শ্রেণি – দশম | বিষয়: English । Lesson: Fable
About the Author
Ralph Waldo Emerson was an American essayist, philosopher, lecturer, and poet. He was born in Boston on May 25, 1803. He was one of the Transcendentalists. His first written book was “Nature”. “Essays, First and Second Series”. “Poems”, “Representative Men”, ”Conduct of Life”, “English Traits” are some of his notable literary works. He died of pneumonia on April 27, 1882.
সহজ বাংলায় কবিতাটি বুঝে নাও↓
Poem Meaning
The Mountain and the squirrel
Had a quarrel
The mountain and the squirrel were quarrelling.
And the former called the latter ‘Little Prig’.
Bun replied,
The first one called the other as a “little prig” which means the mountain wanted to call the squirrel a formalist (one who tries to be an honest person in front of others). Then the little squirrel said.
You are doubtless very big;
But all sorts of things and weather
The squirrel said there is no doubt that the mountain is very big. But all types of things and weather
“Must be taken in together,
To make up a year
Should be taken all together to make a complete year.
And a sphere.
And I think it no disgrace.
And a globe. But the squirrel did not feel insulting.
To occupy my place
If I’m not so large as you
But to fill the existence or place of the squirrel. Though the squirrel is not as big as the mountain.
You are not so small as I,
And not half so spry.
The mountain was also not as tiny as the squirrel. The mountain was also not as full of life as the squirrel and not even carried half of the strength of the squirrel.
I’ll not deny you make
A very pretty squirrel track
The squirrel did not deny that the mountain made a very nice-looking squirrel track (a path or footprints)
Talents differ; all is well and wisely put;
If I cannot carry forests on my back
Competencies are different; All the things are put in a well and erudite manner. Though the squirrel could not be able to carry the whole forest on its back
Neither can you crack a nut
The mountain also could not break a nut.
দশম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল
Summary
The squirrel and the mountain were fighting with each other, on the squirrel’s place in the forest. But the squirrel, who is self-righteous, said though it was not as big as the mountain, it has its talents and position in the wood to live there. To make a complete year all the things and weather (all the twelve months with six seasons) should be collected. The squirrel is small but it has its significance that is different from the mountain. So there is no shame to be small or tiny. Maybe the mountain is very big but it lacks the energy and high-spirits of the squirrel. The mountain and the squirrel have different talents. The mountain can carry the whole forest on its back and the squirrel can break a nut by its teeth and tiny hands.
Here the poet wanted to say that Mother Nature made various things like animals, human beings and so many. We all have different qualities and existence. One is superior to others; this concept is wrong because everybody has their own identity, talent, and existence. In this nature, there are different types of places, landforms, animals, and human beings. One is may be completely different from the other. But none is superior to the other. Because these all the things have their specific characteristics, advantages, and limitations too. Mother Nature collects all these things to make this beautiful earth.
বাংলায় সারসংক্ষেপ
এই কবিতাটিতে প্রকৃতির দুই সৃষ্টি বিশাল পর্বত এবং ক্ষুদ্র জীব কাঠবিড়ালীর মধ্যেকার কাল্পনিক সংলাপ তুলে ধরা হয়েছে। কবিতাটির শুরুতে দেখা যাচ্ছে যে পর্বত এবং কাঠবিড়ালীর মধ্যে কার গুরুত্ব বেশি তা নিয়ে ঝগড়া শুরু হয়েছে।
পর্বত যখন কাঠবিড়ালীকে ক্ষুদ্র বলে সম্বোধন করেছে, সেই মাত্র কাঠবিড়ালী, পর্বতকে মনে করিয়ে দিয়েছে যে সে ক্ষুদ্র হলেও অপাংতেও নয়। ঋতুচক্রের ছয়টি ঋতুই যেমন সমানভাবে তাৎপর্যপূর্ণ ঠিক একইভাবে প্রকৃতিতে বিশাল পর্বত এবং ক্ষুদ্র কাঠবিড়ালীও একই ভাবে তাৎপর্যপূর্ণ।
একটি পর্বত বিশাল স্থান অধিকার করে থাকে, কিন্তু কাঠবিড়ালীর থাকার জন্য মোটেও বেশি জায়গা লাগে না। তবে কাঠবিড়ালী স্বীকার করেছে যে পর্বত তার জন্য ভারি সুন্দর চলার রাস্তা তৈরি করেছে। তাদের দুজনের উপযোগিতা ভিন্ন, যেমন পর্বত হয়তো একটা বিশাল জঙ্গলকে ধারন করে থাকতে পারে কিন্তু কাঠবিড়ালী যত সুন্দর বাদাম ভাঙতে পারে, তা কিন্তু পর্বত পারে না।
কবি বোঝাতে চেয়েছেন যে এই প্রকৃতিতে কেউ তুচ্ছ নয়, সুবিশাল পর্বত যেমন প্রকৃতিতে ভূমিকা পালন করে ঠিক তেমনভাবেই ক্ষুদ্র কাঠবিড়ালীও প্রকৃতিতে অপ্রয়োজনীয় নয়।
দশম শ্রেণির অন্য বিভাগগুলি – গণিত | জীবনবিজ্ঞান | ভৌতবিজ্ঞান
Words to Remember
- Quarrel – ঝগড়া [Synonyms- Conflict, Muss, Pandemonium]
- Sphere – গোলক [Synonyms- Environment, Globe, Zone]
- Disgrace – অপমান [Synonyms- Dispraise, Insult, Ignominy]
- Occupy – দখল করা [Synonyms- Hold, Be worth, Pervade]
- Former – প্রাক্তন [Synonyms- Previous, Past, Quondam]
- Wisely- বিজ্ঞতার সঙ্গে
পরবর্তী পর্ব → Our Runway Kite
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –
-
- ফলো করো – WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- Facebook Group – লেখা – পড়া – শোনা
X-Eng-Fable