।
• মহাসাগরীয় ভূত্বক সাধারণত ভারী ও কালো রঙের ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত।
• এই স্তরে সিলিকা ও ম্যাগনেশিয়াম বেশি পরিমাণে থাকায় এই স্তরকে সিমা বলা হয়ে থাকে।
• মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা 7-10 কিমি হয়ে থাকে।
• এই ভূত্বকের গড় ঘনত্ব 3 গ্রাম/ ঘন সেমি।
• পৃথিবীর মোট ভূত্বকের প্রায় 60% এই মহাসাগরীয় ভূত্বক দিয়ে তৈরি।

পৃথিবীর-অন্দরমহল

গুরুমণ্ডল

পৃথিবীর অভ্যন্তরভাগে দ্বিতীয় স্তরটি হল গুরুমন্ডল। এই স্তরটি লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগ্নেশিয়াম এবং সিলিকা দিয়ে গঠিত, তাই এই স্তরটিকে ক্রোফেসিমা বলা হয়।
• গুরুমন্ডল ভূত্বকের নীচ থেকে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
• পৃথিবীর মোট আয়তনের প্রায় ৮০% এই গুরুমন্ডলের অন্তর্গত।
• গুরুমন্ডলের উপরের দিক থেকে যত নিচের দিকে যাওয়া যায় তাপমাত্রা এবং ঘনত্ব বাড়তে থাকে। উপরের অংশ এবং নীচের অংশের শিলা ও ধাতব উপাদানের মধ্যে প্রকৃতিগত পার্থক্য দেখা যায়।

গুরুমন্ডলকে দুটি ভাগে ভাগ করা যায় – ক) ঊর্ধ্ব গুরুমন্ডল এবং খ) নিম্ন গুরুমন্ডল।

ঊর্ধ্ব গুরুমন্ডল শিলামন্ডলের নীচ থেকে প্রায় 410 কিমি অব্দি বিস্তৃত।
নিম্ন গুরুমন্ডল 660 কিমি থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

কেন্দ্রমন্ডল

পৃথিবীর সবচেয়ে অভ্যন্তরের স্তরটি হল কেন্দ্রমন্ডল। কেন্দ্রমন্ডলের পরিধি প্রায় 3360 কিলোমিটার। এটি লোহা ও নিকেল দ্বারা গঠিত, তাই এই স্তরের নাম নিফে। কেন্দ্রমন্ডলের তাপমাত্রা প্রায় 6900° সে। কেন্দ্রমন্ডলের ঘনত্ব প্রায় 10 থেকে 13 গ্রাম/ ঘন সেমি।
তাপমাত্রার ভিত্তিতে কেন্দ্রমন্ডলকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা –

ক) বহিঃকেন্দ্রমন্ডল

গুরুমন্ডলের নীচের স্তর থেকে 2400 কিলোমিটার পর্যন্ত এই স্তর রয়েছে, এই স্তরে সমস্ত উপাদান তরল অবস্থায় থাকে। পৃথিবী নিজে যে একটি বৃহৎ চুম্বক, তার এই চৌম্বক ক্ষেত্র এই বহিঃকেন্দ্রমন্ডলেই সৃষ্টি হয়েছে।

খ) অন্তঃকেন্দ্রমন্ডল

পৃথিবীর কেন্দ্রভাগের সবচেয়ে ভিতরে থাকা এই স্তরটি অন্তঃকেন্দ্রমন্ডল নামে পরিচিত। এই স্তরটিতে প্রবল চাপের উপস্থিতির জন্য সব পদার্থগুলির গলনাঙ্ক তাপমাত্রার চেয়ে বেশি হওয়ার ফলে, মনে করা হয় যে এই স্তরটি কঠিন অবস্থায় রয়েছে।


অষ্টম শ্রেণির অন্য বিভাগ – গণিত | বিজ্ঞান | ইতিহাস

বিযুক্তি রেখা কাকে বলে?

ভূ-পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তন হয়, সেই স্থানগুলিকে ভূতত্ত্ববিদরা বিযুক্তি রেখা বলে। এই বিযুক্তি রেখার সাহায্যে দুটি ভিন্ন উপাদানের ঘনত্ব অনুযায়ী স্তর আলাদা করা যায়। ভূ-অভ্যন্তরে প্রতিটি স্তরের মাঝে রয়েছে বিভিন্ন বিযুক্তি রেখা। যেমন –

১। ভূত্বকের সিয়াল স্তর ও সিমা স্তরের মাঝে রয়েছে কনরাড বিযুক্তি রেখা।
২। ভূত্বক ও গুরুমন্ডলের মাঝে যে বিযুক্তি রেখা রয়েছে তার নাম মোহোরোভিসিক বিযুক্তি রেখা।
৩। 660 কিমি গভীরতায় অবস্থিত রিপিত্তি বিযুক্তি রেখা বহিঃগুরমন্ডল ও অন্তঃগুরুমন্ডলকে পৃথক করেছে।
৪। গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা।
৫। 5100 কিলোমিটার গভীরতায় অবস্থিত বহিঃকেন্দ্রমন্ডল ও অন্তঃকেন্দ্রমন্ডলের সংযোগস্থলে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা।

পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যেসব প্রাকৃতিক ঘটনা ঘটে থাকে, সেগুলি একে একে জেনে নেওয়া যাক!

ম্যাগমা কাকে বলে?

ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপে ও তাপে গ্যাস, বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে, তাকে ম্যাগমা বলে।

লাভা কাকে বলে?

ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে, তাকে লাভা বলে।

ভূ তাপ কাকে বলে?

ভূ তাপ হল এক ধরণের শক্তি। পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকে ভূ তাপ শক্তি বলে। পৃথিবীর বহু দেশেই এই তাপ শক্তি থেকে তাপ বিদ্যুৎ উৎপাদন করা হয়।

[এই প্রবন্ধে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত অষ্টম শ্ৰেণীর পাঠ্য পুস্তক ‘আমাদের পৃথিবী’ থেকে কিছু চিত্র ব্যবহার করা হয়েছে। এটি শুধুমাত্র ছাত্রছাত্রীদের সুবিধার্থে করা হয়েছে, এর কোনো বাণিজ্যিক উদ্দেশ্য JUMP Magazine কর্তৃপক্ষের নেই।]

পর্ব সমাপ্ত। পরবর্তী পর্ব → অস্থিত পৃথিবী


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


লেখিকা পরিচিতিঃ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্রী শ্রীপর্ণা পাল। পড়াশোনার পাশাপাশি, গান গাইতে এবং ভ্রমণে শ্রীপর্ণা সমান উৎসাহী।

এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –

VIII_Geo_1a