WB-Class-9

পরিমাপ ও একক

ভৌত বিজ্ঞাননবম শ্রেণি – পরিমাপ (প্রথম অধ্যায়)


যে কোন কাজেই রাশির গুরুত্ব অপরিসীম। যে কোন কিছুই পরিমাপ করতে রাশির প্রয়োজন হয়। এখন আমরা জেনে নেবো রাশি কাকে বলে?

প্রাকৃতিক বা ভৌত রাশি

যে কোন পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কেই প্রাকৃতিক বা ভৌত রাশি বলা হয়। যেমন- ভর, সময়, দৈর্ঘ্য ইত্যাদি।

এখন এই প্রাকৃতিক বা ভৌত রাশি দুই প্রকার।
স্কেলার রাশি ও ভেক্টর রাশি।

[এই বিষয় নিয়ে আমরা পরের পর্বে বিস্তারিত জানব]


নবম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল

যখনই আমাদের মন প্রশ্ন করে “কত?” যে উত্তরটা প্রথমেই আমাদের মনে আসে, সেটাই হলো রাশি। যেমন কতদূর হাঁটতে হবে? 10 কিলোমিটার। কতখানি চাল আছে? 25 কিলোগ্রাম। কতটা ওষুধ খাবো? 5 মিলিলিটার ইত্যাদি।

রাশির দুটি অংশ। একটিকে বলা হয় সংখ্যা, অপরটি হলো একক।

JUMP whats-app subscrition

[আরো পড়ুন – ভৌত বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়; পরমাণুর গঠন]

পছন্দসই তিনটি সংখ্যা মনে মনে বেছে নিয়ে তাতে পছন্দসই পাঁচটি একক যোগ কর। বলতো এগুলো কোন রাশি? আর এই রাশিগুলো কোথায় আমরা ব্যবহার করি?

এই একক হলো রাশিকে চেনার উপায়। মজা করে বললে বলা যায়, রাশি যদি মানুষের নাম হয় তাহলে একক হবে তার পদবী।  যেমন ভরের জন্য কিলোগ্রাম, দৈর্ঘ্যের জন্য কিলোমিটার, আয়তনের জন্য মিলিলিটার, ইত্যাদি। এখানে কিলো, মিলি প্রভৃতি শব্দ হলো অনুএকক, যা মূল একককে বড়ো বা ছোটো করে। যেমন কিলো শব্দের অর্থই হলো হাজার, আবার মিলি শব্দের অর্থ 1/1000। অর্থাৎ কিলো-মিটারের অর্থ হাজার মিটার।


নবম শ্রেণির অন্য বিভাগগুলিগণিত | জীবন বিজ্ঞান | ভৌতবিজ্ঞান

এইভাবে আমরা বিভিন্ন একককে প্রয়োজন অনুসারে একক পরিবর্তন করে ছোটো বা বড় করতে পারি।

কিন্তু এইরকম একটা রাশিকে ছোটো বড়ো করার প্রয়োজন হয় কেন?

কারণ কোনো বড় পরিমাপকে আমরা যদি ছোট কোনো এককের সাহায্যে প্রকাশ করি, তবে তা ব্যবহার করা অত্যন্ত কঠিন কাজ হবে। অপরদিকে ছোট কোন পরিমাপকে যদি আমরা বড় কোন একক দিয়ে প্রকাশ করি, সেক্ষেত্রেও দশমিকের পর অনেক শূন্য বসবে। সেই ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত জটিল ও দুর্বোধ্য হবে।

যেমন বিষয়টিকে একটু উদাহরণ দিয়ে বোঝানো যাক।

পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 149000000000 মিটার। চট করে দেখে কিন্তু আমাদের পড়তে অসুবিধা আছে।  কিন্তু যদি এই মিটার এককটিকে পরিবর্তিত করে বড় কোনো একক নেওয়া হয়, যেমন, আলোক মিনিট (এক মিনিটে আলো যতদূর যায়) তবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় 8.27 আলোক মিনিট।

[আরও পড়ুন – বাংলা; কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি]

বলতে পারো?

  1. আলোর বেগ 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড হলে 3.2 আলোকবর্ষ মানে কত কিলোমিটার?

তোমার উত্তর কমেন্ট বক্সে লেখ।

পর্ব সমাপ্ত।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –

IX-PS-1a

One Reply to “পরিমাপ ও একক

Comments are closed.