biology-higher-secondary-tips
পরীক্ষা প্রস্তুতি

উচ্চ মাধ্যমিক প্রস্তুতি – জীববিদ্যা (প্রথম পর্ব)

Science হোক বা Bio – science উচ্চ মাধ্যমিকে জীববিদ্যা (Biology) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা অন্যান্য বিষয়গুলিতে একটু দুর্বল, তাদের জন্য ত্রাতা হয়ে ওঠে এই বিষয়টি। একটু প্ল্যান করে খুঁটিয়ে পড়লেই সত্তর নম্বরের মধ্যে নুন্যতম পঞ্চাশ থেকে ষাট পাওয়া মোটেই খুব একটা কঠিন কাজ নয়।

কয়েকটি পর্বে বিভক্ত এই প্রবন্ধে আমরা আলোচনা করবো দ্বাদশ শ্রেণির জীববিদ্যায় ভালো ফল করার জন্য কোন কোন অধ্যায়ে আমরা বিশেষ গুরুত্ব দেব এবং কিভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি নেব। আমরা জানি নম্বর বিভাজন বেশিরভাগ ছাত্রছাত্রীর কন্ঠস্থ। কিন্ত একটি যুদ্ধের প্রথম ধাপ যুদ্ধক্ষেত্রের নকসা অর্থাৎ blueprint ভালোভাবে জানা। তাই এই পর্বে নম্বর বিভাজন এবং অধ্যায়ের খুঁটিনাটি তোমাদের জন্য।

[আরো পড়ুন – উচ্চ মাধ্যমিকে রসায়নে 90% কিভাবে পাওয়া যাবে]

নম্বর বিভাজন – The Blueprint

মোট সত্তর নম্বরের লিখিত পরীক্ষায় দুটি মূল ভাগ থাকে part – A ও part – B।

Part – A তে মোট 52 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। এর মধ্যে ‘ক’ বিভাগে মোট পাঁচটি করে প্রশ্নের উত্তর করতে হয় যাতে থাকে দশ নম্বর। এতে প্রতিটি একক থেকে একটি করে প্রশ্ন থাকে। এই বিভাগে মোট তিনটি বিকল্প প্রশ্ন থাকে।

‘খ’ বিভাগে তিন নম্বরের প্রশ্ন থাকে 9টি। এতে পাঁচটি বিকল্প প্রশ্ন থাকে। এই বিভাগের মোট নম্বর 27। বিকল্প প্রশ্নগুলি একই একক থেকে করা হয়।

‘গ’ বিভাগে পাঁচ নম্বরের তিনটি প্রশ্ন থাকে, অর্থাৎ বিভাগের মোট নম্বর 15। এই বিভাগে একটি জীবের জনন, একটি জিনতত্ব ও বিবর্তন এবং অন্যটি বাস্তব্য বিদ্যা ও পরিবেশ থেকে আসে। এই বিভাগে বিকল্পের সংখ্যা দুটি।

এবার Part – B এর কথা আলোচনা করা যাক। সবচেয়ে scoring বিভাগ কিন্তু এটাই, কারণ এটি প্রধানত MCQ প্রশ্নের বিভাগ। এখানে 14 নম্বরের MCQ প্রশ্নে একটু ভালো করে খুঁটিয়ে পড়লেই, 14 তে 14 পাওয়া কোন ব্যাপার নয়। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, এই MCQ প্রশ্নের কোন বিকল্প দেওয়া হয় না।আর অতি সংক্ষিপ্ত অর্থাৎ এক নম্বরের চারটি প্রশ্ন থাকে part – B ভাগে। জৈব প্রযুক্তি এককটি বাদ দিয়ে, বাকি চারটি একক থেকে একটি করে প্রশ্ন দেওয়া হয়।

[আরো পড়ুন – ২০১৮ উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থানাধিকারি সৌরদীপ নাথের প্রস্তুতির দুটি বছর]

এবার প্রতিটি এককের (unit) নম্বর বিভাজন খুঁটিয়ে দেখা যাক।

জীববিদ্যায় মোট পাঁচটি একক বা unit আছে। প্রথম unit টি হলো ‘জীবের জনন’। এর মধ্যে চারটি অধ্যায় আছে।

 1. জীবের জনন
 2. সপুষ্পক উদ্ভিদের যৌন জনন
 3. মানুষের জনন
 4. জননগত স্বাস্থ্য

এই unitএর নম্বর বিভাজন হলো

প্রশ্নের ধরণ প্রশ্নের সংখ্যা (a) প্রশ্নের নম্বর (b) মোট নম্বর (a × b)
MCQ প্রশ্ন 3 1 3
অতিসংক্ষিপ্ত প্রশ্ন 1 1 1
সংক্ষিপ্ত প্রশ্ন (SAQ) 1 2 2
বিষয়ভিত্তিক প্রশ্ন 1 3 3
বিশ্লেষণমূলক প্রশ্ন 1 5 5
মোট নম্বর 14
[এই লেখার দ্বিতীয় পর্ব]

দ্বিতীয় একক বা unit হলো জিনতত্ব ও বিবর্তন।

এটিতে চারটি অধ্যায় থাকে –

 1. বংশগতি ও বিভেদ
 2. বংশগতির আনবিক ভিত্তি
 3. অভিব্যক্তি বা বিবর্তন
 4. চতুর্থ অভিব্যাক্তির কৌশল

এই unit এর নম্বর বিভাজন

প্রশ্নের ধরণ প্রশ্নের সংখ্যা (a) প্রশ্নের নম্বর (b) মোট নম্বর (a × b)
MCQ প্রশ্ন 4 1 4
অতিসংক্ষিপ্ত প্রশ্ন 1 1 1
সংক্ষিপ্ত প্রশ্ন (SAQ) 1 2 2
বিষয়ভিত্তিক প্রশ্ন 2 3 6
বিশ্লেষণমূলক প্রশ্ন 1 5 5
মোট নম্বর 18

তৃতীয় unit বা এককটি হলো জীববিদ্যা ও মানবকল্যান এই এককটির তিনটি অধ্যায় আছে।

 1. স্বাস্থ্য ও রোগ
 2. খাদ্য উৎপাদনের উন্নতি সাধন
 3. মানবকল্যাণে অণুজীব

এই unit এর নম্বর বিভাজন

প্রশ্নের ধরণ প্রশ্নের সংখ্যা (a) প্রশ্নের নম্বর (b) মোট নম্বর (a × b)
MCQ প্রশ্ন 2 1 2
অতিসংক্ষিপ্ত প্রশ্ন 1 1 1
সংক্ষিপ্ত প্রশ্ন (SAQ) 1 2 2
বিষয়ভিত্তিক প্রশ্ন 3 3 9
বিশ্লেষণমূলক প্রশ্ন
মোট নম্বর 14

চতুর্থ unit অথবা এককটি হল জৈব প্রজুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।

বিশেষ বিজ্ঞপ্তি: যেকোনো বিষয়ের যে কোনো প্রশ্ন সরাসরি আমাদের করতে পারো প্রশ্ন – উত্তর বিভাগে। এই পেজে গিয়ে প্রশ্ন পাঠালে, আমাদের বিশেষজ্ঞরা পরবর্তী ২৪ মধ্যে তার উত্তর দেবেন।

এই এককের মাত্র একটি অধ্যায়।

এই unit এর নম্বর বিভাজন

প্রশ্নের ধরণ প্রশ্নের সংখ্যা (a) প্রশ্নের নম্বর (b) মোট নম্বর (a ×b)
MCQ প্রশ্ন 2 1 2
অতিসংক্ষিপ্ত প্রশ্ন
সংক্ষিপ্ত প্রশ্ন (SAQ) 1 2 2
বিষয়ভিত্তিক প্রশ্ন 2 3 6
বিশ্লেষণমূলক প্রশ্ন
মোট নম্বর 10

পঞ্চম unit বা একক হলো বাস্তব্য বিদ্যা (ecology) ও পরিবেশ। এই এককে চারটি অধ্যায় আছে।

 1. বাস্তব্য বিদ্যা এবং জনসংখ্যা
 2. বাস্তুতন্ত্র
 3. জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ
 4. পরিবেশগত বিষয়

এই unit এর নম্বর বিভাজন

প্রশ্নের ধরন প্রশ্নের সংখ্যা (a)
প্রশ্নের নম্বর (b)
মোট নম্বর (a × b)
MCQ প্রশ্ন 3 1 3
অতিসংক্ষিপ্ত প্রশ্ন 1 2 2
সংক্ষিপ্ত প্রশ্ন (SAQ) 1 2 2
বিষয়ভিত্তিক প্রশ্ন 1 3 3
বিশ্লেষণমূলক প্রশ্ন 1 5 5
মোট নম্বর 14

প্রথম পর্বের সমাপ্তি। পরবর্তী পর্বে থাকবে অধ্যায়ভিত্তিক আলোচনা।

[এই লেখার দ্বিতীয় পর্ব]


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –