hs-exam-to-be-conducted-in-2-semesters-from-2026
পরীক্ষা প্রস্তুতি

উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতে বদল

10th August 2023 উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান জানিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার থেকে সেমিস্টার পদ্ধতিতে শুরু হতে চলেছে। একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণি পরীক্ষাগুলি দুটি সেমিস্টারে বিভক্ত হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, দ্বাদশ শ্রেণির দুটি সেমিস্টার পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে।

2021 সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সেমেস্টার পদ্ধতিতে করার প্রস্তাব দিয়েছিল রাজ্যকে। রাজ্য মন্ত্রিসভা 7ই আগস্ট, 2023 সোমবার সংসদের এই সেমেস্টার পদ্ধতির প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

পরীক্ষা পদ্ধতির পরিবর্তন

আগামী বছর অর্থাৎ 2024 সালে যারা একাদশ শ্রেণিতে ভর্তি হবে তারা এই নতুন নিয়ম অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে। 2025 সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও সেমিস্টার পদ্ধতিতে হবে।

এই বছর অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা আগের নিয়মে এই পরীক্ষা দেবে।

2024 সালের নভেম্বর মাসে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার হবে এবং দ্বিতীয় সেমিস্টার হবে 2025 সালের মার্চ মাসে। 2026 সালে এই সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষার প্রথম রেজাল্ট প্রকাশিত হবে।

দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টার হবে 2025 সালের নভেম্বর মাসে এবং 2026 সালের মার্চ মাসে হবে দ্বাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার।

প্রশ্নের ধরণ পরিবর্তন

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভেবে রেখছেন 2025 সালের নভেম্বর মাসে দ্বাদশ শ্রেণির যে প্রথম সেমেস্টার হবে, সেই পরীক্ষায় MCQ ধরণের প্রশ্ন করা হবে। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওএমআর (OMR) শিটে উত্তর দিতে হবে।

দ্বাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার যা 2026 সালের মার্চ মাসে হবে, সেই পরীক্ষায় নৈর্ব্যক্তিক, ছোট-বড় মিলিয়ে প্রশ্ন করা হবে।

প্র্যাকটিকাল পরীক্ষাকে কোনো সেমেস্টারে ভাগ করা হয়নি। প্র্যাকটিকাল পরীক্ষা একবারই হবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর পাওয়া গেছে যে, সর্বভারতীয় স্তরে প্রায় সব পরীক্ষা ছাত্রছাত্রীদের ওএমআর (OMR) শিটে দিতে হয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ড (WBCHSE) -এর ছাত্রছাত্রীদের সর্বভারতীয় ক্ষেত্রে অভ্যস্ত করার জন্য ওএমআর ফরম্যাটে MCQ পরীক্ষায় আয়োজন করা হয়েছে।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –