mini mock jump banner_2019
পরীক্ষা প্রস্তুতি

আবার জমবে স্কুলের লড়াই!



ঘোষিত হল EDULEARN ইন্টার স্কুল মিনি মক টেস্টের পরীক্ষার সময়সূচী।

আগামী 14ই জুলাই উত্তরপাড়া গার্লস হাই স্কুলে সকাল 10:30 থেকে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

EDULEARN EDUCATION আয়োজিত জনপ্রিয় এই বিশেষ পরীক্ষা এইবার পঞ্চম বর্ষে পা দিল।

প্রতি বছর জুলাই মাসে অনুষ্ঠিত এই বিশেষ পরীক্ষা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় থেকে বালি, বেলুড়, উত্তরপাড়া, হিন্দমোটর, কোন্নগর থেকে প্রায় পাঁচশত ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

mini-mock-test-edulearn

গত চার বছরে যথাক্রমে উত্তরপাড়া গার্লস হাই স্কুল (প্রথম ও দ্বিতীয় বর্ষ), উত্তরপাড়া চিলড্রেন্স ওন হোম এবং দেবীশ্বরী বিদ্যা নিকেতন এই সন্মানের অধিকারী হয়েছে

এই বছর ট্রফি কোন স্কুলের কাছে যাবে? উত্তর পাওয়া যাবে আগামী 15ই আগস্ট।

MCQ ও Descriptive প্রশ্ন দিয়ে সাজানো এই পরীক্ষা অষ্টম থেকে দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতিতে বিশেষ ভাবে সহায়ক হয়। এই প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সকল ধরণের ছাত্রছাত্রীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষা পরিচালনা করা হয়।

সাধারণত গণিত ও ইংরাজি ভাষার উপর প্রতিবছর পরীক্ষা নেওয়া হয়। তবে, ছাত্রছাত্রিদের বিশেষ অনুরোধে এই বছর বিজ্ঞান অর্থাৎ ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞান বিষয়দুটিকে পরীক্ষার অন্তর্গত করা হচ্ছে। একঝলকে দেখে নেওয়া যাক এই পরীক্ষার সিলেবাস।

inter-school-Sylb

আয়োজক সংস্থা EDULEARN এর উদ্দেশ্য এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার সচেতনতা বৃদ্ধি করা এবং পড়া মুখস্থ করার পরিবর্তে পড়া বোঝার উপর জোর দিয়ে পরীক্ষায় ভালো ফলাফল করতে সাহায্য করা।

তাই পরীক্ষা পরবর্তী অধ্যায়ে প্রতিটি ছাত্রছাত্রীকে মুখোমুখি আলোচনার মাধ্যমে পরীক্ষাপত্রের বিশ্লেষণ করা হবে এবং রেজাল্ট কার্ড দেওয়া হবে।

পড়াশোনার পাশাপাশি এই অনুষ্ঠানে সচেতনতা বৃদ্ধির প্রতিও সজাগ দৃষ্টি রাখা হয়।

এই বছর পরীক্ষার পরে পশ্চিমবঙ্গ উপভোক্তা বিভাগ দ্বারা আয়োজন করা হবে একটি শিক্ষা মূলক ম্যাজিক শো-এর।

Time-table-19

পরীক্ষার জন্য আমন্ত্রিত বিদ্যালয়গুলিতে বিনামূল্যে নাম রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে।

নাম রেজিস্ট্রেশনের জন্য ভিসিট করতে পারেন EDULEARN-এর ওয়েবসাইট, অথবা যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9614581033।


পড়াশোনা সংক্রান্ত যেকোনো বিষয়ের যে কোনো প্রশ্ন সরাসরি আমাদের করতে পারেন ‘লেখা-পড়া-শোনা’ ফেসবুক গ্রূপে। গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন এখানে।

lekha-pora-shona-facebook-group